নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আজকাল খুব অস্থির লাগে জানো তো !
তোমার মুখটাকে মনে হয় মুখোশ ।
যেদিন আমার পা'দুখানা ট্রেনে কাটা পড়ল ,
সেদিনই বুঝেছিলাম এই পৃথিবী আর আমার জন্য নয় ।
কতবারতো তোমায় বলেছি যাও না , যাও । তোমার দুয়ার খোলা ,তুমি এখন মুক্তো ।
তুমি অবশ্য চলে যাওনি ।
এখন রাত দু'টো বেজে তিন মিনিট ।
এখনো কি তুমি অন্য পুরুষের মনোরঞ্জণে ব্যস্ত !!
কে জানে ?
বুকটা খাঁ খাঁ করছে ।
কারেন্ট চলে গেছে ।
এক গ্লাস পানি পেলে মন্দ হতো না ।
ইচ্ছা করেই আলোর ব্যবস্থা করিনি ।
আঁধার আমার ভালো লাগে !
চোখ ফেটে জল আসতে চাইছে , বাধ ভাঙ্গা জোয়ারের মতো ।
মা বলতেন ,"ছেলেদের কাঁদতে নেই।"
আমি চোখ বন্ধ করে তোমর অপেক্ষায় বসে থাকি ..............।
প্রহর গুনেগুনে গড়িয়ে চলে সময়।
ইদানিং কোন কোনদিন তুমি বাড়ি ফেরো না ।
আজকাল আর প্রশ্ন করি না ।
সব মেনে নিয়েছি ।
ভালোবাসা হয়তো আর আমাদের মধ্যে নেই।
তোমার চাই লাইসেন্স আর আমার ভরসা ।
এটাই নিয়তি হয়তো ! মেঘ ডাকছে ।বৃষ্টি আসবে............
ঝুম বৃষ্টি হচ্ছে ........।
এত বৃষ্টি হচ্ছে.....তুমি কিভাবে আসবে?
মুহুমুহু বাজের শব্দে কেঁপে উঠছে চারপাশ ।
মনে মনে কামনা করলাম তুমি যেখানেই থাকো ভালো থাকো .........
জানলা দিয়ে হাত বাড়িয়ে দিলাম । বৃষ্টির শব্দে আলাদা একটা সুর আছে ।
ঠাণ্ডা জলে শরীরে অদ্ভুত অনুভূতির জন্ম দিলো..................।
বৃষ্টিতে আমার যত দুঃখ,কষ্ট সব ধুয়ে মুছে যেতে লাগলো ...................
আমার চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে গেল।
১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১২
ইসিয়াক বলেছেন: চাঁদগাজী বলেছেন: সকল সুখে দু:খে, অসুখ ও দুর্ঘটনায় একসাথে থাকার দৃঢ়তা থাকতে হয়।
...............সেটাই।আর সেটাই বাস্তবতা ।
২| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,
মানবিক কবিতা। দারুণ আবেগময় আবেদন।
কবিতায় ভাললাগা রেখে গেলাম। ++
শুভকামনা জানবেন।
১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
শুভকামনা জানবেন।
৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
আজ আপনার দেখাদেখি আমিও একটা কবিতা লিখেছি। আসলে কবিতা না কবিতার মতোন কিছু একটা।
১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৫
ইসিয়াক বলেছেন: কোথায় ?এক্ষুণি পড়তে হবে ।আসছি। সময় খুবই কম। ৪৮ ঘন্টায় দিন হলে ভালো হতো ।
৪| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিরহ, ভালোবাসার প্রকাশ। উপস্থাপন বেশ সহজ ও সাবলীল।
শুভকামনা।
১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:২৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
সকল সুখে দু:খে, অসুখ ও দুর্ঘটনায় একসাথে থাকার দৃঢ়তা থাকতে হয়