নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১০

আজকাল খুব অস্থির লাগে জানো তো !
তোমার মুখটাকে মনে হয় মুখোশ ।
যেদিন আমার পা'দুখানা ট্রেনে কাটা পড়ল ,
সেদিনই বুঝেছিলাম এই পৃথিবী আর আমার জন্য নয় ।

কতবারতো তোমায় বলেছি যাও না , যাও । তোমার দুয়ার খোলা ,তুমি এখন মুক্তো ।
তুমি অবশ্য চলে যাওনি ।

এখন রাত দু'টো বেজে তিন মিনিট ।
এখনো কি তুমি অন্য পুরুষের মনোরঞ্জণে ব্যস্ত !!
কে জানে ?
বুকটা খাঁ খাঁ করছে ।
কারেন্ট চলে গেছে ।
এক গ্লাস পানি পেলে মন্দ হতো না ।
ইচ্ছা করেই আলোর ব্যবস্থা করিনি ।
আঁধার আমার ভালো লাগে !

চোখ ফেটে জল আসতে চাইছে , বাধ ভাঙ্গা জোয়ারের মতো ।
মা বলতেন ,"ছেলেদের কাঁদতে নেই।"
আমি চোখ বন্ধ করে তোমর অপেক্ষায় বসে থাকি ..............।
প্রহর গুনেগুনে গড়িয়ে চলে সময়।
ইদানিং কোন কোনদিন তুমি বাড়ি ফেরো না ।

আজকাল আর প্রশ্ন করি না ।
সব মেনে নিয়েছি ।
ভালোবাসা হয়তো আর আমাদের মধ্যে নেই।
তোমার চাই লাইসেন্স আর আমার ভরসা ।
এটাই নিয়তি হয়তো ! মেঘ ডাকছে ।বৃষ্টি আসবে............
ঝুম বৃষ্টি হচ্ছে ........।
এত বৃষ্টি হচ্ছে.....তুমি কিভাবে আসবে?
মুহুমুহু বাজের শব্দে কেঁপে উঠছে চারপাশ ।
মনে মনে কামনা করলাম তুমি যেখানেই থাকো ভালো থাকো .........
জানলা দিয়ে হাত বাড়িয়ে দিলাম । বৃষ্টির শব্দে আলাদা একটা সুর আছে ।
ঠাণ্ডা জলে শরীরে অদ্ভুত অনুভূতির জন্ম দিলো..................।
বৃষ্টিতে আমার যত দুঃখ,কষ্ট সব ধুয়ে মুছে যেতে লাগলো ...................
আমার চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে গেল।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


সকল সুখে দু:খে, অসুখ ও দুর্ঘটনায় একসাথে থাকার দৃঢ়তা থাকতে হয়

১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ইসিয়াক বলেছেন: চাঁদগাজী বলেছেন: সকল সুখে দু:খে, অসুখ ও দুর্ঘটনায় একসাথে থাকার দৃঢ়তা থাকতে হয়।

...............সেটাই।আর সেটাই বাস্তবতা ।

২| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,

মানবিক কবিতা। দারুণ আবেগময় আবেদন।
কবিতায় ভাললাগা রেখে গেলাম। ++

শুভকামনা জানবেন।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
শুভকামনা জানবেন।

৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
আজ আপনার দেখাদেখি আমিও একটা কবিতা লিখেছি। আসলে কবিতা না কবিতার মতোন কিছু একটা।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৫

ইসিয়াক বলেছেন: কোথায় ?এক্ষুণি পড়তে হবে ।আসছি। সময় খুবই কম। ৪৮ ঘন্টায় দিন হলে ভালো হতো ।

৪| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিরহ, ভালোবাসার প্রকাশ। উপস্থাপন বেশ সহজ ও সাবলীল।

শুভকামনা।

১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:২৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.