|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
    
নিশি ভোর হয়ে এলো
শুকতারা  গেলো ডুবে ,
নতুন দিনের  আভাস 
দেখা দিলো পুবে । 
মাঠে মাঠে সোনা ধান 
সোনা ঝরা  দিন ,
আগামীর ভবিষ্যৎ 
করবে রঙিন । 
কৃষকের মুখে হাসি 
বুকে এলো বল , 
খোকা খুকু খেলে হাসে 
করে শোরগোল । 
শীতের বাতাসে পুবে
ভানু উঠে এলো ,
জেগে ওঠে পাখি সব
রাতি পোহালো।  
শিউলি ঝরা সকালে
শিশির ভেজা সুখ ,
সবাই সুখী , নেই কোথাও 
শহুরে অসুখ  । 
সিদ্ধ ধানের গন্ধে 
বাতাস সুবাসিত ,
প্রকৃতির র্প রস  
এখানে পরিমিত  । 
 
মুড়ি আর খেজুর রস 
গেলো মিলেমিশে ,
রসে ভেজা মুড়িগুলো 
ফোকলা দাঁতে হাসে।   
ছায়া সুনিবিড় চরাচর
যেন মায়াময় আভা  ,
স্নিগ্ধতা ছড়ায় এখানে 
দুইহাতে প্রভা । 
বিদঘুটে আওয়াজের 
নেই বাড়াবাড়ি ,
কৃত্রিম ব্যস্ততায় 
নেই তাড়াতাড়ি।  
কুয়াশার  আড়ালে 
লুকোচুরি খেলা 
খেলার নেশায় চলে জীবন
কেটে যায় বেলা। 
চলে গাড়ি ক্যাঁচকুচ 
গরু হলো বাহন 
গ্রাম্য জীবনের  
এইতো সাতকাহন ।   
ছবি গুগোল থেকে ।
 ৪০ টি
    	৪০ টি    	 +৯/-০
    	+৯/-০  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৮:৫৯
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৮:৫৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ 
শুভেচ্ছা রইলো
২|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৮:৫৬
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৮:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন: আহারে শীতের সকালে দই চিড়া খৈ আর খেজুরের গুড়, এখনকার গুড়ে আগেকার সেই ঘ্রাণও নেই।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:০২
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:০২
ইসিয়াক বলেছেন:  ঠাকুরমাহমুদ বলেছেন:
 এখনকার গুড়ে আগেকার সেই ঘ্রাণও নেই। 
 ঠিক তাই । সব খাবারের স্বাদ গন্ধ কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মাহমুদ ভাই
৩|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:২৪
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই শীতে যশোরের খেজুরের গুড় চাই প্রিয় কবি। 
কবিতায় রস পিঠার স্বাদ পেলাম। ভালোবাসা গ্রহণ করুন।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩১
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন: আরে  প্রিয় সৌরভ ভাই যে , 
আস সালামু আলাইকুম ।
সকাল সকাল যে  ।
আমি কিন্তু খুব ভালো  খেজুর গুড়ের চন্দ্র কুলি পিঠা বানাতে পারি ।
খাওয়াবো নিশ্চয় । 
শুভকামনা রইলো।
৪|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩০
কথার ফুলঝুরি! বলেছেন: আপনার কবিতা ও ছবির মত একটি গ্রামে বেরাতে যাওয়ার খুব শখ । 
সকাল সকাল স্নিগ্ধ কবিতা মন ছুঁয়ে গেলো ।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩২
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩২
ইসিয়াক বলেছেন: কথার ফুলঝুরি! বলেছেন: আপনার কবিতা ও ছবির মত একটি গ্রামে বেরাতে যাওয়ার খুব শখ ।
সকাল সকাল স্নিগ্ধ কবিতা মন ছুঁয়ে গেলো । 
আপনার কথাতে আমারও মন ছুয়ে গেল । 
শুভসকাল
৫|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৪৪
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো হয়েছে। 
নির্মল প্রকৃতির চিত্র তুলে ধরলেন। 
পোস্টে লাইক।
 শুভকামনা জানবেন।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৪৯
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৪৯
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা প্রিয় দাদা ।
যেখানেই থাকবেন সাবধানে থাকবেন। ভালো থাকবেন। 
শুভকামনা রইলো ।
৬|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:০৩
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বিশুদ্ধ গ্রামীন জীবন ।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৪০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৪০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আনোয়ার ভাই ।
আমি যেন ভালো লিখতে পারি।
আমায় আর্শীবাদ করবেন । 
শুভকামনা রইলো
৭|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০৪
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: আমার তো এখনই গ্রামে চলে যেতে ইচ্ছা করছে।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৪৮
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৪৮
ইসিয়াক বলেছেন: চলো যাই বন্ধু শহর ছেড়ে দুরে প্রকৃতির খুব  কাছে 
যেখানে  বিশ্বাস ও সরলতা এখনো পুরোটাই অটুট আছে।
৮|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৩৮
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৩৮
বিজন রয় বলেছেন: একটি গ্রাম্য পটভূমির পুরা সাতকাহন চোখের সামনে!
বেশ।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৫০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৫০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা 
শুভকামনা রইলো
৯|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:২৮
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ============================
নিশি হলো প্রভাত এলো
তারা গেলো ডুবে,
নতুন দিনের আলো নিয়ে
সূর্য উঠলো পুবে।
সোনালী ধান মাঠে মাঠে
সোনা ঝরা প্রহর,
আশ্বিন মাসে ধানের শিষে
উঠে হাওয়ার লহর।
ঠোঁটে হাসি মুখে হাসি
হাসে সুখে চাষা,
চাষার জন্য রাখি আহা
বুকে ভালোবাসা।
শীতের হাওয়া নিয়ে পুবে
উঠে আসে সূর্য
গাঁয়ের প্রাতে বাজে শান্তি  
বাজে সুখের তূর্য।
শিউলী ঝরা শীতের সকাল
শিশির বিন্দু ঘাসে,
সুখে ভরা গাঁয়ের মাটি
কে না ভালোবাসে।
সিদ্ধ ধানের ঘ্রাণে ভাসে
আহা মৌ মৌ গন্ধ,
কত শত সুখে গাঁথা
জীবনের ছন্দ। 
খেজুর রসে মুড়ি মেখে
তৃপ্তিতে হয় খাওয়া,
মাঝে মাঝে যায় বয়ে যায়
পুবাল শীতের হাওয়া। 
 
সারি সারি গাছের ছায়া
মায়ায় ভরা গাঁয়ে 
শিশির ছোঁয়ায় সুখ মুগ্ধতা
হাঁটলে খালি পায়ে।
বিদঘুটে শব্দ নেই গাঁয়ে
পাখির সুর কলরব
নেই ব্যস্ততা তাড়াহুড়ো
সেথা সুখেতে সরব।
কুয়াশা ভেদ করে খেলে
আলো লুকোচুরি
গাঁয়ের মাটি জুড়ে আহা
ছড়ানো সুখ নুড়ি।
পুকুরের জলে হয় গাঁয়ে
সুখে অব-গাহন,
বলে যাই শুনো আমাদের
গাঁয়ের সুখ সাতকাহন। 
============
আপনার লেখা ভালো হয়েছে
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:৪৩
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:৪৩
ইসিয়াক বলেছেন: হা হা হা  .........।
আপু  আপনার কবিতা তো একেবারে সুপার হিট   
আমি সত্যি সত্যি ই মুগ্ধ । আভিভূত ।
১০|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:৪৪
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:৪৮
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:৪৮
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো। 
আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ ।
১১|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:২৬
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:২৬
সায়ন্তন রফিক বলেছেন: সুন্দর ছড়া।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:২৭
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:২৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
১২|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২২
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২২
নীল আকাশ বলেছেন: আপনার এবং ফাতেমা আপুর ২টা লেখাই ভালো লেগেছে।।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২৮
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । 
আপনার মন্তব্যে আমি অনেক ভরসা , সাহস ও উৎসাহ পাই ।
কৃতজ্ঞতা রইলো 
শুভরাত্রি
১৩|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:০৮
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চলো যাই বন্ধু শহর ছেড়ে দুরে প্রকৃতির খুব কাছে
যেখানে বিশ্বাস ও সরলতা এখনো পুরোটাই অটুট আছে। 
আমাকে যেতে হবে অন্যের গ্রামে। আমার গ্রাম আছে কিন্তু জায়গা জমি কিচ্ছু নেই।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:১২
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:১২
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চলো যাই বন্ধু শহর ছেড়ে দুরে প্রকৃতির খুব কাছে
যেখানে বিশ্বাস ও সরলতা এখনো পুরোটাই অটুট আছে।
আমাকে যেতে হবে অন্যের গ্রামে। আমার গ্রাম আছে কিন্তু জায়গা জমি কিচ্ছু নেই।
তাতে কি এই পৃথিবীর  সবটাই আমাদের । মানুষের নিজের স্বার্থে  বানানো নিয়ম মানি না ।
১৪|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:৪৪
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:৪৪
ল বলেছেন: শহুরে অসুখ -- চার  দেয়ালে বন্দি শহুরে জীবন আর মুক্ত হাওয়ায় ভেসে বেড়ানো গ্রামীণ জনপদ যেন স্বপ্নীল সুখ।।।
কবিতায় মুগ্ধতা।।। 
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:৫০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:৫০
ইসিয়াক বলেছেন: আহ শান্তি ................।
মন্তব্যের আশায় বসে ছিলাম চাতক পাখির মতো
১৫|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:৫৫
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: কল্পনার গ্রামে ঘুরে আসলাম।
  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:১২
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:১২
ইসিয়াক বলেছেন: হা হা হা ............তাহলে জলখাবার খেয়ে গেলে হয়না ?
১৬|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ২:৪০
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ২:৪০
আরোগ্য বলেছেন: চমৎকার হয়েছে ছড়া।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৫:০৬
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৫:০৬
ইসিয়াক বলেছেন: কেমন আছেন আরোগ্য ভাই 
কয়েকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগলো। 
শুভকামনা রইলো
১৭|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৩:৪৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৩:৪৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: জল এবং ফল দুটোই চাই৷ জল হবে খালি পেটে আর ফল হবে ভরা পেটে। হাহাহা
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৫:৪৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৫:৪৬
ইসিয়াক বলেছেন: বেশ তো চলে আসুন একদিন সময় করে। 
শুভকামনা রইলো 
সুপ্রভাত
১৮|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ২:০০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ২:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: হয়তো চলার পথে কবিতার মতো করে দেখা হয়ে যাবে কোনো একদিন। দেখা হলে চেনবেন কি? আমার আগের প্রোফাইল পিকটি কি মনে আছে?
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৫:৫০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৫:৫০
ইসিয়াক বলেছেন: অন্তরের টান বড় টান । দেখা হবে ........হবেই। 
কবিতার ভাষায় হবে চেনাজানা। 
রইলো শুভকামনা।
১৯|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:১৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:১৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: তাই যেন হয়। রইলো শুভকামনা!
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৪৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৪৬
ইসিয়াক বলেছেন: কবি হাফেজ আহমেদ বলেছেন: তাই যেন হয়। রইলো শুভকামনা! 
আপনার জীবন আরো সুন্দর হোক
২০|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৫৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক ,
ছড়ায় ও ছন্দে 
গ্রাম উঠে এলো 
চিরায়ত শীতগন্ধে........................
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৩
ইসিয়াক বলেছেন: প্রিয় আহমেদ জী এস  ভাই 
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৮:৫৪
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৮:৫৪
হাফিজ বিন শামসী বলেছেন: গ্রামের শীতের সকলের ছবিটা চমৎকারভাবে ফুটে উঠেছে।
খেজুরের রস আর আমার খুবই প্রিয়। অনেক দিন খাওয়া হয় না।