নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রভু তোমার দরবারে

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭


প্রভু তোমার দরবারে তুলেছি দুহাত
ক্ষমা করো মোরে করি মোনাজাত।
তুমি ছাড়া কেউ নেইতো আমার
তোমার তুলনা তুমি বলি বারবার ।।

সৃজিলা তুমি মোরে কত ভালোবেসে
অবাধ্য হলাম আমি নিজেরই দোষে।
আজ আমি বুঝি কত ভুল এ জীবনে ,
যে কারণে নত তোমার চরণে ।।

ক্ষমা করো প্রভু , ক্ষমা করো মোরে ,
তুমি বিনে উদ্ধার কে করিবে আমারে ।
তুমি অসীমের অসীম তুমি তুলনাবিহীন ,
কেমনে শুধিবো জানিনা তোমার যত ঋন ।।

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

অণৃণ্য বলেছেন: বিধাতার প্রতি সমর্পণ নিয়ে লেখা আপনার কবিতা পড়ে মন প্রশান্ত হলো, ইসিয়াক। ভালো থাকবেন। শুভকামনা।

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৮

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় আপনাকে আমার ব্লগে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।
মন্তব্যে ভালো লাগা ।
অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো ।
ধন্যবাদ

২| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই ।
সালাম নিবেন।

৩| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:





ক্ষমা করো প্রভু , ক্ষমা করো মোরে ,
তুমি বিনে উদ্ধার কে করিবে আমারে ।
তুমি অসীমের অসীম তুমি তুলনাবিহীন ,
কেমনে শুধিবো জানিনা তোমার যত ঋন ।।

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা ও দোয়া রইলো প্রিয় মাহমুদ ভাই

৪| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতায় ক্ষমপ্রার্থনা। চমৎকার!

'তুলি দুই হাত করি মোনাজাত'.... কবিতাটার কিছু পঙক্তি মনে পড়ছে।

১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জুনায়েদ ভাই।

৫| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

হাবিব বলেছেন:




ক্ষমা করো প্রভু , ক্ষমা করো মোরে ,
তুমি বিনে উদ্ধার কে করিবে আমারে ।


কথাগুলো টেনেছে আমায় খুব

১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ স্যার ,
দোয়া রইলো।

৬| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

আরোগ্য বলেছেন: হামদ্ ভালো হয়েছে তবে ইসিয়াক ভাই চাইলে আরো ভালো হতো।

১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

ইসিয়াক বলেছেন: আমার সাধ্য যে এতটুকুই ছোট ভাই ।
তোমাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ ।
শুভসন্ধ্যা

৭| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

কিরমানী লিটন বলেছেন: চমৎকার প্রার্থনা, খুব ভালোলাগা। কবিতার চাওয়াগুলো বেঁচে থাকার আঙিনায় ফিরে আসুক +++

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভরাত্রি

৮| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৩

ওমেরা বলেছেন: খুব ভালো লাগল কবিতা।

১২ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:০৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু

৯| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১২

বলেছেন:
ক্ষমা করো প্রভু , ক্ষমা করো মোরে
তুমি বিনে শুধাইব তবে মিনতি কাহারে...

জন্ম - মৃত্যু ও বিচার দিনের স্বামী...
তুমার দয়া ছাড়া হবো যে বিপদগামী...
মিনতি করি ওগো ক্ষমা ভিখা মাঙ্গি...


ভালো থাকুন।।।

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২০

ইসিয়াক বলেছেন: আপনার সব কথা গান কবিতা গল্প ....।সব কিছুরই আমি এক মুগ্ধ শ্রোতা......।
চিরকৃতজ্ঞতা ভ্রাতা।
দোয়া রইলো।
মুগ্ধতা ! মুগ্ধতা !! মুগ্ধতা !!!

১০| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩

নীল আকাশ বলেছেন: সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা নিয়ে কবিতা বেশ ভালো লাগলো। ছন্দও ভালো মিলে গেছে। অভিনন্দন।

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১২

ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো।

১১| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

তারেক ফাহিম বলেছেন: প্রার্থনার পঙ্কিগুলো বেশ হয়েছে।

১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো

১২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.