নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ঘুড়ি

৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২১


নাটাই সুতো নাটাই সুতো,
আকাশ জুড়ে ঘুড়ি।
শূন্যর বুকে নীলের মাঝে,
রঙের ছড়াছড়ি।

অলস দুপুর অঁচল জুড়ে,
উড়ছে ঘুড়ির ঝাক।
লেজগুলো নাড়ছে বেশ,
একেবারে ঠিকঠাক।

হরেক বাহার হরেক রকম,
স্বতন্ত্র তাদের সাজ।
বাক্স ঘুড়ি চিল ঘুড়ি,
নানান কারুকাজ।

বাতাস যখন উঠলো ছুটে,
ঘুড়িরা ছুটলো ধায়।
রঙবেরঙের ঘুড়ির সাজ,
জাঁকাল দেখতে হয়।

খোকা টানে ঘুড়ির সুতো,
বাতাস বুঝে বুঝে।
কেটে গেলে পালাবে ছুটে,
পাবে না আর খুঁজে ।

তাইতো খোকা দক্ষ হাতে,
সুতো ধরেছে টেনে।
কেটে গেলে যাবে হারিয়ে,
অজানা অচিনে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো সেলিম ভাই্ ।

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪

শাহিন বিন রফিক বলেছেন:



এ দেশের ছেলেরা কৈশোরে কম-বেশি সবাই ঘুড়ি উড়িয়েছে।

ছড়া বেশ ছান্দিক, এক শব্দে "অসাধারণ"

লিখতে থাকুন, সাথে আছি
শুভ কামনা।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০১

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০১

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ঘুড়ির ছড়া লিখেছেন ভাই.......শুভ সকাল।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো কামাল ভাই।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঘুড়ির পিছে ছুটতে ছুটতে শৈশবে একবার হারিয়ে গিয়েছিলাম।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০২

ইসিয়াক বলেছেন: আন্তরিক মন্তব্যে ভালো লাগা ।
শুভকামনা।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

নিভৃতা বলেছেন: অনেক সুন্দর ছড়া। ভালো লাগলো খুব।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৩

ইসিয়াক বলেছেন: শুভকামনা ও শুভেচ্ছা রইলো্ ।
ভালো থাকুন সবসময়।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫

রূপম রিজওয়ান বলেছেন: বরাবরের মতই খুব সুন্দর।
সোনেলাতেও দিয়েছেন বোধহয়।
শুভকামনা জানবেন,কবিভাই।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ছোট ভাইয়া।
হ্যাঁ সোনেলা ,শব্দনীড়,বাংলার কবিতা সব জায়গাতে একসাথে কবিতা দেই।
ধন্যবাদ।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: বন্ধু কবিতা খুব পছন্দ হয়েছে।
আপনি আছেন কেমন?
স্কুল কেমন চলছে?

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু্

৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.