নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
প্রভাত বেলার নব রবি কিরণে ঘুচুক আঁধারের যত পাপ ও কালো ,
অনাচার পঙ্কিলতা দূর হোক সব ,ভালোত্ব যত ছড়াক আলো ।
আঁধার রাতের পাপাচার গুলি, ভুলুক সবাই এবার ভুলুক,
ফুলের হাসি ছড়িয়ে প্রভাত সবার জীবন আনন্দে গড়ে তুলুক।।
পাখী যেমন দূর নীলিমায় মেলে দেয় তার যত ভাবনা ,
মনটাকে ভাবো নীলাকাশ তুমি, কেউতো সেটায় করবে না মানা।
সেই নীলাকাশে ফোটাও তুমি মনের যতো সুন্দর সৃজনশীলতা
পরের ব্যাথায় তুমি ব্যাথাতুর হও ,আর্তের সেবাই তো আসল মানবতা ।
দুর্নীতি আজ এই সমাজে সর্বত্র ,কলঙ্ক দেখো সর্বদা বিরাজমান
অনাচার তুমি দুর করে দাও প্রভু , ফিরায়ে দাও হারানো সম্মান ।।
বড় বেশি মূল্যবোধের অবক্ষয় এই সমাজের প্রতিটি বাকে আর বাকে ,
জানাই মিনতি উদ্ধার করো প্রভু ,পড়েছি নিদারুন এক দূর্বিপাকে।
মানব মনের যতো মলিনতা দুর করো দুর করো প্রভু ,
আমাদের তুমি শুদ্ধ করো পাপের পথে নিওনা কভু।
মনের দ্বিধা দ্বন্দ করে দূর ,আলোর দিকের পথ দেখাও ,
আমাদের তুমি শুদ্ধ করো , পুতঃপবিত্র নিষ্কলঙ্ক করে দাও ।।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
ভালো থাকবেন।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
ইসিয়াক বলেছেন: সেলিম ভাই কেমন আছেন ?
নিশ্চয় ভালো আছেন।
শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল প্রার্থনা।
প্রভু প্রার্থনা কবুল করে নিক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।
আপনি ইদানিং অনেক লিখছেন। এটা অব্যাহত থাকুক।
শুভকামনা রইল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ,
আশাকরি কুশলে আছেন ।
ভালো থাকবেন ।
শুভকামনা।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
জগতারন বলেছেন:
কি কবি ভাই সাহেব !
কেমন আছেন ?
আজ বাংলাদেশ সময়ে সন্ধায় ফোন করিয়াছিলাম।
দুই দিন আগে বাংলাদেশ সময়ে সকালে !!
দুইবারই ফোন বন্ধ পাওয়া গেল !!!
চিঠি দিয়া জানাইয়েন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৫
ইসিয়াক বলেছেন: প্রিয় স্বপন ভাই ,
আশা করি ভালো আছেন ।
আমি খুব শিঘ্রই আপনাকে মেইল করবো ।
ভালো থাকবেন।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৭
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
সুন্দর একটি প্রভাতী প্রার্থনা, দিনের প্রথম আলোর মতো স্নিগ্ধ -মলিনতা বিনাশী।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩২
ইসিয়াক বলেছেন: প্রিয় আহমেদ জী এস ভাই
অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৬
নীল আকাশ বলেছেন: প্রার্থনার থীম পছন্দ হয়েছে কবি সাহেব।
শুভ রাত্রী।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২২
ইসিয়াক বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই
অনেক ধন্যবাদ
শুভকামনা
শুভসকাল
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনাদের স্কুল?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২৪
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
কেমন আছেন ?
আশা করি ভালো আছেন ?
অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো।
ধন্যবাদ
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৭
আরোগ্য বলেছেন: ইহদিনাস সিরাত্বাল মুস্তাকিম।
কবিতায় ভালোলাগা ইসিয়াক ভাই। ভালো থাকুন আর ব্লগিং করুন ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২৬
ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগলো।
শুভকামনা ও সেই সাথে অশেষ কৃতজ্ঞতা।
শুভসকাল
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! নির্মল প্রার্থনা।
কাব্যে সপ্তম ভালো লাগা রেখে গেলাম।++
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় দাদা
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর। +++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: ছবি বদলেছেন কেন? এখন তো আপনাকে অপরিচিত লাগে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
ইসিয়াক বলেছেন: আমি অপরিচিত হতে চাই । আমার আড়ালে থাকতে ভালো লাগে ।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬
হাফিজ বিন শামসী বলেছেন: প্রভাতের আলোর মতো স্নিগ্ধ প্রার্থনা।
ভাল লাগা রইল কবিতায়।
ভালো থাকুন। বেশি বেশি কবিতা লিখুন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২১
ইসিয়াক বলেছেন: হাফিজ ভাই নিশ্চয় ভালো আছেন।
শুভেচ্ছা নিন।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার প্রার্থনা। সুন্দর করে লিখেছেন।