|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
    
দূর দিগন্তে চেয়ে দেখি 
বাঁশ বাগানের ছায় 
জলপরীরা খেলা করে 
আলোর মায়ায় ।।    
 
নারকেলের পাতার ফাঁকে
 শুক্ল পক্ষের চাঁদ 
আলো ঝলমল সৌন্দর্য ই যেন
তার অপরাধ ।।     
জোছনা রাতে চলতে চলতে 
পল্লীর নির্জন পথে 
ভালো লাগে জোছনায় ভিজে 
কবিতা আঁকতে ।। 
, 
আধার  ও  আমার ভালো লাগে 
দুঃখ বিলাসে 
 দুঃখসুখের স্মৃতি খেলা করে 
মধুর পরশে ।।       
আমাবস্যার রাতে সেথা 
জোনাক পোকার খেলা 
নানা রঙের স্বপ্নে গড়া 
মায়াবী এক মেলা । 
যখন আমি ছোট্ট ছিলাম 
একলা একেলা 
হাজার রঙের স্বপ্নে বিভোর 
কেটে যেতো বেলা । 
বেলা শেষের বেলায় আমি  
বড্ড একেলা  
স্মৃতিগুলো হাতড়ে চলে 
 অদ্ভুতুড়ে খেলা।        
কবিতাটি আমার প্রিয় স্বপন ভাইকে উৎসর্গ করা হলো । দূর প্রবাসে স্বপন ভাই/বন্ধু তুমি ভালো থেকো। শুভকামনা রইলো।
 ২৫ টি
    	২৫ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:০৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:০৭
ইসিয়াক বলেছেন: প্রিয় পদাতিক দা 
অনেক শুভকামনা মন্তব্যের জন্য 
অনেকক্ষণ পোষ্ট দিয়েছি কারো মন্তব্য না পেয়ে পোষ্টটি সরিয়ে ফেলবো কিনা ভাবছিলাম ।
মনে হচ্ছিলো ভালো হয়নি হয়তো।
সেই মুহুর্তে আপনি এলেন দেবদূতের মতো । 
অনেক অনেক শুভকামনা দাদা । 
ভালো থাকবেন
২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৩
ইসিয়াক বলেছেন: প্রিয়রাজীব  ,
 অনেক ধন্যবাদ  বন্ধু
৩|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু 
ভালো থাকবেন
৪|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে অনেক মানহীন পোস্ট পাই। ব্যক্তিগতভাবে কাউকে অনুৎসাহিত করার আমি বিরোধী। কিন্তু মানহীন পোস্টে কমেন্ট করতে ভালো লাগেনা। আপনার পোস্টের মান নিয়ে যে কারণে এতটা হীনমন্যতার কারণ নেই। নিজস্ব ছন্দে ব্লগিং করবেন। শুভকামনা জানবেন।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:১৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
৫|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৪
সাইন বোর্ড বলেছেন: মনকে নাড়া দেয়, সুন্দর ছড়া ।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২২
ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম। 
শুভকামনা রইলো
৬|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ছন্দময়, দারুণ!
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই
৭|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:২৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:২৫
জগতারন বলেছেন: 
আজ সকালে উঠেই গোসলাদি সেরে কিছু নাস্তা খেয়ে কেমনই যেন  'সামু'-এর আকর্ষন অনুভব করছিলাম।
কম্পিওটারে আমার অনেক কাজই পরে আছে তা সত্তেও আমি 'সামু'-তে-ই ঢুকেছি আর এসেই দেখি আপনার একটি কবিতা আমাকে উদ্দেশ্য করে উৎসর্গ করা !
বুঝতেই পারছেন কী ভালো লাগছে --
একেতো সক্কাল বেলা তার উপরে আজ অনেক দিন 
বিভিন্ন মনোকষ্টের মধ্যে থেকে ফিরে আসার আপ্রান চেষ্টা। 
কৃতজ্ঞতা জানবেন; আশা করি ভালো থাকবেন কামনা করি।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:২৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:২৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু। 
ভালো থাকবেন । 
নিজের শরীরের প্রতি যত্ন নিবেন । 
শুভকামনা রইলো । 
শুভসন্ধ্যা ।
৮|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৫০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৫০
কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর হয়েছে।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৫১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৫১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । 
শুভকামনা রইলো
৯|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৪৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৪৮
আরোগ্য বলেছেন: ছবি ও কবিতা দুটোই চমৎকার।
আপনার প্রবাসী বন্ধুকে অভিনন্দন।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
কেমন আছেন ? 
এই পিচ্চির মতো নির্মল ও পবিত্র হোক আপনার জীবন। হা হা হা 
১০|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৬:০৯
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৬:০৯
ল বলেছেন: প্রবাসী বন্ধুকে জাগতারন কে অভিনন্দন
বন্ধুর প্রতি এমন ভালোবাসায় প্রমানিত হলো আপনি একজন উদার কবি, ভোরের পাখি।।।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৬:১১
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৬:১১
ইসিয়াক বলেছেন: কি বলবো .......!
আমি আপ্লুত । 
ধন্যবাদ
১১|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৫১
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন:  
  
শুভ সকাল।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩৬
ইসিয়াক বলেছেন: শুভ সকাল বন্ধু
১২|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৫
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন:  
  
শুভ দুপুর বন্ধু।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:০৩
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:০৩
ইসিয়াক বলেছেন: শুভকামনা
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! চমৎকার।
বেশ ভালো লাগলো আলো-আঁধারি মায়াবী খেলা।
প্রচন্ড ব্যস্ত ছিলাম। যে কারণে বিগত কয়েক দিন ব্লগে সময় দিতে পারেনি।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।