নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
চলছে জীবন এই শহরে
নিয়ম অনিয়মের মাঝে ।
চলছে মানুষ , কষ্টে আছে তবু ,
চেষ্টা , উন্নত জীবনের খোঁজে ।।
মানুষ এখনে বড় স্বার্থপর
কেউ তো কারো ই নয় ,
শুধু মাত্র সেই জন্য
অকারণ কষ্ট পেতে হয় ।।
ভালোবাসার চেষ্টা এখানে
দুঃস্বপ্ন মেশানো ক্ষত ,
বিপদে কেউতো দেখেনা কাউকে ,
যে যার নিজের মতো ।।
মানুষের জীবন এখানে সস্তা
কঠিন নাগরিক জীবন ।
বোঝেনা তো কেউ কারো চাওয়া পাওয়া ,
কান্না হাসি বেদন ।
ভালোলাগা ভালোবাসা
সব ই সাজানো ,সবই মেকি মনে হয়
মুখের হাসি সে ও তো বিরাট এক ফাঁকি ,
ভালো বাসা সেতো নয় !
জীবন চলছে এখানে নিত্য
তথাকথিত জীবনের মত ।
প্রতি পলে বাড়ছে বেদন ,বাড়ছে জ্বালা ,
বাড়ছে কষ্ট শত শত।।
মনের চাইতে ইট পাথর ,
এখানে অনেক বেশি দামি ,
আবেগের কোন মূল্য ই নেই ,
ভুক্ত ভোগী আমি ।
যান্ত্রিক জীবন সবকিছুই যেন
যন্ত্রের ই মতো চলে ,
নাটকীয়তায় ভরা রুপকথা এখানে ,
প্রতি নিয়ত কথা বলে ।।
কোটি লোকের ভীড়ে আজব
এ শহর পরিপূর্ণতায় ভরা ,
তবু কেউ তো কারো চেনা নয়
সকলেই নিঃসঙ্গ তাহারা ।
পাখ পাখালি বলতে এখানে
শুধু ই চড়ুই আর কাক ,
ফুল পাখী লতা পাতা
দেখা মেলে সেতো দৈবদূর্বিপাক।।
আকাশ এখানে অনেক দূর
এক চিলতে জমি ,
তার ফাঁকে চাঁদ উঠলেও
দেখতে পাইনা আমি।।
গলা ফাটানো হর্নের বিকট
চিৎকার চেচামেচি ,
সয়ে গেছে সব অসুবিধা নেই ,
এই নিয়ে বেঁচে আছি।
মশা মাছি আছে সর্বদা
আছে মহামারি ডেঙ্গু ,
ধরিলে তোমায় ছাড়িবে না
সংসার হবে পঙ্গু ।।
কে চলে এখানে কার আগে
সেটাই বোঝা ভার ,
স্বার্থ সবার নিজের ই
ভাবনা আপন যার যার ।।
সদা বেপরোয়া
মোটর গাড়ি বাইক ও নানান মরণযান ,
অনিয়ম হেথায় নিয়ম যেন
তীব্র গতিতে ধাবমান ।।
সীসায় ভরা বাতাস এখানে
সাক্ষাৎ মৃত্যু আলিঙ্গন ,
জেনে শুনে সদা সর্বদা করিতেছে মানুষ ,
অমৃত ভেবে বিষ পান ।।
আটকে গেছি সবাই মোরা
শহুরে ঘূর্ণির আবর্তে ,
পা হড়কালে পিছলে যাবো
পড়বো সোজাসুজি গর্তে।
তবু সবাই আমরা আছি এই
শহরে ভাই ,
যাবে কোথায় লেজ যে বাধা
কোন মুক্তি নাই ।।
আমার বন্ধু রাজীব খান
ঢাকার পথে পথে ,
ছবি তোলেন নিত্য নতুন
স্বপ্ন বিছাতে । ।
সেই স্বপ্নে মোরা স্বপ্ন দেখি
হবে সুখি বাংলাদেশ ।
ফুলে ফলে পরিপূর্ণ হব মোরা
রইবে না দুঃখ ক্লেশ।।
সেটাই.....।ইচ্ছা হলেই মুক্তি নেই
সবাই ই তো আছে ভালো।
এই তো যাচ্ছে চলে একরকম
কেনই বা মন্দ বলো । ।
আমার তো মনে হয় এটা রাজীব ভাই/বন্ধু এর নাগরিক জীবনের চালচিত্র , আপনার কি মনে হয় ?কমেন্ট করবেন প্লিজ ।
রাজীব ভাই কবিতাটি আপনাকে উৎসর্গ করা হলো ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬
ইসিয়াক বলেছেন: হা হা হা ঠিক আছে বন্ধু
মজা পাইলাম
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গে ভালো লাগা। দুজনের জন্য শুভকামনা অশেষ । কবিতা ভালো হয়েছে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫
ইসিয়াক বলেছেন: সেলিম ভাই অনেক ধন্যবাদ ।
আপনার জন্যও শুভকামনা রইলো
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকবেন ।শুভকামনা রইলো।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হা হা হা ঠিক আছে বন্ধু
মজা পাইলাম
ছোট একটা জীবন।
কখন কি হয় বলা যায় না।
মাথার উপর সব সময় মৃত্যু দাঁড়িয়ে আছে।
তাই প্রতিটা মুহুর্ত গাল ফুলিয়ে না থেকে আনন্দ ও মজা করা উচিত।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
ইসিয়াক বলেছেন: হো হো হো
বন্ধু তোমার থেকে শিখেছি।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৭
ল বলেছেন: উৎসর্গে ভালো লাগা যত।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লতিফ ভাই।
আমি এখন একটা visiting card তৈরি করছি ।
শুভসন্ধ্যা
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: উৎসর্গে ভালোবাসা ঢেলে দিলাম। ভালো লিখেছেন। শুভকামনা!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ হাফেজ ভাই ।
নিশ্চয় ভালো আছেন ।
ভালো থাকবেন আশা করি।
আপনার উৎসাহ আমার প্রেরণা।
শুভরাত্রি
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৫
আরোগ্য বলেছেন: কবিতায় ঢাকার চিত্র পড়ে নিজের অপারগতার কথা মনে পড়ে গেল। এখানে কখন যে জ্যোৎস্না এসে কোন ফাঁকে অমাবস্যা হয়ে যায় তা টেরই পাইনা।
আজকের ছবিটাও খুব সুন্দর হয়েছে।
রাজীব ভাইকে অভিনন্দন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আরোগ্য ভাইয়া ,
ক্রমাগত উৎসাহিত করার জন্য।
শুভরাত্রি।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৩৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা বিকেলে পড়েছিলাম। মন্তব্য করা হয়ে ওঠেনি।
ছড়াকবিতা ভালো লেগেছে।
(
আপনার বন্ধু, আমাদের প্রিয় বড় ভাই 'রাজীব নুর' ভাই ইদানীং ছবি তোলা কমিয়ে দিয়েছেন। নইলে অবশ্য মাঝেমধ্যে ব্লগে ছবি ও ছবির চমৎকার বর্ণনা চোখে পড়তো।)
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪৫
ইসিয়াক বলেছেন: জুনায়েদ বি রাহমান ভাই ,
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
শুধু রাজীব না আপনি ও তো আমার বন্ধু ।
আপনি কত ব্যস্ত তবু আপনি আমার প্রতিটি কবিতা পড়েন , ভালো মন্দ যা ই হোক না কেন প্রবল উৎসাহ দেন ।
আমি খুশিতে ঝলমলিয়ে উঠি আর নিত্য নতুন কবিতা লিখি । আপনাদের শুভকামনায় আমার এই লেখার প্রচেষ্টা।
ভালো থাকবেন ।
সুপ্রভাত
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৮
জাহিদ অনিক বলেছেন: জীবন তো এমনই--
রাজীব ভাইয়ের
আমার আপনার
জীবনের কবিতা
শুভেচ্ছা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৩৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
ক্রমাগত উৎসাহিত করার জন্য।
ভালো থাকবেন ।
সুপ্রভাত
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় ইসিয়াক ভাই,
কয়েকটি স্থানে সুন্দর ছন্দ পেলাম। আগাগোড়া ছন্দটা থাকলে মনে হয় এটা আরও বেশি সুন্দর হতো।
উৎসর্গ ভালোলাগা।
এমন মিথস্ক্রিয়া চলতে থাকুক অবিরত।
শুভকামনা জানবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৩
ইসিয়াক বলেছেন: সেটাই কবিতায় ভালোবাসা থাকলে ও সময় নাই ।
কবিতার প্রতি ভালোলাগা থেকে কবিতা লিখে যাই ।
সব কবিতা গুলো ই আবার এডিট করবো ভাবছি .........।
লেখা মাথায় এলে না লিখলে সব হারিয়ে যায় তাই যা মনে আসে তাই লিখি ।
ভালো থাকবেন ।
সুপ্রভাত
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: আদনানের ডায়েরী কি শেষ?
পড়তে তো বেশ ভালই লাগছিল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩২
ইসিয়াক বলেছেন: লিখবো
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫২
তারেক ফাহিম বলেছেন: ছাড়া কবিতা চমৎকার হল।
উভয়ের জন্য শুভকামনা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮
ইসিয়াক বলেছেন: ফাহিম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন । তখন খুব ব্যস্ততা ছিল তাই শুধু ধন্যবাদে সেরে ছিলাম।
আপনার/আপনাদের উৎসাহ আমাকে প্রেরণা জোগায় । কবিতা পাঠে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ।
ভালো থাকবেন । শুভকামনা রইলো।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নাগরিক জীবন এমনই..................................।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাই
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নাগরিক জীবনকে দেখালেন। এতকিছুর মাঝে নিজেকে খুঁজে ফিরি। অনেক ভালো থাকবেন এই নাগরিক ব্যস্ততায় , যান্ত্রিকতায় !
উৎসর্গে ভালোবাসা। ভালো থাকবেন রাজীব নূর ভাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২২
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । আপনার ভালোবাসায় আমি আপ্লুত ।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: লিখবো
তাড়াতাড়ি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
ইসিয়াক বলেছেন: আচ্ছা ,ফেসবুকে কথা হবে । রাত ৮ঃ৩০ এ
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: এই অধমকে যে ভালোবাসা দেখালেন, তাতে আমি মুগ্ধ!
আপনার কবিতায় নগরের সমস্ত সমস্যা উঠে এসেছে।
ভাই ডাক এর চেয়ে বন্ধু ডাকটাই বেশি শ্রুতি মধুর।