নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

চামড়া সমাচার

১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৫


হৈ হৈ কাণ্ড ,রৈ রৈ ব্যাপার
চামড়ার খেলা চলিতেছে দেখুন এবার!!!
লক্ষ টাকার গরুর চামড়া মাত্র তিনশত টাকা দাম ,
এদিক ওদিক চামড়ার বৃষ্টি বর্ষণ হইতেছে অবিরাম ।।

গুলিস্হানের মোস্তবাবু রাস্তা দিয়ে যাচ্ছিলেন
হঠাৎ পায়ের তলায় নরম কি টের পাচ্ছিলেন ।।
এত চামড়া! হায় আল্লাহ এ যে সলিড ব্যবসার কাচামাল,
মূল্যবান রাষ্ট্রীয় সম্পদের কিভাবে হলো এমন হাল ?

সিণ্ডিকেট ভাই,সিণ্ডিকেট ,পুজিবাজারের লুটেরা
বড় বড় ব্যবসায়ীরাই এখন এক নম্বর সর্বহারা ।।

চামড়া আর চামড়া এখন এটার দাম নাই
বিনামূল্যে দিলেও কুড়িয়ে নেওয়ার কাম নাই ।
পথেঘাটে চামড়া , মাটির তলায়ও মেলে ঠাই
আমারটাও পড়ে আছে ! বিনামূল্যে নাও ভাই !!

সখিনা বিবি ভেবেছিল ঈদে পাবে মাংস ,
পরের দিন চামড়ার টাকার পাবে কিছু অংশ ।
টাকা মাটি মাটি টাকা মাদ্রাসা গুলো বিপদে ।
এতগুলো অনাথ মুখ চালাবে তারা কি দিয়ে !!
গরীব ,এতিম মাদ্রাসার অসহায় পোলাপানের গ্রাস
এক নিমেষে নিলো কেড়ে সিণ্ডিকেট নামক ত্রাস !!

হায় আল্লাহ কোটিপতিরা সবচেয়ে বড় মিসকিন
গরীবের হক মেরেই চলে তাদের বিলাসবহুল দিন ।

ঠাকুরমাহমুদ বলেছেন: কবি দেশ তো ডেঙ্গুতে মরছে আর চামড়ার টাকা এখন বড়লোকের খাদ্য। একটি প্রতিবাদি লেখা আসুক।
ঠাকুরমাহমুদ ভাই আপনার অনুরোধ রাখার চেষ্টা করলাম। জানিনা কেমন হয়েছে।

ছবি গুগোল থেকে ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: চামড়া সমাচারে বেদনাহত হলাম।
ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাইকে, লেখককে এমন একটি কবিতা লিখতে উজ্জীবিত করার জন্য।

শুভকামনা জানবেন।

১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: যেই হারামীর জন্য আজ চামড়া শিল্পের এই অবস্থা তাদের থাবড়ানো দরকার।

১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৭

ইসিয়াক বলেছেন: হক কথা । এই সব বদমায়েশ গুলোই তো দেশটাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে । এদের আগে ক্রসফায়ারে দেওয়া উচিত।

৩| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেখা আসুক প্রতিটি ব্লগারের কাছ থেকে এটাই অনুরোধ। আপনার লেখা নিঃসন্দেহে প্রথম শ্রেণীর। আমরা বড় বিপদে আছি এই বড়লোক নামক সিন্ডিকেটের জাতাকলে পরে। শিক্ষা মানুষকে সু শিক্ষিত করে কিন্তু বাংলাদেশে তার প্রমান উল্টো, বাংলাদেশে শিক্ষিতজন সবচেয়ে খারাপ কাজ করে যাচ্ছে, দেশের ক্ষতি শিক্ষিত নামক প্রাণী দ্বারাই সবচেয়ে বেশী হচ্ছে।

হায় আল্লাহ কোটিপতিরা সবচেয়ে বড় মিসকিন
গরীবের হক মেরেই চলে তাদের বিলাসবহুল দিন ।


আবারো ধন্যবাদ। আপনি ভালো থাকুুন - সুস্থ্য থাকুন - ব্যাস্ত থাকুন।

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই ।
আপনাদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ । আমার চোখে জল চলে আসছে। আমি সত্যি .....
আসলে আমার জীবনটা অনেক কষ্টের । মানুষের ভালোবাসা বঞ্চিত একজন মানুষ । আমি নিজের মনেই থাকি ।
আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।
ভালো থাকবেন। ধন্যবাদ ।

৪| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:





ভাই ইসিয়াক মানুষ হয়ে জন্মাবার সবচেয়ে বড় কষ্ট আপনজন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া। আমি পীর দরবেশ ভবিষ্য বক্তা নই আমি অতি সাধারণ আপনাদের মতোই কষ্টে শিষ্টে জীবন পার করা একজন মানুষ। তাই মানুষের কষ্ট আমি বুঝি। জীবনে কষ্ট কাকে বলে তার আমি নিজে প্রমাণ। আমাদের কারো পথ সমতল নয় আমাদের প্রতিকুল বন্ধুর পথ পেরিয়ে চলতে হবে গন্তব্য। মন খারাপ করবেন না। জীবন হোক সুন্দর আলোময় এটাই আমাদের নিজের প্রতি নিজের চাওয়া।

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.