|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
[১] 
ষাঁড় বাবাজী বেজায় রাগী 
নিঃশ্বাস ফেলে জোরে ।
লাল ছাতা দেখে রেগে 
এলো তেড়ে ফুঁড়ে ।। 
[২]
সিংহমশাই ব্যাপক তেজী
মাংস তার চাই ,
আস্ত রাজহংস দেবো তোমায় 
মেরোনা আমায় । 
[৩]
ফুল বনে মালি নেই 
ফুলগুলি একেলা 
প্রজাপ্রতি আনমনে 
করিছে খেলা। 
[৪] 
সাপ দেখে ভয় লাগে 
সাপ ক্ষতিকর ।
সাপের চাইতে মূর্খ লোক 
আরো ভয়ঙ্কর । 
[৫] 
চাঁদ হাসছে জোছনা মেখে 
আলো অফুরান ,
বাতাসের সুরে সুর 
গেয়ে যায় গান ।
[৬]
আলস্য বিঘ্ন ঘটায় 
সকল কাজের মাঝে । 
বোকারাই ব্যস্ত থাকে 
নানান অকাজে ।
[৭]
বেলা শেষে পাখী গায় 
হাসে প্রজাপ্রতি 
সেই সুখে এসে গেলো
শীতের অতিথি। 
[৮]
ঝড় এলো বাড়ি চলো 
বজ্র পড়ে জোরে 
যেতে হবে এক্ষুনি 
আশ্রয়ের তরে ।
[৯]
বাঁশ বাগানের মাথার উপর 
শুক্ল পক্ষের চাঁদ 
মায়ের ভালোবাসা 
সদাসর্বদা ই নিখাদ। 
[১০] 
সুখ দুঃখ দুই ভাই 
আসে আর যায়
তাদের তরে এত মায়া
এই দুনিয়ায় । 
[১১] 
দুর্ভিক্ষের কালে মরে লোক 
খাদ্যের অভাবে ।
কুঁড়ে লোক পঁচে মরে 
নিজ স্বভাবে। 
ছবি গুগোল থেকে । 
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:১৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:১৬
ইসিয়াক বলেছেন: অনেক  ধন্যবাদ সৌরভ ভাই 
 শুভকামনা রইলো
২|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ভীষন মজার।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন ।
৩|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৭:১৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৭:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল ইসিয়াক ভাই,
 ব্যস্ততার কারণে এই পোস্টটি চোখে পড়েনি। পরের পোষ্টের প্রতিমন্তব্য দেখে পড়তে এলাম। ছন্দোবদ্ধ ছড়া বেশ ভালো হয়েছে। 
তবে জায়গায় জায়গায় অহেতুক স্পেশ দেওয়াতে দেখতে একটু বিসদৃশ্য লাগলো। 
যেমন:- 
তেড়েফুঁড়ে/তেড়ে ফুঁড়ে, 
আবার লালছাতা, ফুলবন,, বেনুবন বা বাঁশবাগান, শুক্লপক্ষ, প্রভৃতি স্থানে স্পেস না দেওয়াই ব্যাকরন সিদ্ধ।(সমাজবদ্ধ দুটি পদ যদি একটি অর্থ বা একজন ব্যক্তিকে প্রকাশ করে তাহলে তাদের মাঝে কোন গ্যাপ হবে না।) 
তবে কথ্যভাষায় অবশ্য দেওয়া যেতে পারে। 
পাখি বানানে টাইপো আছে। 
শুভকামনা জানবেন।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৪৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৪৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো। 
৪|  ০১ লা অক্টোবর, ২০১৯  রাত ৩:৪৭
০১ লা অক্টোবর, ২০১৯  রাত ৩:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: মজার ছড়া।
  ০১ লা অক্টোবর, ২০১৯  ভোর ৫:৪২
০১ লা অক্টোবর, ২০১৯  ভোর ৫:৪২
ইসিয়াক বলেছেন: কবি হাফেজ আহমেদ বলেছেন: মজার ছড়া। 
 অনেক ধন্যবাদ  হাফেজ ভাই
৫|  ০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:২৮
০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:২৮
আরোগ্য বলেছেন: লাইক বাটনে কি সমস্যা?  কেউ চাপ দেয়নি কেন। 
মোবাইলে চার্জ নেই পরে অন্য পোস্টে আসছি।
  ০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:৩৭
০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:৩৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ । কারো হয়তো কবিতা পছন্দ হয়নি !
৬|  ০৩ রা নভেম্বর, ২০১৯  সকাল ১০:১৯
০৩ রা নভেম্বর, ২০১৯  সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন । 
কি খবর বন্ধু? 
আছেন কেমন? 
দিনকাল কেমন যাচ্ছে?
  ০৩ রা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৪
০৩ রা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৪
ইসিয়াক বলেছেন: এই আপনি কোথায় ছিলেন ? 
ভালো 
ভালো 
ভালো
৭|  ০৩ রা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৫
০৩ রা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৫
অজানা তীর্থ বলেছেন: 
সহজ সরল সুন্দর: দুর্ভিক্ষের কালে মরে লোক খাদ্যের অভাবে । কুঁড়ে লোক পঁচে মরে নিজ স্বভাবে। 
  ০৩ রা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৭
০৩ রা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া 
শুভসকাল
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৪৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ বাহ্ .... চলছে , চলুক !