নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মানুষের মতো বাঁচতে চাই

১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৩


বলতেপারো কোথায় গেলে একটু স্বস্তি পাওয়া যাবে ?
বলতেপারো কোথায় গেলে মনটা জুড়াবে ?
বলতেপারো কোথায় গেলে একটুখানি নিশ্চিন্ত হওয়া যায় ?
বলতেপারো কোথায় স্বচ্ছ শীতল মুক্ত হাওয়া বয় ?

দিনে দিনে বাড়িতেছে দেনা শুধবো কি করে ঋণ ?
পাপের বোঝায় পূন্য যত হয়ে গেছে লীন !
মানুষ আর মানুষ নেই ,রং বদলের গিরগিটি ।
কিছু হলে পশুর মতো কামড়াতে আসে বিষাক্ত টিকটিকি ।

বিশ্বাস যোগ্যতায় পশু বুঝি মানুষ থেকে অনেক এগিয়ে ।
মানবতা আজ ভূলুণ্ঠিত ,সর্ব ক্ষেত্রে পিছিয়ে ।

কোথায় আছে বুকভরা শ্বাস আমায় একটু জানিয়ে দাও
কোথায় আছে মনুষ্যত্ব আমায় একটু দেখিয়ে দাও।

কোথায় গেলে পাবো আমি দিন যাপনের স্বস্তি ভাই ,
আমার পরিবার সন্তান নিয়ে সম্মানর সাথে বাঁচতে চাই।।
আমার ছেলে আমার মেয়ের আমার নিজের নিরাপত্তা চাই
পশুতো নই মানুষ আমি ,মানুষের মতো বাঁচতে চাই।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: মৃত্যু কারোই কাম্য নয়, তবে এমন স্বস্তি পেতে একমাত্র মৃত্যুই দেবে নিশ্চিত হয়তোবা! - হয়তোবা বলছি এই কারণে, সত্যি সত্যি তা আমার সঠিক জানা নেই।

১৩ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৫৩

ইসিয়াক বলেছেন: সুখের চেয়ে স্বস্তি ভালো বলে একটা কথা আছে ।বর্তমান চলমান জীবন যাত্রায় আমরা নিজেরা নিজের জালে এমন ভাবে জড়িয়ে গেছি যে সুখ বা স্বস্তি দুরের কথা প্রাণ বাঁচানো দায়।

২| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ২:২৩

আরোগ্য বলেছেন: ইসিয়াক ভাই, কি আর বলবো বলেন? যে অবস্থা বর্তমান পৃথিবীর অতি দুঃখজনক। পশুদের মাঝে মানুষ হয়ে টিপে থাকা বড় কষ্টের। তবুও শেষ নিশ্বাস অবধি মানুষ হয়ে বাঁচতেে চাই।

কবিতায় ভালোলাগা রেখে গেলাম।

১৩ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:০৫

ইসিয়াক বলেছেন: হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে ।দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখা অনেক সুন্দর হয়েছে

স্বস্তি কোথাও নাই আমাদের দেশে :(

১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপা ।
শুভকামনা রইলো ।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: এই পৃথিবীতে শান্তি নাই। পরম শান্তিবোধ হয় মৃত্যুতেই।

১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৪

ইসিয়াক বলেছেন: কে জানে ? হয়তো মানুষের জীবনটাই এমন ।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৪

সোনালী ডানার চিল বলেছেন: যেখানে মানুষের মুখোসে স্বার্থপর শ্বাপদ-
শান্তি উড়ায় দাম্ভিক শকূন; আকাশ ঢেকেছ এ্যাসিডের ব্যান্ডেজে
সেখানে মুক্তি নেই কবি!
শুধু পলায়নের পথে অজস্র প্রতিবিম্ব;
যারা অত:পর রুখে দাড়ায়, ছায়াশরীরে...
হাত রেখে পরস্পরের হাতে-

১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৭

ইসিয়াক বলেছেন: সোনালী ডানার চিল বলেছেন: যেখানে মানুষের মুখোসে স্বার্থপর শ্বাপদ-
শান্তি উড়ায় দাম্ভিক শকূন; আকাশ ঢেকেছ এ্যাসিডের ব্যান্ডেজে
সেখানে মুক্তি নেই কবি!
শুধু পলায়নের পথে অজস্র প্রতিবিম্ব;
যারা অত:পর রুখে দাড়ায়, ছায়াশরীরে...
হাত রেখে পরস্পরের হাতে-

আমি আবারো মুগ্ধ ।
শুভকামনা রইলো

৬| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৪

বলেছেন: মানুষের মতো বাঁচতে চাই--
ফণা তুলা শ্বাপদের পালে যদিও সাময়িক হাসি
বিপাকের পারমাণবিকভর চারিপাশ রাশিরাশি।।।

ক্ষনস্থায়ী এ জীবনে মানুষ মানুষে হোক মাখামাখি।।।
ভালোবাসাময় এ পৃথিবী জুড়ে -- এমনটাই হোক মানুষের চাওয়া।।।

১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

ইসিয়াক বলেছেন: ল বলেছেন: মানুষের মতো বাঁচতে চাই--
ফণা তুলা শ্বাপদের পালে যদিও সাময়িক হাসি
বিপাকের পারমাণবিকভর চারিপাশ রাশিরাশি।।।

ক্ষনস্থায়ী এ জীবনে মানুষ মানুষে হোক মাখামাখি।।।
ভালোবাসাময় এ পৃথিবী জুড়ে -- এমনটাই হোক মানুষের চাওয়া।।।

ভালোভাসায় ভরা হোক পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয় ।
মানুষে মানুষে সম্পর্ক হোক শধু প্রেমময় ।
দোয়া রইলো

৭| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: অধিকাংশ মানুষই নিজের মত অন্যকেও সুখী ভাবে, ঠিক তেমনি নিজের কষ্টকে অন্যের সাথে মেলাতে পারে না..

১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

ইসিয়াক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.