নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

রূপ পরী

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২০



তোমার চুড়ির শব্দে আমার মনের অলিন্দ কেঁপে ওঠে ।
হৃদয়পুরের নবীন হৃদয় আচমকা ই তীব্রবেগে ছোটে।

তোমার চুলের খোপার দিকে তাকিয়ে কেবলি মুগ্ধ হই ,
রূপ পরী তোমার রূপকথাতে আমার জীবন শুদ্ধ তাই ।

তোমার ঠোঁটের লালগোলাপে সদা উষ্ণ সোহাগমাখা ,
তোমার প্রেমে তীব্রদাহে আমার ইচ্ছে অনলমাখা ।

তোমার চোখের কাজল কালো আমার কাছে রহস্যময় ।
তোমার মন পাড়াতে বেড়াতে গেলে আমার কেবলি সন্ধ্যা হয় ।

সেই কারণে আমি ভাবি কখনো যদি তোমায় কাছে পাই ,
সোনালী দিনের সোনালী আলোয় খুব করে ভালোবাসবো তোমায়।
















মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ! রূপ পরীকে নিয়ে এমনি স্বপ্ন দেখা চলতে থাকুক ।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮

ইসিয়াক বলেছেন: যাক বাবা খুব টেনশনে ছিলাম ।
অনেক ধন্যবাদ প্রিয় দাদা।
শুভকামনা রইলো।

২| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আহা
অতি মধুময় কবিতা।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬

ইসিয়াক বলেছেন: ......তাহলে ভালো লেগেছে বন্ধু । তাতেই আমার ভালোলাগা।
শুভকামনা রইলো । শুভরাত্রি

৩| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

বলেছেন: রহস্যসময় কাজলের চোখে কবি আগামী খুঁজে পাক।।

শুভকামনা রইল।।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৭

ইসিয়াক বলেছেন: এবার কি একটু হাসতে পারি।.....।
শুভকামনা প্রিয় ভ্রাতা।
দোয়া রইলো। ...ও একটা কথা আপনার ব্লগবাড়িতে গিয়েছিলাম ..।কিন্তু মন্তব্য করিনি ।কে জানে ভালোবাসা হয়তো বেশি হয়ে যাচ্ছে ।হো হো হো..

৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০২

পদাতিক চৌধুরি বলেছেন: এইরে! আপনি যদি টেনশনে থাকেন তাহলে আর কিছু কখনো কমু না....

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৮

ইসিয়াক বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: এইরে! আপনি যদি টেনশনে থাকেন তাহলে আর কিছু কখনো কমু না....
তাহলে কিন্তু মনে কষ্ট পাবো । আমি সমালোচনা সহ্য করতে পারি । আর আপনার /আপনাদের আলোচনা সমালোচনায় আমি পথের দিশা পাই । সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমাকে গাইড করার জন্য।
প্রিয় দাদা শুভকামনা রইলো।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: রূপপরী কবির কবিতার সৌন্দর্যে বারবার মুগ্ধ হোক, ডুবে যাক। রূপপরীকে মুগ্ধ করার মতো চমৎকার চমৎকার কবিতা কবির কলম থেকে বের হোক- এই কামনা।

০৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪২

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য জুনায়েদ ভাইকে রইলো একরাশ লাল গোলাপের শুভেচ্ছা।

সুপ্রভাত

৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩২

বলেছেন: মন্তব্য না করলে আপনার পদচিহ্ন বুঝবো কেমনে???

০৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৪

ইসিয়াক বলেছেন: ল বলেছেন: মন্তব্য না করলে আপনার পদচিহ্ন বুঝবো কেমনে???
বলছেন !
তথাস্তু
সুপ্রভাত

৭| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: এই জগতে কবিরা নারীদের মহান করে তুলেছে।

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: এই জগতে কবিরা নারীদের মহান করে তুলেছে।
নারীরা তো অবশ্যই মহান ।প্রত্যেকটা মানুষের জীবনে নারীর অবদান অনস্বীকার্য ।
এই নারী ই তো কখনো মাতা কখনো বোন কখনো প্রেমিকা আবার কখনো মেয়ে ।
নারীর রূপ যেমন বিচিত্র নারীর ভুমিকা ও অনেক অনেক বড় এই সমাজে ।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭

আরোগ্য বলেছেন: বাহবা, ইসিয়াক ভাই। বেশতো প্রেমময় কবিতা। ভাবছি আমিও ডায়েরীতে লেখা আমার একটা পুরনো কবিতা পোস্ট করবো।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৯

ইসিয়াক বলেছেন: তাড়াতাড়ি পোষ্ট করুন । আমি পড়বো ।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০১

আরোগ্য বলেছেন: সময় পেলে আগামীকাল ইনশাআল্লাহ।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬

ইসিয়াক বলেছেন: ওকে । অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.