নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মা \'কে নিয়ে ঈদের ভাবনায়

১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৮



ভোরের আযান কানে যেতেই চোখ মেলে চাই ।
মা গিয়েছে অনেক দূরে । মা..! সেতো আর নাই।।

কোথায় পাবো তারে আমি ,এই জীবনে তো আর নয়,
মায়ের কথা ভাবতে গিয়ে বড্ড কষ্ট হয় ।

মা যে ছিলো বড়ই দুঃখী সারা জীবন ভর
নিজের ই সুখ হেলা করে সুখ চেয়েছে মোর ।।

প্রতি ঈদে দিতে আমায় একটি পোশাক কিনে ,
ছেড়া শাড়ির আঁচল তুমি লুকায়ে সযতনে ।।

তোমার আশা ছিলো খোকা অনেক বড় হবে।
দুখ কষ্ট শেষে ঠিক আলোর চিহ্ন দেখা দেবে ।

মা তোমায় বুঝতে আমায় অনেক হয়েছে দেরী
ততদিনে মা"যে আমার চলে গেছে নিজ বাড়ি ।।

দিনে দিনে ঋণের জালে জড়িয়েছো আমায় ,
তোমার স্মৃতিগুলো এখন কেবলি আমাকে কাঁদায় ।।

ঈদের নামায পড়ার শেষে তোমায় দোয়া করি
তোমার সোহাগ মাখা খাবার তখন খুব মিস করি ।।

জানিনা কেন যেন মায়েরা এমনি হয় ।
সন্তানের তরে সব ভাবনা ।নিজের তরে নয় ।।

আজকে এই ঈদের দিনে সকল মায়ের তরে,
আল্লাহর কাছে দুহাত তুলি[ মাফিমাগি ]ক্ষমা প্রার্থনা করে ।।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
এইমাএ একটা ১৮ + কবিতা লিখলাম । পোষ্ট করবো কিনা ভাবছি ।ব্যান খাওয়ার ভয় আছে।
এত কষ্টের কবিতা লিখলে লোকে আমায় মারবে । সবার মন খারাপ হয়ে যাচ্ছে ।

২| ১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি ইংরেজী জানলে, গুগলে মায়ের উপর কয়েকটি কবিতা পড়েন।
এখন বাংলায়ও হয়তো পাবেন।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


সাহিত্যে ১৮+ থাকে না, থাকে জীবন; লেখকে জীবন নিয়ে লিখতে হয়।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৩

ইসিয়াক বলেছেন: ইদ কেমন কাটলো ।নিশ্চয় ভালো । ভালো থাকবেন

৪| ১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



১৮+ সাহিত্য, বা সাহিত্যে ১৮+ বলতে কিছু আলাদা নেই, আছে জীবন-আলেখ্যা; লেখককে জীবন নিয়ে লিখতে হয়।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৫

ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা ।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৪

ইসিয়াক বলেছেন: কবিতাটা ছিড়ে ফেলেছি ।তবু মনের মধ্যে খারাপ লাগছে। আসলে লেখার অনেক বিষয় আছে ।
আর অবশ্যই মাকে নিয়ে লেখা কবিতা আরো পড়বো ।সার্চ চলছে ।
ভালো থাকবেন। চোখের যত্ন নেবেন
ধন্যবাদ

৫| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৮

হাফিজ বিন শামসী বলেছেন:
মায়ের মত আপন কেহ নেই।
ধন্যবাদ কবিতার জন্য।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভসন্ধ্যা।
ঈদমোবারক

৬| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।
এইমাএ একটা ১৮ + কবিতা লিখলাম । পোষ্ট করবো কিনা ভাবছি ।ব্যান খাওয়ার ভয় আছে।
এত কষ্টের কবিতা লিখলে লোকে আমায় মারবে । সবার মন খারাপ হয়ে যাচ্ছে ।

পোষ্ট করুন।
ব্যান খাবেন না। ভয় নেই। শুধু ১৮+ লাগিয়ে দিয়েন।

১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১০

ইসিয়াক বলেছেন: হি হি হি..।একটু এডিট করে নেই ।হঠাৎ করে মনটা আবার খারাপ হয়ে গেল ।
সবাই এত ভালো বাসছে। ঈদের দিন সাধারণত আমার মনটা খারাপ থাকে ।কিন্তু এবার খুবই ফুরফুরে ছিলো।
যাক সে যাক আমার মন খারাপ করার অসুখ আছে .......।তখন আমি দরজা জানালা বন্ধ করে চুপচাপ গান শুনি ।
আজ কেন জানি গান শুনতে ইচ্ছে করছে না।

৭| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১:০১

মাহের ইসলাম বলেছেন: মহান আল্লাহ্‌ আমাদের সকলের পিতা-মাতাকে মাফ করুন।

ভালো লেগেছে।
শুভ কামনা রইল।

১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ মাহের ভাই। ভালো থাকবেন।
শুভসকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.