নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

রূপসী

০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৯


রূপসী ,লাল শাড়ীতে তোমায় মানিয়েছে বেশ ,
এবার তাহলে খুলে দাও তোমার বাঁধা কেশ ।
চেয়ে চেয়ে দেখি তোমায় আমি সারাদিন ,
চোখে চোখ রাখা হোক দৃষ্টি বিহীন ।
কপোলের টিপ খানি যেন কারুকাজ ,
হাসি সেতো বড় মধুর কিছুটা সলাজ।
চুলগুলো ফুল হয়ে মেলুক পাখনা ,
স্বপ্নগুলো মেলে দিক যত আছে ডানা।
ভালোবাসা সতত রং বদলায় ,
ভালোবাসার তাই যত্ন নেয়া চাই।
প্রেমে পড়া সেতো খুব সহজ ই মনে হয়.....
সেই প্রেমকে ধরে রাখা অত সহজ নয়!
হোক তবে এই প্রেম আরো মধুময় ,
তোমার আমার সম্পর্ক যেন চিরন্তন হয়।
ছবি গুগোল থেকে।

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সম্পর্ক চিরন্তন হোক।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাই
আপনার দিনগুলি সুন্দর কাটুক

২| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: প্রার্থনা করি, সম্পর্ক যেন চিরন্তন হয়।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া ।
ভালো থাকবেন ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো আপু ।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: আসলেই প্রেমে পরা সহজ কিন্তু ধরে রাখা সহজ নয় । কবিতা সুন্দর তবে গুগল থেকে কোন মেয়ের ছবি নিলেন ভাইয়া, খবর পেলেতো আপনার খবর আছে :P

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩

ইসিয়াক বলেছেন: ঠিকই বলেছেন । আমার খবর আছে।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনার গুরু নীল আকাশ 'পোষ্ট নারীর ছবি দিলে আল্লাহের পর্দার প্রথার লংঘন হবে' বলেছিলো!

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ।
ভালো থাকবেন ।শুভকামনা রইলো।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


৫নং মন্তব্যে টাইপো:

আপনার গুরু নীল আকাশ 'পোষ্ট নারীর ছবি দিলে আল্লাহের *পর্দা প্রথার লংঘন হবে', বলেছিলো!

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭

ইসিয়াক বলেছেন:
সবার আমি ছাত্র
সুনির্মল বসু
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।
পাহাড় শিখায় তাহার সমান-
হই যেন ভাই মৌন-মহান,
খোলা মাঠের উপদেশে-
দিল-খোলা হই তাই রে।
সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখাল হাসতে মোরে,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর-
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।
মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষান দিল দীক্ষা।
ঝরনা তাহার সহজ গানে,
গান জাগাল আমার প্রাণে;
শ্যাম বনানী সরসতা
আমায় দিল ভিক্ষা।
বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়,
পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি সে সব কৌতূহলে,
নেই দ্বিধা লেশমাত্র।

================
অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ।শুভকামনা রইলো।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ।
ভালো থাকবেন ।শুভকামনা রইলো।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫

নীল আকাশ বলেছেন: পোস্টে ছবি দেয়ার ব্যাপারে যা বলেছি সেটা পুরোপুরি যৌক্তিক। এই মেয়েটাকে কি জানে এই পোস্টে তার ছবি দেয়া আছে? কারও ছবি দেয়ার আগে অবশ্যই তার পারমিশন নেয়া উচিত।

আপনার লেখা অবশ্যই এই মেয়েটার ছবির চেয়ে বড়। নিজের লেখার উপর আস্থা রাখুন। কবিতা সুন্দর হয়েছে। এখানে বিমূর্ত কোন ছবি ব্যবহার করলেই দারুন হতো। পাঠক মনের ভিতরে লেখায় দেয়া মেয়েটার চেহারা ভেবে নিত।

ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১

ইসিয়াক বলেছেন: আপনি ঠিকই বলেছেন ।আসলে সেটাই ঠিক ছিলো। কিন্তু এই ছবির মেয়েটিকে দেখেই কবিতাটি লেখা এজন্য এই ছবিটাই রাখলাম।সত্যি কথাই বললাম ।যা হোক...।
শুভকামনা রইলো।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
আসলেই প্রেমে পরা সহজ কিন্তু ধরে রাখা সহজ নয় ।

আমার যা বলার ছিল তা আমার নানী বলে দিয়েছে !! :)


কবিতা সুন্দর হয়েছে+++

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন: নানী ? কে ??????????
যাক শুভ বিকাল ।সাথে শুভেচ্ছা রইলো।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কথার ফুলঝুরি! ;) :D

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: @শাহরিয়ার কবীর বলেছেন:
আমার যা বলার ছিল তা আমার নানী বলে দিয়েছে !!

কথার ফুলঝুরি আপুর এ ব্যাপারে নিশ্চয় কিছু বলার আছে। দেখা যাক.....।

ধন্যবাদ

১০| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনার গুরু নীল আকাশ 'পোষ্ট নারীর ছবি দিলে আল্লাহের *পর্দা প্রথার লংঘন হবে', বলেছিলো! ইহার উত্তর দেন।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৭

ইসিয়াক বলেছেন: আপনার গুরু নীল আকাশ 'পোষ্ট নারীর ছবি দিলে আল্লাহের *পর্দা প্রথার লংঘন হবে', বলেছিলো! ইহার উত্তর দেন।
একটু বোঝার চেষ্টা করুন প্লিজ ।এরকম করতে নেই।
আপনি সবার শ্রদ্ধেয়। আপনার মঙ্গল কামনা করছি।
ধন্যবাদ

১১| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।
শুভকামনা রইলো।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:




পদ্য লেখে কেহ কবি হয়নি; কবীদের জীবন দর্শন থাকতে হয়; কবিতা কেহ মুখস্হ রাখে না, কবিকে মনে রাখে

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন: পদ্য লেখে কেহ কবি হয়নি; কবীদের জীবন দর্শন থাকতে হয়; কবিতা কেহ মুখস্হ রাখে না, কবিকে মনে রাখে
আপনার আগামী দিনগুলি আরো অনেক সুন্দর কাটুক।
শুভকামনা রইলো।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার কবিতার সাথে এই ছবিটি মানান সই নয়। অনুগ্রহ করে ছবিটি সরিয়ে নিন।

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি আমার বেশ ভাল লেগেছে। ++
বিলম্বিত আগমনের জন্য দুঃখিত।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

ইসিয়াক বলেছেন:

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

সোনালী ডানার চিল বলেছেন: অরবিটের ‘লাল শাড়ি’ গানটির কথা মনে পড়লো-
শুভকামনা কবি

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা রইলো।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: ছবির মেয়েটি মোটেও রুপসী নয়।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: ছবি সরিয়ে দিয়েছি ।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫

বলেছেন: হায় প্রেম
হায় রূপসী
সবিই তো ছবির মতো।।


জীবন সুন্দর হোক।।।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১০

ইসিয়াক বলেছেন: প্রেমে পড়লে বারো মাস ই গান সবাই গায়......।
আমার কোন মাসে প্রেম হইলোনা কি করি উপায় ?
শুভকামনা রইলো।

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৫

আরোগ্য বলেছেন: বাহবা, ইসিয়াক ভাই আজকাল প্রেমকাব্যে মত্ত।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮

ইসিয়াক বলেছেন: আপনার কি মনে হয় ?
প্রেমট্রেম আমাকে দিয়ে হবে ? মেয়েরা কিন্তু আমাকে রসকসহীন কাঠখোট্টা বলে । হা হা হা.....।
শুভকামনা রইলো।

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই ।
শুভকামনা রইলো ।
শুভরাত্রি।

২০| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ছবি সরিয়ে দিয়েছি ।

রপসী মেয়ের ছবি লাগলে আমাকে বলবেন। আছে।

০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৯

ইসিয়াক বলেছেন: এই মেয়ের ছবি দেখে কবিতাটি লেখা।কারো কারো আপত্তির কারনে ছবি সরিয়ে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.