নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এক ভরা গ্রীষ্মের দুপুরে চিলেকোঠার ঘরে ।
সবই যখন ভাত ঘুমে ব্যস্ত ।
লুকোচুপিতে জানিয়েছিলে আমায় আমন্ত্রণ ...............
তোমার প্রথম যৌবনের দিনে।
আমি সেদিন তোমার আহ্ববানে গিয়েছিলুম ঠিক......।
কিন্তু তোমার সাদর আতিথিয়েতা গ্রহণ করতে পারিনি.......
যদিও সেদিন সেই দুপুরে নিজেকে নিজের সাথে প্রচণ্ড লড়াই করতে হয়েছিলো ।
প্রচণ্ড অপমানিত তুমি আমায় নপুংসক অপবাদে ভূষিত করেছিলে ।
আর আমি আমার তথাকথিত পবিত্র কৌমার্য হারাতে চাইনি কিছুতেই।
কারণ আমি বিশ্বাস করি যার পানি গ্রহন করব ।তাকেই ,শুধু মাত্র তাকে ই ....
দেব উপহার ,আমার এই শরীর মন আত্মা ।
তোমার নিষ্ঠুর বাক্যবান আমাকে ক্ষতবিক্ষত করেছিলো সেদিন......
কিন্তু আমার খুব লোভ হলেও , কোন ইচ্ছাই ছিলো না .......
সদ্য কলি থেকে ফুল হয়ে ওঠা ফুলকে .......
বিছাপোকার মতো একটু একটু করে কুরে কুরে খাওয়ার ।
এক্ষেত্রে আমাকে সারা পৃথিবী সন্ন্যাসী অপবাদে ভূষিত করতে পারে ।
অথবা
তোমার মতো চাইলে বলতে পারে নপুংসক।
তাতে আমার কিছু যায় আসে না ।
এ আমার পৌরুষত্বের অহংকার ।
এ আমার বিবেকবোধের ,সুস্থ চিন্তাচেতনার অঙ্গীকার।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা
ধন্যবাদ
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পবিত্র কৌমার্য বেঁচে থাকে। বিবেকবোধের জয় হোক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা
ধন্যবাদ
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
এমজেডএফ বলেছেন:
কিছুটা ব্যতিক্রমী ভাবধারার কবিতা। সুন্দর হয়েছে।
"তোমার মতো চাইলে বলতে পারে নপুংসক।
তাতে আমার কিছু যায় আসে না ।
এ আমার পৌরুষত্বের অহংকার ।
এ আমার বিবেকবোধের , সুস্থ চিন্তাচেতনার অঙ্গীকার।"
এ ধরনের পৌরুষত্বের অহংকার করার মতো পুরুষ এখন বিলুপ্তপ্রায়! এদেরকে মাঝে মাঝে গল্পে কবিতায় পাওয়া গেলেও বাস্তবে দেখা যায় না। সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার আগেই এ ধরনের দুই-একটা পুরুষ যাদুঘরে রাখার ব্যাবস্থা করলে ভালো হতো ।
ধন্যবাদ, ভালো থাকুন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪
ইসিয়াক বলেছেন: হা হা হা
শুভকামনা রইলো
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন:
"আমি সেদিন তোমার আহ্বানে গিয়েছিলুম ঠিক...।"
......
প্রচন্ড অপমানিত তুমি আমার নপুংসক অপবাদে ভূষিত করেছিলে।
আর আমি আমার তথাকথিত পবিত্র কৌমার্য হারাতে চাইনি কিছুতেই।
কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা নিয়েন প্রিয় ইসিয়াক ভাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা
অশেষ কৃতজ্ঞতা ।
শুভাকামনা রইলো ।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহা৯হাহা উল্টো হলো
যাক ধন্যবাদ আপনাকে। এমন যেনো প্রতিটা ছেলেই হয়
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
ইসিয়াক বলেছেন:
গতকালের মা কবিতাটি পড়েছেন কি ? মাথায় কিছু আসছিলোনা ,তাই পোষ্ট দিতে দেরি হয়ে গিয়ে ছিলো ।
অনেক অনেক ধন্যবাদ আপু
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন: কে, কি, কেনো, কোথায়, কখন?
উত্তর: - সময়ের প্রয়োজনে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
ইসিয়াক বলেছেন: ঘটনা ,একটু একটু সত্য । বয়স অল্প ছিলো । নৈতিকতা বোধ ছিলো প্রবল। বইয়ের প্রতিটি অক্ষর মনে হতো সত্য সত্য সত্য ।তাই হয়তো ..........।
হা হা হা
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩
নীল আকাশ বলেছেন: পানি নয় পাণি হবে।
দুনিয়ার হালচাল বুঝা বড় দায়!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮
ইসিয়াক বলেছেন: শুভ কামনা প্রিয় ভাই
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: অনেক আগের কবিতা। আমরো আছে এমন গুটি কয়েক কবিতা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০
ইসিয়াক বলেছেন: প্রিয় বড় ভাই নিশ্চয় ভালো আছেন ।
ভালো থাকবেন ।
শুভকামনা রইলো।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: ৫ নম্বর লাইনে গিয়ে গিয়েছিলুম কেন লিখলেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৭
ইসিয়াক বলেছেন: শান্তিপুরের লোক তো !!ভাষার টান ভুলতে পারিনা !!!
আমি গিয়েছিনু তোমার টানে অনেকটা পথ হেটে
তুমি পালিয়েছো ! ঠিক ভেবেছিলাম ।পড়লাম সংকটে ।
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: বিবেকটাকে জাগ্রত রাখলে পারলে মন্দ কাজ থেকে মুক্তি পাওয়া যায়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৪
ইসিয়াক বলেছেন: এমন মুক্তির দরকার নেই বাবা , সে বড়ো ক্যাচাল ,
এই কবিতা লিখে এখন লজ্জায় হয়েছি লাল ।
হা হা হা
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৭
ল বলেছেন: সাব্বে সাত্তা সুখিতা হোন্ত"" জগতে সকল প্রাণী সুখি
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় ভাইকে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৫
ইসিয়াক বলেছেন: বসেছিলাম কখন আসবে আমার প্রিয় ভাই
তার মূল্যবান মন্তব্য পড়িয়া যদি মনটা জুড়ায়
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৬
আরোগ্য বলেছেন: একটু চাপে আছি তাই ব্লগে তেমন ভাবে লগইন করার সময় পাচ্ছি না। আপনাদের ব্লগটি ভিজিট করছিলাম এই কবিতাটি পড়ে লগইন করলাম।
কবিতাটা পড়ে ইউসুফ (আ) ও জুলাইখার কথা মনে পড়ে গেল।
অনেক ভালো লাগলো। শুভকামনা জানবেন ইসিয়াক ভাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:১০
ইসিয়াক বলেছেন: প্রিয় আরোগ্য ভাই
কবিতা পাঠে অনেক ধন্যবাদ ।
ব্যস্ত থাকুন । সুস্থ থাকুন ।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৯
শাহিন বিন রফিক বলেছেন:
ওমা!!
দুনিয়া কি উল্টে গেল!!
যেখানে পুরুষ শত ছলনায় নারীকে করে গ্রাস
সেখানে আজ পুরুষ রাখিনি নারীর আহবান!!
আসলেই পৌরুষত্বের অহংকার থাকা ভাল।
চমৎকার কবিতা।