নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃআমায় তুমি ভাসিয়ে নিয়ে চলো বানের জলের মতো

১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৯


মধুরিমা,
বসন্ত তোমাকে সাজিয়েছে নিজ হাতে।
তোমার সারা শরীরে,
গেঁথে রেখেছো তুমি, গানের অলংকার।
অস্থির অবগাহণে তুমি ছড়ালে,
ভোরের দীপ্তি নব রবি কিরণে।
প্রণাম তোমায়, হে ভালোবাসার দেবী।

তোমার ছায়ায় আমি খুঁজে পেয়েছি,
বেঁচে থাকার আসল মানে।
কঠিন সময় জয় করেছি যত, তোমার ই অনুপ্রেরণায়।
তোমার তনু স্রোতস্বিনী সম,
বয়ে চলে আমার হৃদয় গভীরে।
তুমি আরো সিক্ত করো আমায়,
নিঃস্ব করো আমায়,হে ভালোবাসার দেবী।

তোমার শরীরের বর্ণ বাহারে, আমি হারাই বারবার।
আমায় তুমি ভাসিয়ে নিয়ে চলো বানের জলের মতো।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! বেশ সুন্দর প্রেমের কবিতা।

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৯

ইসিয়াক বলেছেন: আপনাদের ভাললাগায় ,আমার ভাললাগা।
ধন্যবাদ

২| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
আর আমি কি লিখি!!! নিজে উপর নিজেরই রাগ লাগে।

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৩

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই আপনি একজন অনেক বড় মাপের লেখক।
আপনি অনেক সুন্দর লেখেন ।
ইদানিং আপনার কি মনটা ভালো নেই ?

৩| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৮

মাহমুদুর রহমান জাওয়াদ বলেছেন: ঢাকা শহরে আমি পহেলা বসন্তেই কেবল বসন্তকে অনুভব করি।এর পরদিন থেকে তীব্র গরম।আমার মনে হচ্ছে অবহেলার দরুন বসন্ত একদিন পুরোপুরি হারিয়ে যাবে এ শহর থেকে।

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো আবেগ আছে।
কাব্যে ভালো লাগা জানিয়ে গেলাম।
তবে বেশ কিছু জায়গায় টাইপো আছে।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৭

ইসিয়াক বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: ভালো আবেগ আছে।
কাব্যে ভালো লাগা জানিয়ে গেলাম।
তবে বেশ কিছু জায়গায় টাইপো আছে।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

এবার কি ঠিক আছে ?
আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

৫| ১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: কবি দেশ তো ডেঙ্গুতে মরছে আর চামড়ার টাকা এখন বড়লোকের খাদ্য। একটি প্রতিবাদি লেখা আসুক।

১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৭

ইসিয়াক বলেছেন: আচ্ছা।

৬| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা ..

লিখতে থাকুন :)

১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা প্রিয় ইসিয়াক ভাই। সারাদিন বাইরে ঘোরাঘুরি করার জন্য ব্লগে সময় দিতে পারেনি। একটু আগেই আপনার কমেন্টটা দেখলাম।
হ্যাঁ আপনি ঠিক করার পরেও এখনো দুটি জায়গায় টাইপো আছে।
প্রণাম/প্রনাম, ভালোবাসা/ভালবাসা

কমেন্টটা ডিলিট আমার অনুরোধ রইলো।

১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৪

ইসিয়াক বলেছেন: পদাতিক দা ,
খুব কাজ ছিলো বলে উত্তর দিতে দেরী হয়ে গেল । প্লিজ কিছু মনে করবেন না। আসলে আপনি ও আপনাদের সবার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবোনা। ভালো থাকবেন ।পাশে থাকবেন ।
আর হ্যাঁ আপনার মূল্যবান মন্তব্য ডিলিট করা মানে আপনাকে আপনাকে অপমান করা , আমি মনে করি ।সে আমি পারবোনা।
আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমার ব্লগের অলংকার ।
ধন্যবাদ।

৮| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.