নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মা-ছন্দ কবিতা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৭


[ ১]
মা মাগো ,তোমায় ডাকতে ...
কি যে ভালো লাগে ।
মায়ের বিরহে বুকের ভিতর
কেবলি আভিমান জাগে ।।

[২]
মায়ের ভালোবাসাতে কখনো , হয়না কোন স্বার্থ।
সব ভালোবাসা মায়ের কাছে , একেবারে ব্যর্থ ।।

[৩]
যার মা আছে পৃথিবীতে সে সবচেয়ে বড় ধনী
মায়ের গর্বে গরবিনী মায়ের কাছে ঋনি

[৪]
পৃথিবীতে যায় তো কেনা ,
অনেক অমূল্য ধন ।
যাবেনা তো কেনা ,
মায়ের তুল্য অমূল্য রতন ।

[৫ ]
ছোট্ট বেলায় তোমার কোলে ছিলাম বড়ো সুখে
একটু খানি কাঁদলে পরে তুলে নিতে বুকে।


[৬]
আকাশ ভরা মেঘের খেলা
মেঘ ছুটে যায় দু..রে
মা নেই ,তবু মায়ের কথাই
আসে ঘুরে ফিরে । ।

[৭]
মা আমি তোমার সঙ্গে যাবো ,আমায় নিয়ে চলো ।
তুমি চলে গেলে আমি কেমনে রব বিধাতাকে তুমি বলো ।

[৮]
মা তুমি কথা বলো ,কোথাও যাবে না আর
আমি পারবোনা সইতে বেদনা তোমাকে হারাবার ।

[৯]
মা মাগো তুমি এখন কোথায় আছো ?
কেন আমায় ছেড়ে দুরে রয়েছো ?
জানোই তো মা তোমায় ছাড়া আমি একলা একা থাকি ।
তোমায় ছাড়া দুনিয়াটা মিছে , সবকিছুতে ফাঁকি । ।

[১০]
মা যে আমার চোখের মণি , মা যে আমার প্রিয় ।
ও বিধাতা মাকে তুমি এটুকু জানিয়ে দিয়ো । ।

[১১]
নামায পড়ে দোয়া করে এইটুকু ই তো চাওয়া
মকে তুমি ভালো রেখো আল্লাহ করছি তাই দোয়া।।



[১২]
মা যে আমার শুয়ে আছে অন্ধকার কবরের মাঝে ।
কি যে হচ্ছে কেমন আছে কিছু ই জানি না যে ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: ঈশ্বরের সবচেয়ে বড় উপহার মা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় ভাই

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: বিশ্বের সর্বোত্তম আশ্রয়স্থল মা, যিনি কখনো ফিডব্যাকের কথা ভাবেন না। ইসিয়াকভাই কবিতাটি পাঠ করে বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ছি। আপনার মাকে উপরওয়ালা যেন বেহেস্ত নসিব করেন। তবে বাবা-মা হারানোর যন্ত্রণা যে হারিয়েছে সেই কেবল বুঝতে পারে।
শুভকামনা জানবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২১

ইসিয়াক বলেছেন: কি বলবো প্রিয় দাদা
আজ আমি কিছু বলতে পারছি না
আপনাদের এতো এতো ভালোবাসা ভার বইবার সামর্থ্য কি আমার আছে।
আমি কি করে শুধিব এই ঋণ ?
থাক তবে থাক দেনা ,চিরকাল চিরদিন ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩১

জগতারন বলেছেন:
আপনার চিঠির উত্তর দিয়াছি।
ভুল-ত্রুটি মার্জনীয়!

কবিতা ভালো লাগিল।
লাইক দিলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

ইসিয়াক বলেছেন: পড়ে নেব ক্ষণ
আরো অনেক কথা ছিলো , বলতে চাইলো না মন.........

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: রবের প্রতি প্রার্থনা করি, মহান রব মাকে সুখে রাখুন। পড়ে খুব ভালো লাগলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

ইসিয়াক বলেছেন: প্রীতি রইলো প্রিয় ভাই আজ এই রাতে ।
আশা করি রইবেন চিরকাল সাথে ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৮

বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগীরা।।।

কবিতা ভালো লাগিলো।।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫১

ইসিয়াক বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগীরা।।।
ভালো লেগেছে জেনে বুঝে , মনে দিলো দোলা
ভালোবাসার ভারে কেবলি হৃদয় উতলা ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগীরা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩০

ইসিয়াক বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগীরা

মা নেই যার এই পৃথিবীতে সেই তো বুঝবে এই ব্যাথা ।
মা মানে তো স্বপ্ন মাখা লক্ষ রুপকথা।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

হাফিজ বিন শামসী বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: বিশ্বের সর্বোত্তম আশ্রয়স্থল মা, যিনি কখনো ফিডব্যাকের কথা ভাবেন না। ইসিয়াকভাই কবিতাটি পাঠ করে বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ছি। আপনার মাকে উপরওয়ালা যেন বেহেস্ত নসিব করেন। তবে বাবা-মা হারানোর যন্ত্রণা যে হারিয়েছে সেই কেবল বুঝতে পারে।
শুভকামনা জানবেন।

ঠাকুরমাহমুদ বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগীরা। আমীন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ হাফিজ ভাই ।
শুভসকাল

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক আবেগ নিয়ে পেলাম ইসহাক ভাই।
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগীরা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা সৌরভ ভাই ,

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

নীল আকাশ বলেছেন: সুন্দর বলেছেন। এই পৃথিবীতে মা এর চাইতে আর কেউ বেশি আপন হতে পারে না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

ইসিয়াক বলেছেন: সুপ্রিয় নীল আকাশ ভাই ,
আপনার মন্তব্যে ও পরামর্শে আমি অনুপ্রাণিত হই।
শুভকামনা রইলো

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: তবে এই সমাজে অনেক দুষ্ট মাও আছ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

ইসিয়াক বলেছেন: বন্ধু কি খবর বলো ?
কতক্ষণ দেখা হয়নি !!!!!!!

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বন্ধু কি খবর বলো ?
কতক্ষণ দেখা হয়নি !!!!!!!

ভালো আছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪০

ইসিয়াক বলেছেন: ভালো তো আছো ,বুঝলাম !অনেক ভালো । ছবিও তুলেছো !
আমার কথা কি একবার , মনে রেখেছো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.