নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তুমি চাইলে অনেক কিছু হতে পারতো

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২


তুমি চাইলে অনেক কিছু হতে পারতো আমাদের।
কেন মুখ ফিরিয়ে ছিলে?
আমি কি এতটাই অপাঙ্‌ক্তেয়।

তোমার নীল যৌবন আমার হৃদয় হরণ করেছিলো,
শুক্লা তিথির রাতে।
আমি তো অর্গল খুলেই রেখেছিলাম।
তুমি শুধু হাত বাড়ালেই হতো।
সবইতো বরাবরই ছিলে এক নিঃশ্বাস পরিমান কাছে।

তুমি কি জানো ?
তোমার চুলের ঘ্রাণ পাবার লোভে,
আমি তোমার পিছু পিছু ছুটেছি
শ্যমলী থেকে আজিমপুর অবধি কত শত বার?
এতো কাছে তবু ফিরে দেখনি আমায়।
তোমার অপরুপ মোহে,
বুকেতে তোলপাড় শুধু তোমার জন্য করে গেল আজীবন।
তুমি শুধু চাইলে না ফিরে মোহময়ী।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সহজ সরল ভাষা।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু্ ।

২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবি দা অনেক অনুপ্রাণিত

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ভাইয়া্ ।
ভালো থাকুন সবসময় ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু্
ভালো থাকুন সবসময়।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল উপস্থাপন ।

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া্

৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৪

অধীতি বলেছেন: সাবলীল ভাষায় কত সুন্দর আক্ষেপ কবিতায়

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কবিতাটা আমার খুব ই ভালো লাগলো।
মোহময়ী ফিরে চাইনি তাতে কি ? কোন ক্ষতি নেই। ++

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.