নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

এ আমার ব্যর্থতা !!!

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:১৯


এখনো রক্তের দাগ লেগে আছে !
এই বিস্তীর্ন সবুজ শস্য শ্যামলা ক্যানভাসে ,
এখনো বারুদের গন্ধ পাওয়া যায় , মাটির ভাজে ভাজে , প্রতিটি লাশের ক্ষয়ে যাওয়া হাড় থেকে ।
আর আমার বোন যার সম্ভ্রম ওরা লুটে নিলো , হায়েনা সম হাসিতে হাসিতে !!
আমার চাওয়া চাওয়াই রয়ে গেল , ঝুলাতে পারিনি তাদের ফাঁসিতে ।।

হা ঈশ্বর ! কী বিভৎস । কী নির্মম । পৈচাশিক ঊল্লাসে ...
ওরা ..,, ওরা আদিম উল্লাসে "মুক্তি" মনে করে আমার ভাইকে বেয়োনেট দিয়ে খোঁচালো , চোখ উপড়ালো , হাতের আঙ্গুলগুলো কুচি কুচি করে কাটলো যেন মুরগীর পায়ের হাড্ডি ।
এবং তার পুরুষাঙ্গে বেধে দিলো একখানা ইট???!!

আমি ওদের বিচার করতে পারিনি , পারিনি ফাঁসিতে ঝোলাতে ।
ওরা করেছিলো এসব অবলীলায় , স্বেচ্ছায় হাসিতে হাসিতে ।

যেদিন আমার ভাইয়ের লাশ খুঁজে পেলুম ।
একটা জারুল গাছ ছিলো ওটা ।
ঝুলানো .....
বস্ত্রহীন.....।
হা ঈশ্বর ! কী বীভৎস !!!
সারা গায়ে তার ছাল ছাড়ানো ,লবণ মেশানো ...চোখ দুটো খোলা ।
আমি ..আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না । আচ্ছা মৃত মানুষ কী কথা কয় ?
ও আমাকে বলছিলো , ওর চীৎকার , ওর যন্ত্রণা , ওর তীব্র কষ্টের কথাগুলো.। সব চোখ দিয়ে বলছিলো।
হা হা হা আমার ভাই। আমার ভাই । আমার ভাই!!!

ওরা করেছিলো এসব স্রেফ হাসিতে হাসিতে ।
দাদা ভাই , আমি পারিনি ওদের ফাঁসিতে ঝোলাতে ।
এ আমার ব্যর্থতা ,
হ্যাঁ আমি ব্যর্থ ।
ওরা এখনো নিলর্জ্জের মতো বাস করে এ দেশের মাটিতে ।
ছি ঃ থুহ্‌
ক্ষমা , কিসের ক্ষমা ?
মানিনা ,এ বিচার মানিনা ..
ওদের দু একজন নাকি জেলে ..!
দিব্যি আরামসে তিনবেলা খাচ্ছে , সঠিক নিয়মে ঘুমাচ্ছে আর খোশ গল্প করছে ।
কতদিন হয়ে গেল , মা'তো না ঘুমিয়ে , না খেয়ে , শোকে দুঃখে পাথর হয়ে মারা গেল ।
ওরা নরপিশাচের দল , ওরা বহুরূপী , ওরা রক্তচোষা , ওরা নারী দেহ লোভী !
ওরা নাকি আমার ধর্মের ভাই ,
হাহ ভাই !
আচ্ছা ভাই কখনো ভাইয়ের মাংস খায় ? ওরা খেয়েছিলো ।
এখনো সাক্ষী দেবে যশোর রোড .....
ক্ষুধার্ত, ক্লান্ত , জীর্ণ , মলিন , দিকবিদিক জ্ঞানশূণ্য অগণিত মানুষ ।
লক্ষ লক্ষ মানুষ ..কেউ গৃহহারা, কেউ ভাইবোন মা বাবা হারা ,
আবার কোন দিকভ্রান্ত শিশু যে তার মা'কে হারিয়ে ফেলেছে
হেটেই চলেছে , হেটেই চলেছে ..অজানার পথে .।মুক্তির খোঁজে ...।
আমরা কি সত্যিই মুক্তি পেয়েছি ?
পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা ?
এখনো রক্তের দাগ লেগে আছে ..।
বারুদের গন্ধ পাওয়া যায় আকাশে বাতাসে ।
কিন্তু আমরাতো ভূলে গেছি ।
ভূলে গেছি আমার মায়ের অপমান । বোনের সম্ভ্রম হারানোর কথা ।
ভুলে গেছি আমার যে ভাইটি যুদ্ধ কবতে করতে মারা গেল সেই ভাইটির কথা !!
ক্রমেক্রমে রক্তবীজের ঝাড় , আগাছার মতো দ্রুত বেড়ে উঠছে ।
আবারো তৈরী হচ্ছে তারা , সমবেত হচ্ছে , একত্রিত হচ্ছে তারা ।
এদেশটাকে অস্হিতিশীল করে তুলতে চাইছে ।
তোমরা কি বুঝতে পারছো ?
পারছোনা ।
এ আমার ব্যর্থতা ।
আমি যে তোমাদের বোঝাতে পারছিনা , এ আমার ব্যর্থতা ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা ভালুকের মতো, সময় পেলে ঘুমিয়ে থাকে, সময় মতো জেগেও উঠে

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:০১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ সকাল ।
কেমন আছেন ?

২| ১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর, অসাধারণ।

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ,
শুভ সকাল

৩| ১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত শক্তিশালী আবেগময় কবিতা।++
কয়েকটি স্থানে বেশ টাইপো হয়ে আছে।

পোস্টে প্রথম লাইক।

শুভেচ্ছা রইল প্রিয় ইসিয়াক ভাইকে।

১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৪ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

ইসিয়াক বলেছেন: কবিতা বলেই অনেক বিস্তারিত বর্ণনায় যাইনি । কিছু কিছু জায়গা উহ্য রেখেছি ।আবেগ দিয়ে পড়ুন । ভালো লাগবে ।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.