নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

পাগল

১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৮



শহরের বুকে বিষন্ন প্রহর ,
উপরে নীল আকাশ ।
ছেড়া কাপড়ে অতি মলিন ,
জ্যান্ত ভুখা লাশ ।

বাসি খাবার একটু পানি ,
জোটেনি একটু তার ।
মানুষ হয়ে মানুষের প্রতি ,
এ কেমন ব্যবহার !!

তার চোখের আর্তনাদ গুলি ,
দেখেনি কেউতো চেয়ে ।
সহায়তার দুটি হাত ,
কেউ দেয়নি বাড়িয়ে ।

অবহেলায় আর অনাদরে
কাটছে তার জীবন ।
স্বার্থের এই পৃথিবীটায়
কেউ হয়নি তার আপন !!!

কেউ কেউ তারে মারে ঢিল ,
কেউ মারে ছুড়ে ইট ।
কখনো কখনো কেটে যায় তার ,
কালো নাঙ্গা পিঠ ।

সবাই তারে দূর ছাই করে ,
একটুতে করে আঘাত।
রাস্তার পাশে ঠাই হয় তার ,
হোক দিন কি রাত !!

বিত্তবানেরা কুকুর পোষে ,
খাতির যত্নের নাই শেষ ।
তাদের জন্য কত আয়োজন ,
কত উন্নত পরিবেশ!!

পশু প্রেম সেটা ভালো ,
এই পাগলটাও তো মানুষ !!
যদি কোনদিন তোমার অবস্থা হয় ,
এমন দোষে দোষ ।

পশুপ্রেমে দেখাও তুমি ,
সর্বোকৃষ্ট মানবতা ।
পড়তে ব্যর্থ এই পাগলেরচোখে
বিষন্ন ভরা আকুলতা ।

আরো কত অনিয়ম আর
পাপে ভরা এ সমাজ ।
মানবতা সর্বত্র পদে পদে
ভুলূণ্ঠিত আজ ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৯

করুণাধারা বলেছেন: মানবতা পদে পদে ভূলুণ্ঠিত- একথা আজ সর্বাংশে সত্য। কথার সাথে একেবারে উপযোগী ছবি দিয়েছেন।

১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
সামনের দিনগুলো নিরাপদ কাটুক । ভালো কাটুক এই কামনা করি।

২| ১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: আমিও একদিন পাগল হয়ে এ শহরের রাস্তায় ঘুরে বেড়াবো।

১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন:আমিও একদিন পাগল হয়ে এ শহরের রাস্তায় ঘুরে বেড়াবো।
যাহ ! বালাই ষাট !!!!

@আপনার জন্মদিন , কি খাবেন বলুন ?

৩| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০০

শুভ্রনীল শুভ্রা বলেছেন: '''মানুষ হয়ে মানুষের প্রতি,
এ কেমন ব্যবহার !! ''
এ কথাটি নিজে নিজে অনেকবার ই ভাবি। আদৌতেই কী তারা মানুষ নাকি মানুষের রুপ ধরা কীট !!

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫

ইসিয়াক বলেছেন: শুভ্রনীল শুভ্রা বলেছেন: '''মানুষ হয়ে মানুষের প্রতি,
এ কেমন ব্যবহার !! ''
এ কথাটি নিজে নিজে অনেকবার ই ভাবি। আদৌতেই কী তারা মানুষ নাকি মানুষের রুপ ধরা কীট !!

আসলে আমরা এটুকু ভাবতেও হয়তো ভুলে গেছি ।
অনেক বেশি আত্নকেন্দ্রিক অনেক বেশি স্বার্থপর আমরা।

৪| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৪

বলেছেন: মানবতা পদে পদে ভূলুণ্ঠিত------- এমনি করে কি মার খাবে পাগল মানবতা ???

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৫

ইসিয়াক বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয় কবি দোয়া রইলো।
শুভরাত্রি

৫| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ২:২৭

আরোগ্য বলেছেন: অর্থ আর ক্ষমতা এই দুটি জিনিসই মনে এখন মানুষের মাপকাঠি।

১৩ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:০৩

ইসিয়াক বলেছেন: সত্যি বলতে কি আরোগ্য ভাই । আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবর ভাষা আমার জানা নাই।
আপনাদের উৎসাহে ই আমি প্রতিদিন কিছু না কিছু লেখার উৎসাহ পাই ।
ভালো থাকবেন সবসময়।
সুপ্রভাত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.