|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
তোমার চুড়ির শব্দে আমার মনের অলিন্দ কেঁপে ওঠে ।
হৃদয়পুরের নবীন হৃদয় আচমকা ই তীব্রবেগে ছোটে।   
তোমার চুলের খোপার দিকে তাকিয়ে কেবলি মুগ্ধ হই ,
রূপ পরী তোমার রূপকথাতে আমার জীবন শুদ্ধ তাই ।  
তোমার ঠোঁটের লালগোলাপে সদা উষ্ণ সোহাগমাখা , 
তোমার প্রেমে তীব্রদাহে আমার ইচ্ছে অনলমাখা । 
তোমার চোখের কাজল কালো আমার কাছে রহস্যময় ।
তোমার মন পাড়াতে বেড়াতে গেলে আমার কেবলি সন্ধ্যা হয় । 
সেই কারণে  আমি ভাবি কখনো যদি তোমায় কাছে পাই ,
সোনালী দিনের সোনালী আলোয় খুব করে ভালোবাসবো তোমায়। 
 ১৮ টি
    	১৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৩৮
০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৩৮
ইসিয়াক বলেছেন: যাক বাবা খুব টেনশনে ছিলাম ।
অনেক ধন্যবাদ প্রিয় দাদা।
শুভকামনা রইলো।
২|  ০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৪৩
০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: আহা 
অতি মধুময় কবিতা।
  ০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৪৬
০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৪৬
ইসিয়াক বলেছেন: ......তাহলে ভালো লেগেছে বন্ধু । তাতেই আমার ভালোলাগা।
শুভকামনা রইলো । শুভরাত্রি
৩|  ০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৫২
০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৫২
ল বলেছেন: রহস্যসময় কাজলের চোখে কবি আগামী খুঁজে পাক।।
শুভকামনা রইল।।
  ০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৫৭
০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৫৭
ইসিয়াক বলেছেন: এবার কি একটু হাসতে পারি।.....।
শুভকামনা প্রিয় ভ্রাতা। 
দোয়া রইলো। ...ও একটা কথা আপনার ব্লগবাড়িতে গিয়েছিলাম ..।কিন্তু মন্তব্য করিনি ।কে জানে ভালোবাসা হয়তো বেশি হয়ে যাচ্ছে  ।হো হো হো..
৪|  ০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:০২
০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:০২
পদাতিক চৌধুরি বলেছেন: এইরে! আপনি যদি টেনশনে থাকেন তাহলে আর কিছু কখনো কমু না....
  ০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:০৮
০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:০৮
ইসিয়াক বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: এইরে! আপনি যদি টেনশনে থাকেন তাহলে আর কিছু কখনো কমু না....   
তাহলে কিন্তু মনে কষ্ট পাবো । আমি সমালোচনা সহ্য করতে পারি । আর আপনার /আপনাদের আলোচনা সমালোচনায় আমি পথের দিশা পাই । সবাইকে শুভেচ্ছা  ও ভালোবাসা আমাকে গাইড করার জন্য।
প্রিয় দাদা শুভকামনা রইলো।
৫|  ০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ১১:৪৪
০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ১১:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: রূপপরী কবির কবিতার সৌন্দর্যে বারবার মুগ্ধ হোক, ডুবে যাক। রূপপরীকে মুগ্ধ করার মতো চমৎকার চমৎকার কবিতা কবির কলম থেকে বের হোক- এই কামনা।
  ০৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৫:৪২
০৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৫:৪২
ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য জুনায়েদ ভাইকে রইলো একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। 
  
  
সুপ্রভাত
৬|  ০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ১২:৩২
০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ১২:৩২
ল বলেছেন: মন্তব্য না করলে আপনার পদচিহ্ন বুঝবো কেমনে???
  ০৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৫:৪৪
০৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৫:৪৪
ইসিয়াক বলেছেন: ল বলেছেন: মন্তব্য না করলে আপনার পদচিহ্ন বুঝবো কেমনে???  
বলছেন !  
তথাস্তু 
সুপ্রভাত
৭|  ০৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ১১:৫৭
০৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: এই জগতে কবিরা নারীদের মহান করে তুলেছে।
  ০৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৫
০৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৫
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: এই জগতে কবিরা নারীদের মহান করে তুলেছে।
নারীরা তো অবশ্যই মহান ।প্রত্যেকটা  মানুষের জীবনে নারীর অবদান অনস্বীকার্য ।
এই নারী ই তো কখনো মাতা কখনো বোন কখনো প্রেমিকা আবার কখনো মেয়ে ।
নারীর রূপ যেমন বিচিত্র নারীর ভুমিকা ও  অনেক অনেক বড় এই সমাজে  ।
৮|  ০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:৫৭
০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:৫৭
আরোগ্য বলেছেন: বাহবা, ইসিয়াক ভাই। বেশতো প্রেমময় কবিতা। ভাবছি আমিও ডায়েরীতে লেখা আমার একটা পুরনো কবিতা পোস্ট করবো।
  ০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:৫৯
০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:৫৯
ইসিয়াক বলেছেন: তাড়াতাড়ি পোষ্ট করুন । আমি পড়বো ।
৯|  ০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:০১
০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:০১
আরোগ্য বলেছেন: সময় পেলে আগামীকাল ইনশাআল্লাহ।
  ০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:১৬
০৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:১৬
ইসিয়াক বলেছেন: ওকে । অপেক্ষায় রইলাম।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৩৫
০৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ! রূপ পরীকে নিয়ে এমনি স্বপ্ন দেখা চলতে থাকুক ।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।