নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

একটি গল্প

১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১



একটা হাতি আর একটা কুকুর একই সাথে প্রেগনেন্ট হলো। ৩ মাসের ব্যবধানে কুকুরটি ৩টি ছানা প্রসব করলো। ৬ মাস পরে কুকুরটি আবার প্রেগনেন্ট হলো আর নয় মাস পরে এক ডজন বাচ্চা প্রসব করলো। এই ভাবে পালাক্রমে চলতেই থাকলো।।

১৮ তম মাসে, কুকুরটি হাতিটিকে বললো, "তুমি কি নিশ্চিত যে তুমি প্রেগনেন্ট ? আমরা একই সাথে প্রেগনেন্ট হয়ে ছিলাম,এর মাঝে আমি ৩ বারে ডজন খানেক বাচ্চা প্রসব করেছি,আর সেগুলো এখন প্রাপ্ত বয়স্কও হয়ে গেছে ।কিন্তু তুমি এখনও প্রেগন্যান্ট ?

মা" হাতিটি উত্তর দিলো,আমার পেটে কুকুর ছানা না, হাতি ছানা বেড়ে উঠছে, আমি দুই বছর পর পর বাচ্চা প্রসব করি, যখন বাচ্চাটা পৃথিবীর মাটি স্পর্শ করে, পৃথিবীর মাটি বুঝতে পারে, যখন বাচ্চাটা বড় হয়ে রাস্তা পার হয়, লোকজন দাঁড়িয়ে অবাক হয়ে দেখে, যে বাচ্চাটা আমি পেটে ধারন করি, সেটা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়।।

গল্পটা এইজন্য বলা, যখন আসে পাশের মানুষের আশা পূরণ হতে দেখবেন, তাদের সফলতা দেখবেন,হতাশ হবেন না। যদি আপনি পরিশ্রমি হন ,লক্ষ স্থির হয় ।নিশ্চয় আপনার জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত সফলতা নির্ধারণ করা আছে ,আপনার কর্মের ভিত্তিতে। যখন আপনার জন্য বরাদ্দ সেই মুহূর্তে আপনার সফলতা আসবে,পৃথিবী আপনার কাজের দিকে মুগ্ধ চোখে তাকাবে।তাকাবেই। অপেক্ষা করুন,পরিশ্রম করুন ,লক্ষে অটুট থাকুন,সফলতা আসবেই।।
শুভকামনা রইলো।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পড়তে খুবই সুন্দর, ভাল লাগে। কিন্তু বাস্তবতা খুবই কঠিন...

১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৫

ইসিয়াক বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ।
শুভকামনা রইলো।

২| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৮

মা.হাসান বলেছেন: ডঃ হুমায়ুন আজাদের লেখার সংখ্যা কম বলে কেউ একজন অনুযোগ করায় উনি এরকমই একটা উদাহরণ দিয়েছিলেন।

১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: মা.হাসান বলেছেন: ডঃ হুমায়ুন আজাদের লেখার সংখ্যা কম বলে কেউ একজন অনুযোগ করায় উনি এরকমই একটা উদাহরণ দিয়েছিলেন।
অনেক ধন্যবাদ ভাইয়া

৩| ১২ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বুঝতে পারলাম না।

১২ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৯

ইসিয়াক বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বুঝতে পারলাম না।
@মানসম্মত যে কোন সৃজনশীল কাজ অল্প হলেও তা যুগ যুগ ধরে বয়ে চলে । প্রজন্ম থেকে প্রজন্মে ।

@ যে কোন ভালো কাজে ,যদি লক্ষ থাকে অটুট, হবে ই হবে জয় ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিন্তু গর্ভবতী হওয়ার বিষয়টি একটা প্রাকৃতিক ব্যাপার। এখানে কারো ব্যক্তিগত কোন হাত নেই। আপনি কি ইচ্ছা করলেই মানুষের গর্ভধারণ সময় ১০ মাস ১০ দিন থেকে বাড়িয়ে ২০ মাস ২০ দিন করতে পারবেন? তাই আমার মনে হয়, আপনার গল্পটির সাথে আপনি যে যুক্তি খুঁজে বেড়িয়েছেন এখানে সেটা ঠিক যুতসই নয়।

তারপরও কষ্ট করে একটি গল্প টাইপ করেছেন পরে ধন্য হলাম।

১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৫| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

সোনালী ডানার চিল বলেছেন: গল্পটি কিন্তু শুধু গল্প নয়-
নির্মোঘ সত্যি

১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৬

ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।
শুভসন্ধ্যা

৬| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




লক্ষ্যে অটুট থাকতে হবে ওজনদার কিছু কাজের জন্যে , পরিশ্রমও করতে হবে তেমন। তখন সফলতা যদি আসে, পৃথিবী তাকিয়ে দেখবে তাকে। নইলে নয়। বাস্তবতা আসলে খুবই কঠিন।

১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৮

ইসিয়াক বলেছেন: তবুও চেষ্টাতে দোষ কি ?
ধন্যবাদ।
শুভসন্ধ্যা

৭| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিক্ষণীয় গল্প।
মা.হাসান ভাই, হুমায়ুন আজাদ বলেছিলেন, নিন্মশ্রেণির প্রাণীরা বেশি বাচ্চা প্রসব করে।

১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৩

ইসিয়াক বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিক্ষণীয় গল্প।
মা.হাসান ভাই, হুমায়ুন আজাদ বলেছিলেন, নিন্মশ্রেণির প্রাণীরা বেশি বাচ্চা প্রসব করে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৮| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: এই সব গল্পের দিন শেষ।

১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২০

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: এই সব গল্পের দিন শেষ।

মনে করেন বন্ধু গল্পটা আমার নিজের জন্য । নিজেকে নিজে উৎসাহিত করার জন্য ।

৯| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮

বলেছেন: বিচিত্র গল্প --

১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৩

ইসিয়াক বলেছেন: ল বলেছেন: বিচিত্র গল্প --
বিচিত্রই বটে .........নিরন্তন শুভকামনা ।
দোয়া রইলো

১০| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৪১

আরোগ্য বলেছেন: আমার খুব ভালো লেগেছে তাই প্রিয়তে রাখলাম।

১৩ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৫৫

ইসিয়াক বলেছেন: আরোগ্য বলেছেন: আমার খুব ভালো লেগেছে তাই প্রিয়তে রাখলাম।
তাই !!
খুব ভালো লাগলো জেনে।
শুভকামনা রইলো । ধন্যবাদ

১১| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর বলেছেন: এই সব গল্পের দিন শেষ।
মনে করেন বন্ধু গল্পটা আমার নিজের জন্য । নিজেকে নিজে উৎসাহিত করার জন্য ।

শাবাস বন্ধু।

১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা মন্তব্যে ++++

১২| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩১

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর শিক্ষণীয় গল্প.........শুভ কামনা সব সব সময়।

১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদিও এই ঘটনা বা উপমা আগেই জানা ছিল তারপরও ভাল লাগলো।

১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৮

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
শুভকামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.