নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আবাহন

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৬


উদাস দুপুর , ঘুঘুর ডাক ,
বাতাস শনশন ।
খোলা প্রান্তর , ফসলের ক্ষেত ,
জুড়ায় প্রাণমন ।
নদীর তীর জল থইথই ,
দুলছে কাশের বন ।
আকাশ ভরা উদাসী মেঘ ,
শীতের আবাহন ।
নিস্তব্ধ চরাচর সোনালী রোদ ,
দুরে ওড়ে বলাকা.
শূন্য প্রান্তর তবু মনে হয়না ,
কখনো একলা একা ।
গাছে গাছে পাখীর ঝাঁকে
বেধেছে ভীষণ গোল ।
কলহ তাদের কি কারণ ?
কি হেতু শোরগোল?
খোলা আকাশে উড়ছে চিল ,
ঘুরছে ঘুড়ি অবিরাম ।
বুনোফুলের কত না সুবাস ,
কে কবে দিয়েছে দাম ?
দুরে ভাসছে পালতোলা তরী ,
বাইছে মাঝি দাড় ।
মনের সুখে গাইছে কত গান ,
চিন্তা কি নাই তার ?
চলতি পথে ষোড়শী কন্যা ,
চলেছে বাপের বাড়ি ।
ঝলমল খুশিতে ডগমগ আঁখি ,
পড়েছে তাঁতের শাড়ি ।
বরটি তার সদা ভোলাভালা ,
হাসছে মাঝে মাঝে ।
মহাসুখ ঝরে পড়ছে ,
প্রতিটি কথা ও কাজে।
তবে আর দেরি কেন ?

ছোট ছোট সুখ পেতে হলে ,
চলে এসো এ পল্লী মাঝে ।
দুঃখ সুখের মাঝে নিদারুণ আনন্দ ,
আছে সকাল সাঁঝে ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি আরেকটু ভাবলে ছন্দে মিল রাখতে পারতেন। মাঝখানের দিকে জড়িয়ে গেছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা মতামতের জন্য ।
শুভকামনা রইলো ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১

শাহিন-৯৯ বলেছেন:



বেশ ভাল লাগল আপনার ছন্দ কবিতা।
পদাতিক চেীধুরি দাদা একজন গুনী সাহিত্যিক তাঁর মন্তব্যগুলো মাথায় রাখলে পরবর্তীতে কাজে দিবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য ।
শুভকামনা রইলো ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫২

জগতারন বলেছেন: খুউব ভালো লাগিল কবিতা।
এ যেন আমার গ্রাম; 'শংকরদী'
রাজৈর উপজেলা, মাদারিপুর জিলা
বৃহত্তর ফরিদপুর-এর একটি গ্রেমের চিত্র।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮

ইসিয়াক বলেছেন: আপনার ভালোলাগাতে আমার ভালো লাগা ।
সবাইকে যদি কবিতার মাধ্যমে এই ব্যস্ত জীবনে একটু ভালো লাগার ছোয়া দিতে পারি সেটাই আমার সার্থকতা।
অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫

ইসমাঈল আযহার বলেছেন: হুন্দর

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: কবিরা কবিতা লিখে বলেই পৃথিবী টিকে আছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

ইসিয়াক বলেছেন: তাই নাকি ?

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৫

আরোগ্য বলেছেন: পদতিক ভাইটির সাথে সহমত। শব্দের উনিশ-বিশের কারনেে ছড়ার তাল গুলিয়ে গেছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

ইসিয়াক বলেছেন: ঠিক তাই ।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: অফটপিক- ভাইয়ার কি গ্রাম খুব পছন্দ ? একটা গ্রামে বেড়াতে যাবার খুব শখ ।
যাই হোক , কবিতা ভালো লেগেছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:০৩

ইসিয়াক বলেছেন: কথার ফুলঝুরি! বলেছেন: অফটপিক- ভাইয়ার কি গ্রাম খুব পছন্দ ?
না ঠিক তা নয়। আমি সব ধরনের কবিতা লিখতে চেষ্টা করছি । যদিও ঠিক ঠাক হচ্ছেনা ।
আমি সবে ছাত্র তাই একটু চেষ্টা করছি আরকি । আপনাদের সহযোগিতায় আমি ধন্য ।
অনেক শুভকামনা রইলো ।
শুভরাত্রি ।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৫

সোনালী ডানার চিল বলেছেন: হ্যা এভাবেও লেখা যায়-
এভাবেও ভাবা যায়!
শুভকামনা কবি

০৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:২০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
শুভকামনা রইলো ।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: পড়তে ভালো লেগেছে।

০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
শুভকামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.