নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কবি কুহক মাহমুদ স্মরণে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২০


পরিচয় ছিলোনা কবি ,কখনো তোমার সাথে ।
করোনি কোন মন্তব্য তুমি, আমার ব্লগ বাড়িতে।।

তবু তোমার রচিত রচনাসমূহ, তোমার প্রস্থানের পর ।
মন দিয়ে পড়ছি অনবরত,রাত করে ভোর ।
জানা ছিলোনা তোমার কথা ,তোমার মৌনতার আড়ালে ।
অভিমান নিয়েই তুমি অসীম অনন্তে হারালে ।।

বেশি কবিতা নয় তবু নিজ গুণে অনন্য তাহারা
বক্তব্য, শব্দ চয়নে,আমি অভিভূত, আমি সত্যি বাক্য হারা ।।
কত অভিমানে তুমি, কষ্ট যত ,লুকায়ে নিজেরি সনে,
জীবনযুদ্ধ করেছো তুমি বড়ই সঙ্গোপনে ।।

নিজের প্রতি তুমি ছিলে অনেকটা উদাসীন
তবুও তোমার মুখে সদা হাসি ছিল অমলিন ।
পৃথিবী তোমাকে দেয়নি কিছু ই হয়তো ,
তুমি যা দিয়েছো পৃথিবীকে তাহা কিছু কম নয়তো।


তোমার যত সৃষ্টি ,চিহ্ন ,কাব্যের জলধারা ,অমর রবে সবই
বিনম্র শ্রদ্ধা তোমায় হে মহান,হে মানবতার কবি ।।







মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


কুহক মাহমুদ শক্তিশালী কবি ছিলেন; উনার বন্ধুরা ঠিক দরকারের সময়ের বন্ধু ছিলেন না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ এবং শুভসন্ধ্যা ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: আসলে কেউ কারো না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৮

ইসিয়াক বলেছেন: দুনিয়াটা এরকম ই । ভার্চুয়াল জগৎতো আরো স্বার্থপরতায় ভরা । কথাটা রুক্ষ হলেও বাস্তব সত্য । আরো বাস্তব সত্য হলো আমি যদি আজ মারা যাই দ্বিতীয় কেউ আমার খোঁজ জানবে না আমার লেখা আর আমি হারিয়ে যাবো অতলে। সহব্লগারগণ মনে করবেন আমি হয়তো অন্যখানে ব্যস্ত হয়ে গেছি। তারা তো আর জানেনা যে সামু ছাড়া আমার আর কোন ব্লগে রেজিস্ট্রশন নেই।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: কবিতা দারুন হয়েছে।
আমি মরে গেলেও এরকম লিখবেন আশা করি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩০

ইসিয়াক বলেছেন: এভাবে বলবেন না , ভাবলে খারাপ লাগে । এমনিতে মনটা ভালো নেই। মন খারাপ হলে কবিতা লিখতে ইচ্ছা করে ।
শুভরাত্রি

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

রাকিব আর পি এম সি বলেছেন: অসাধারণ হয়েছে কবিতাটি। বিনম্র শ্রদ্ধা জানাই প্রয়াত ব্লগার কুহক মাহমুদের প্রতি। কবি তার কাব্যের মাঝেই যুগ যুগ বেঁচে থাকবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভসকাল

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:
প্রয়াত ব্লগার কবি কুহককে নিয়ে কবিতা সুন্দর হয়েছে ।
কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।

আপনার প্রতিও রইল শুভেচ্ছা ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৯

ইসিয়াক বলেছেন: স্যার আপনাকে আমার ব্লগবাড়িতে সু-স্বাগতম।আপনার মত গুণীর আর্শিবাদে আমি নিজেকে ধন্য মনে করছি ।
অনেক ধন্যবাদ ।
শুভসকাল

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৬

বলেছেন: কুহুকণ্ঠ মাহমুদের লেখাগুলো জীবনের কথা বলতো আর সেই চলে গেলো বড় অসময়ে..........






০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভসকাল

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

নতুন নকিব বলেছেন:



না দেখা প্রয়াত কবিকে হৃদ্যতায় তুলে এনেছেন কবিতায়। সুন্দর। +++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভসকাল

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

নূর আলম হিরণ বলেছেন: চমৎকার লিখেছেন উনাকে নিয়ে। আপনার মত আমারও উনার ব্লগে যাওয়া হয়নি উনি বেঁচে থাকতে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হিরণ ভাইয়া।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ কুহক ভাই ভাল থাকুক না ফেরার দেশে সেই কামনা থাকলো ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

ইসিয়াক বলেছেন: সেলিম ভাই ,
অনেক ধন্যবাদ ।
শুভসন্ধ্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.