নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি ও আদিমতা

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৯


আদিম তৃষ্ণায় বেমালুম ভুলে গেছি , আমার সহজ সরল অভ্যাসগুলো ।
গোধূলীর ছড়ানো আলো সোনারূপে ধরা দিয়েছে প্রকৃতিতে ...........।

ঠিক এমন সময় হঠাৎ জল হাওয়ার দিক পরিবর্তনের ঝাপটায় তোমার মুখ ভেসে ওঠে !
তোমার মুখের গভীর ব্যাকুলতায় আমি সাহসী হয়ে তোমায় স্পর্শ করি ।
তোমার চুলের লাল ফুল , দুই ভ্র ু যুগলের মধ্যখানে অস্তাচলের রক্তিম সূর্যের মতো টিপ ,
তোমার কর্ণযুগলের মাকড়ি ।

যৌবণের শত সহস্র তৃষ্ণা নিয়ে , গভীর নিঃশ্বাসে অনাগত ভবিষ্যতের নানা ছবি আঁকি !
মুহুৃর্তে শত সহস্র পাখীদের গোধূলী বেলার শেষ গান যেন আমাদের স্বাগত জানায়!!!

তোমার আত্মা থেকে অধর , আমার অধর থেকে আত্মা .........
সুতীব্র গতিতে শ্বাশ্বত মন্থণে দলিত নিষ্পেষিত হয়ে ওঠে পাগল প্রায় ।
এরপর হঠাৎঝুপঝাপ আঁধার নেমে আসে প্রকৃতিতে............
আর আমরা মিলিত হই গভীর সন্তোলনে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রেমের মরা জলে ডুবে না গানটা জানি, কিন্তু পানিতে ডুবে মরা লাশ অনেক দেখেছি - সব ডুবে গেছে। ডুবুরী এনে উদ্ধার করতে হয়েছে।

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৮

ইসিয়াক বলেছেন: হা হা হা ।
কবিতা কেমন হয়েছে বললেন নাতো?
ধন্যবাদ

২| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ ঠিক আছে, সৃষ্টির রহস্য উন্মোচনে আদিমতার খোঁজ ভালো লাগলো।
তবে শেষ লাইনে 'মিলিত হই গভীর সন্তোলনের' সঙ্গে অর্থটি ঠিক বোধগম্য হলো না।
পাশাপাশি বানানের ব্যাপারে আপনাকে আরো একটু সতর্ক হতে অনুরোধ করবো।

শুভকামনা জানবেন।

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২১

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা ,
উত্তর লিখে পোষ্ট করতে যেতে বিদ্যৎ চলে গেল। টিউশনি ছিল । পড়িয়ে এই সবে আসছি ।
সন্তোলন মানে তেল বা ঘি তে অল্প ভাজা ।সাঁতলানো আরকি । জুনায়েদ ভাই ঠিকই বলেছেন মাখামাখি ।একজনের সাথে অন্যজনের লেপ্টে যাওয়া, মিশে যাওয়া ।
ধন্যবাদ । অশেষ কৃতজ্ঞতা । বানান সমস্যা আসলে আমার আছে মানছি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বানান রীতি অনুশীলন করা হয় এটাই বিভ্রান্তিতে ফেলে দেয় ।
আবারো ধন্যবাদ ।

৩| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লিখেছেন ইসিয়াক ভাই।

শেষ লাইনের 'সন্তোলন' কি 'মাখামাখি' বা 'একজনের সাথে অন্যজনের লেপ্টে যাওয়া, মিশে যাওয়া' ইত্যাদি অর্থে ব্যবসার করেছেন।

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই আমার হয়ে উত্তর দেওয়ার জন্য।

আপনার কবিতা পাচ্ছিনা কেন ? আপনার কবিতা থেকে আমি অনেক কিছু শিখি।
ধন্যবাদ

৪| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: সন্তোলনে মানে কি?

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৫

ইসিয়াক বলেছেন: সন্তোলন মানে তেল বা ঘি তে অল্প ভাজা ।সাঁতলানো আরকি । মাখামাখি ।একজনের সাথে অন্যজনের লেপ্টে যাওয়া, মিশে যাওয়া ।
ধন্যবাদ

৫| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫১

নজসু বলেছেন:



প্রিয় ইসিয়াক ভাই।
আপনার কবিতা আমার কাছে অদ্ভুত এক ধরনের ভালো লাগা।

২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৬

ইসিয়াক বলেছেন: নজসু ভাই
আপনার সাথে ঝগড়া করবো না অভিমান করবো বুঝতে পারছিনা। আপনাকে দেখে অনেক ভালো লাগছে। বহু দিন পরে আমার ব্লগে স্বাগতম ।

৬| ২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: গল্প, কবিতা বা লেখালেখিতে লেখকের জীবনের ছায়া কিছুটা হলেও পড়ে। সৌখীন লেখকদের লেখায় তাদের জীবনের ছায়া,পরিবেশের প্রভাব বেশি থাকে। আমি শখের বশে টুকটাক লিখি। তাই, চেষ্টা করেও আমিত্বের গণ্ডি থেকে নিজেকে বের করতে ব্যার্থ হই।
কবিতার থিমে ব্যর্থতা, বিরহ, হতাশা ইত্যাদি থাকে। প্রেম-ভালোবাসা নিয়ে লিখতে গেলেও শেষে হতাশা, ব্যর্থতা সাবজেক্ট হয়ে যায়।
নিজের হতাশা, সমস্যা নিয়ে আপাতত লিখতে চাইছি না।

আপনার গদ্য কবিতাগুলো আমার ভালো লাগছে। শুভকামনা রইলো।

২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৩

ইসিয়াক বলেছেন: আমি কিন্তু মনের খেয়ালে লিখি ।যাহোক এখন খুব কাজ পরে কথা হবে ।
অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.