নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

একজন পতিতার গল্প

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১


জীবন এখানে নয়তো সহজ , অজস্র কাঁটা বিছানো।
পদে পদে লাঞ্ছনা,কষ্ট আর অপমানে জড়ানো ।।

অল্প বয়সের ধোঁকায় পড়ে এলাম ঘরের বাইরে
বাইরে এসে চেয়ে দেখি আমার যে কেউ নাইরে ।।

সংসারে ছিলো দারুন অভাব নুন আনতে ফুরায় পান্তা
মা ছিলো চির রোগা অসহায় ,বাপ ছিলো সবজান্তা ।

ভাইবোনগুলো পেটে শুধু ক্ষুধা আর ছিলো দারিদ্রের জ্বালা
বেশির ভাগ দিন ই না খেয়েই তাদের কাটতো কষ্টের বেলা ।।

ক্ষুধার জ্বালায় বাহির পানে একদিন , দিলাম হাত বাড়িয়ে
বড়লোকে বখাটে ছেলেটি সাগ্রহে নিলো প্রেমে জড়িয়ে ।।

রুপ যে আমার অনেক দামি তখন থেকে বুঝলাম ,
ধোকায় পড়ে বোকা বনে আবার একদিন সব হারালাম ।।

যথারীতি নেশা কাটতেই ছেলেটি দিলো হাত ছেড়ে ,
তখন থেকে একলা আমি ,আত্মীয়রা গেল সব সরে দূরে ।।

আশা দিলে বিধাতা তুমি যা পূরণ হবার নয় ,
চিরদিন সাধের দুনিয়া আমার কাছে অচেনা ই হয়ে রয় ।

গড়িলা বিধি তুমি আমায় করিয়া অসামান্য অপরূপ
রূপের আগুনে মরলাম পুড়ে আর তুমি দেখলে ঠায় নিশ্চুপ ।।

এমন রূপ তো চাইনি আমি যা আমায় দেবে জ্বালা ,
জীবনজুড়ে বয়ে ই গেলাম অজস্র কাঁটার মালা ।

আমি নইতো আমার নিজের , হাজার দুয়ারী ঘর
প্রতিদিনই হয় নতুন মিলন, প্রতিটি মিলন ই দুঃখ ভরা বাসর ।।

কত সুখে আমায় রেখেছো দেখলেনা একবার ফিরে
পাপ কলঙ্কে জীবন কলসি কানায় কানায় গেছে আজ ভরে ।।

পতিতা আমি , পরিচয়ে মানুষ ,আমারও আছে মন
কে ভাবে আর বেশ্যার কথা। ভেবেছে কেউ কি কখন?

এখনো আমি রাস্তায় দাড়িয়ে লোক লজ্জার নেই ভয়
মুক্তি কবে আসবে জানিনা ,প্রতীক্ষার প্রহর কেন এত দীর্ঘ হয় ?

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০২

আরোগ্য বলেছেন: প্রেমের কবিতা তো অহরহই আসে তবে এমন কি বাস্তবতার কবিতা কম চোখে পড়ে।
খুব ভালো। অনেক শুভ কামনা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

ইসিয়াক বলেছেন: আরোগ্য ভাই,
আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভসন্ধ্যা

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১০

আরোগ্য বলেছেন: ইসিয়াক ভাই, আপনার ব্লগে আমি আগেও মন্তব্য রেখেছি এটাই প্রথম পদচারণা নয়।
আবারও শুভ কামনা। শুভ রাত্রি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৩

ইসিয়াক বলেছেন: আমি হয়তো খেয়াল করিনি ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
আসেন তাহলে চা পান করা যাক ..........
ধন্যবাদ ।
শুভরাত্রি

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বেঁচে থাকার তাগিদে কে কোন সময় কি কাজ করছে তা ভাবনার শক্তি আমাদের দেয়া হয়নি ইসিয়াক ভাই, এই শক্তি অন্য কোনো ভুবনে কোনো একজন মহাশক্তিধরের কাছে, যার ইশারায় বিশ্ব সৌরজগত চলে- চলবে। পতিতাও মানুষ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

ইসিয়াক বলেছেন: আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম।
অনেক ভালো লাগছে। কেমন আছেন ?
ধন্যবাদ এবং শুভরাত্রি ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০০

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই আপনাকে মিস করছিলাম ।
ব্যস্ত বুঝি ........ ব্যস্ত থাকুন । ভালো থাকুন শুভকামনা।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: পতিতা কেউ শখ করে হয় না।
একজন পতিতার ভীষন কষ্ট।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১

ইসিয়াক বলেছেন: আবারো ধন্যবাদ ।
শুভরাত্রি

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

শুভ্রনীল শুভ্রা বলেছেন: প্রতীক্ষার প্রহরগুলো অপ্রত্যাশিতভাবেই দীর্ঘ হয়। এজন্যই বুঝি তাকে অপেক্ষা না বলে প্রতীক্ষা বলা হয়!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০২

ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে সু-স্বাগতম ।
ভালো আছেন নিশ্চয় । ভালো থাকবেন।
ধন্যবাদ

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১২

সোনালী ডানার চিল বলেছেন: বিষয়টি অভিনব- তবে মুক্তগদ্যে হলে আরও শোভিত হতো বলে মনে হয়-
শুভকামনা কবি!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৮

ইসিয়াক বলেছেন: আমারো তাই মনে হয় । ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৫

বলেছেন: পতিতাবৃত্তি একটা বৈধ্য পেশা -- কিছু কিছু দেশে।।।।
কারো কাছে এটা শখের - সুখ আর সঙ্গমের
কারো কাছে নেশার - কুজনের বোধহীন বশে।।।
কারো কাছে বাঁচার -- নিতান্ত প্রয়োজনে
কারো কাছে পযর্টক আকৃষ্ট করার -- পণ্য রপ্তানির সাথে।।
কারো কাছে মুদ্রা আহরণের -- জনবল নিঃসন্দেহে
আক্ষরিক অর্থে "অদ্ভুত জীবন দর্শন -- দুষ্ট শক্তিতে।।।


আপনার কবিতার হাত বেশ ভালো।।।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৩০

ইসিয়াক বলেছেন: ওহ্‌ আমি আভিভূত ।
আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে এ বিষয়ে আরো অনেক লেখার বাকি রয়ে গেছে।
আপনি এত কিছু ভেবেছেন ভাবতেই আমার ভীষণ ভালো লাগছে।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভসকাল

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: আমি মোটেও ব্যস্ত।
অফুরন্ত সময় আমার।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

ইসিয়াক বলেছেন: ব্লগেই তো পাইনা।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভিন্নধর্মী কবিতা। ভাল লাগল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.