নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
একদিন ভেবেছিলাম,
সব ঠিক হয়ে যাবে।
চলতে পথে শুধরে নেবো যত ভুল আমার।
তুমিও আবার আগের মতো ভালোবাসবে আমায়
সব ভুলে।
কিন্তু এভাবে যে মোড় ঘুরিয়ে তুমি ,
চলার পথে হারিয়ে যাবে!
অন্য কারো হাত ধরে ,
আলো নেভা জোনাকির মতো।
কোনো একদিন।
আমি এখনো বিশ্বাস করিনা ।
তুমি চাইলে নিজে থেকে ফিরে আসতে পারো ।
তুমি চাইলে আবার আমার ছেড়ে যাওয়া হাত ধরতে পারো।
তুমি চাইলে আমায় আবার ভালোবাসতে পারো ।
আমি এখনো অপেক্ষায় আছি তোমার।
০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫২
ইসিয়াক বলেছেন: শুভকামনা জানবেন ভাইয়া।
২| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভব---------
০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫২
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো লিটন ভাই।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: চলার পথে...হলে ভাল হতো ।।
০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৯
ইসিয়াক বলেছেন: আন্তরিক মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা রইলো সেলিম ভাই ।
ঠিক করে দিয়েছি শুভকামনা জানবেন।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৬
এম এ হানিফ বলেছেন: শেষ হোক এ অপেক্ষার প্রহর ।
০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩১
ইসিয়াক বলেছেন: এম এ হানিফ ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা
৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪০
রূপম রিজওয়ান বলেছেন: সহানুভূতি জানবেন।
বাস্তব আবেগ দিয়ে লিখছেন কবিতাগুলো। খুব চমৎকার হচ্ছে,কবিভাই!
০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো ছোট ভাইয়া ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৭
জাহিদ অনিক বলেছেন: অপেক্ষায় থাকা সময় বড্ড মন্থর যায়, কবিতায় শব্দের আকুলতা দেখা দেয় ।
শুভেচ্ছা মিঃ ইসিয়াক
০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯
ইসিয়াক বলেছেন: অপেক্ষায় থাকা সময় বড্ড মন্থর যায়
ঠিক বলেছেন প্রিয় কবি । শুভকামনা জানবেন।
৭| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
সময় ও স্রোত কখনো ফিরে আসে না
- বাংলা ব্যাকরণ
০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩
ইসিয়াক বলেছেন: কেন আশা বেঁধে রাখি
==============
মিতালী মুখার্জী
----------------------------------------
কেন আশা বেঁধে রাখি।
কেন দীপ জ্বেলে রাখি।।
জানি আসবে না ফিরে আর তুমি।
তবু পথ পানে চেয়ে থাকি।।
জানবে না তুমি বুঝবে না তুমি
এই ব্যাথা আমার এ জ্বালা আমার।
ছিলে কাছে যখন ছিল সবই আপন।
সেই ভেবে জলে ভরে আঁখি।।
কত আশা ছিল কত ছিল যে গান
কত হাসি ছিল কত অভিমান।
সূর্য জ্বলা এই সকাল আমার।
আধারে সবই গেল ঢাকি।।
এই মনের কথা হয়নি তো বলা
হয়নি তো যো সেই পথে চলা।
স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া।
তবে কেন দিলে তুমি ফাঁকি।
৮| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: খাঁটি প্রেম কখনো যাওয়ার নয়। হয়তো অন্য রূপে সে একদিন ধরা দেবেই দেবে।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় দাদা।
আশা নিয়ে মানুষ বাঁচে।
শুভকামনা জানবেন।
৯| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগা রইলো।
০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬
ইসিয়াক বলেছেন: শুভেচ্চা ও শুভকামনা জানবেন ভাইয়া।
১০| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০২
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব , পাঠে মুগ্ধ।
০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভকামনা।
১১| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: ছবির মেয়েটি কে।
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৪
ইসিয়াক বলেছেন: হে হে হে
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৫
ইসিয়াক বলেছেন: ছবিটা কি ভালো লেগেছে ? ঠিক আছে আপনাকে দিয়ে দিলাম।
১২| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অসাধারন কাব্য ।
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভসকাল।
১৩| ১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৩
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন, ভাল লাগলো।
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ছোট ভাইয়া ।দ্রুত আপনার লেখা প্রথম পাতায় আশা করছি।
শুভকামনা জানবেন।
১৪| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫
শিখা রহমান বলেছেন: অপেক্ষার কাব্যকথা ভালো লেগেছে।
ভালো থাকুন অপেক্ষায় ও ভালোবাসায় প্রিয় কবি।
১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ভালো লাগা ও কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪
নীল আকাশ বলেছেন: অপেক্ষার প্রহরে কেটে যায় কত শত বেলা!!!