নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তাবদ্ধ বন্দি জীবন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬


বন্দী আমার সহ ব্লগার ভাইবোনসহ বন্দি আমিও নিজে
কি অপরাধে বন্দি হলাম পাইনি উত্তর খুঁজে ।

আর কতোকাল রইবো বন্দি বিনা অপরাধে ,মুক্ত বাংলাদেশে
অবশেষে কি হারালাম বাকস্বাধীনতা , নিজভূমিতে স্বাধীন বাংলাদেশে !!

আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ নানা কুৎসা যত
যাচাই বাছাই না করেই পর্ণগ্রাফি তকমা লাগিয়ে দিলো ইচ্ছা মতো ।

মুক্ত বুদ্ধি ,মুক্তচিন্তা ,মুক্ত ভাবনা কি অন্যায় ?
দেশ ও দশের ভাবনা চিন্তা ,মুখে কুলুপ এটে কি হয়?

ব্লগার মানে নাস্তিক, ইন্ধনদাতারা মিথ্যা অপবাদ চালায় প্রচারে
পক্ষে বিপক্ষে মতামত থাকবে ই, সুষ্ঠ গনতান্ত্রিক বিচারে।

ভালো মন্দ বিচারের ভার, বোঝার ভার, সেতো আপামর জনসাধারণের
মতের ভেদাভেদ আজীবন থাকে থাকবে অজস্র ধরণের ।

অনেকতো হলো এবার তবে মুক্তির দাবি জানাই ,
আমরা কেউ নই অপরাধী , বিনা শর্তে সামু ব্লগের মুক্তি চাই।

বিকল্প পথে নয় ন্যায় সঙ্গত পথে করতে চাই সামুতে বিচরণ
মর্মাহত করে সর্বদা ,গণতান্তিক প্রশাসনের বিমাতা সুলভ আচরণ ।।

মনে রাখা চাই ,চোখ থাকতে অন্ধ সাজিলে আলো যায় না ফুরিয়ে ।
সময় থাকতে রোগের চিকিৎসা না করালে রুগি ঠিকই যায় হারিয়ে ।

সবশেষে আসুন ব্লগার ভাইগন নিজেদের অস্তিত্ব রক্ষার দাবিতে
তীব্র গর্জনে চিৎকার করে বলি ,সামু ব্লগের মুক্তি চাই, হবে মুক্তি দিতে ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

আরোগ্য বলেছেন: সামু ব্লগের মুক্তি চাই, হবে মুক্তি দিতে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

ইসিয়াক বলেছেন: আরোগ্য ভাই ,
শুভসন্ধ্যা । কেমন আছেন?

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনিও আরোগ্য আছেন।

আমি তো ভাই মোবাইলে নরমালি ব্লগে আসতে পারি। ল্যাপটপে টর লাগে। আপনার কি অবস্থা?
পুরনো প্রতিষ্ঠিত ব্লগাররা যদি আওয়াজ তুলে তবে আশা করি মুক্তি মিলবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

ইসিয়াক বলেছেন: আমি vpn দিয়ে ঢুকি । তেমন একটা সমস্যা হয়না। গুগোল ক্রমের বেটার নেটের মাধ্যমে লগ ইন করলে ই হয়।
ভালো থাকবেন ।
ধন্যবাদ

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: মুক্তি এমনতেই আসবে না। ব্যাপক নাড়াচাড়া দিতে হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৯

বলেছেন: মুক্তি চাই
দিতে হবে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
শুভসকাল।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,

আপনি আগের পোস্টে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি? ইতিমধ্যে পরবর্তী পোস্ট দেওয়াতে এখানেই উত্তর দেওয়া শ্রেয় বলে মনে করলাম। হ্যাঁ আমি ভালো আছি। আশা করি আপনিও কুশলে আছেন।
পোস্টে দাবির সঙ্গে সহমত জানাই। বাকস্বাধীনতা যদি রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী হয় তাহলে আলাদা কথা।অন্যথায় উপযুক্ত কারণ ছাড়াই এভাবে একটি সাহিত্য ব্লগকে অবরুদ্ধ করে রাখাটা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা হিসেবে বাঙালি জাতির কাছে নিঃসন্দেহে লজ্জার।
তবে এমন কবিতা আরো একটু ছন্দময় বা জ্বালাময়ী হলে বেশি ভালো লাগতো।

শুভেচ্ছা নিয়েন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
আপনি ভালো আছেন জেনে ভালো লাগছে।
শুভসন্ধ্যা

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ভাইজান আপনি কোথায়??

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩১

ইসিয়াক বলেছেন: মনে হচ্ছিল এবার একটু বিরতি নেব কিন্তু কিসের নেশায় যেন আবার চলে এলাম ।

শুভসন্ধ্যা

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

একজন খাঁটি দেশি বলেছেন: |-)
কাকুর থাইক্যা সামুর মুক্তি নাই, ভালো লাগল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
শুভসন্ধ্যা

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মনে হচ্ছিল এবার একটু বিরতি নেব কিন্তু কিসের নেশায় যেন আবার চলে এলাম ।
শুভসন্ধ্যা


কোনো বিরতি নাই। বিরতি আর বিশ্রাম হবে মৃত্যুর পর। পুরুষ মানূষের বিশ্রাম মৃত্যুর পর।
নিত্য দিনের কাজ শেষ করে, মনের সব কথা গুলো লিখে ফেলবেন।
লেখার বিষয়ের তো অভাব নেই। পাওয়া না পাওয়া, হতাশা, ভালোবাসা, দুঃখ কষ্ট সব কথা লিখে ফেলুন।
লেখার চেয়ে আনন্দময় আর কি আছে!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

ইসিয়াক বলেছেন: আপনাকে গতরাতে খুঁজে পেয়েছি। কোথায় বলুনতো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.