নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

গীতি কবিতা- ৪

২৩ শে মে, ২০২০ বিকাল ৫:২৫


বলবো কি করে দ্বিধা ছিলো, আমি বলিনি।
তুলবো তুলবো করে, ছবিও তুলিনি।
ক্যানভাসে আঁকবো বলে, মনে আঁকিনি।
বুকের ভিতর আছো ভেবে, স্মৃতিতে রাখিনি।

কে তুমি নন্দিনী, ভাবনায় আসো যাও।
বিরহ জ্বালায় জ্বালিয়ে, আমাকে পোড়াও।
প্রিয়তম হতে চাই, ভালোবাসা দাও।
স্বপ্নে জাগরণে, কাছে টেনে নাও।
রাখিনি তোমায় আমি, স্মৃতিতে রাখিনি।
তুলবো তুলবো করে, ছবিও তুলিনি।

এলোকেশী বলোনা, নাম বলো না।
পরিচিত হতে চাই নয়তো ছলনা ।
কাছে আসো ভালোবাসো, দাও ধরা দাও।
নিবিড় করে আমায় তুমি কাছে টেনে নাও।
মনের মধ্যে রাখবো তোমায়,সৃতিতে আঁকবো।
বলবো তোমায় মনের কথা পাশে থাকবো।

বলবো কি করে দ্বিধা ছিলো, আমি বলিনি।
তুলবো তুলবো করে, ছবিও তুলিনি।
ক্যানভাসে আঁকবো বলে, মনে আঁকিনি।
বুকের ভিতর আছো ভেবে, স্মৃতিতে রাখিনি।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:




"বুকের ভিতর আছো ভেবে, স্মৃতি রাখনি! " বাহ! সুন্দর,,,

২৪ শে মে, ২০২০ ভোর ৫:৪৭

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়।শুভকামনা।

২| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

২৪ শে মে, ২০২০ ভোর ৫:৪৮

ইসিয়াক বলেছেন: একটু সুর দিয়ে দেন দেখবেন গান হয়ে ফুটে উঠেছে।

৩| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২৪ শে মে, ২০২০ ভোর ৫:৪৯

ইসিয়াক বলেছেন: !

৪| ২৩ শে মে, ২০২০ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখনী

২৪ শে মে, ২০২০ ভোর ৫:৪৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।

৫| ২৩ শে মে, ২০২০ রাত ১০:১৯

চাঙ্কু বলেছেন: কোবতেটা পছন্দ হইছে!

২৪ শে মে, ২০২০ ভোর ৫:৫০

ইসিয়াক বলেছেন: শুইন্যা থুক্কু পইড়া আনন্দ পাইলাম।

৬| ২৫ শে মে, ২০২০ দুপুর ১২:৩৬

আল-ইকরাম বলেছেন: আপনি কি জানেন দিন দিন আপনি কী সব লিখছেন? আমার তো ঈর্ষা হয় আপনার প্রতি। আমি কেন এরকম লিখতে পারি না। আমার আবার সব সময় ভাবের উদয় হয় না? যা আপনার ক্ষেত্রে অবিরত তা আমার ক্ষেত্রে কালে ভদ্রে। তবুও আমি সুখী। ভীষণ সুখী। আমার সন্তান তুল্য লেখনী গুলো নিয়ে। যে গুলো নানা দুঃখে, যাতনায় আমাকে সান্ত্বনা দেয়। আপনার লেখা গুলো পড়ে ইদানিং আমার ভীষণ লিখতে ইচ্ছে করে, কিন্তু পারি না। কারণ ঐ ... ভাবের উদয় হয় না। ভাল থাকুন। ভাল লিখুন। আমার লেখা গুলো মনোযোগ দিয়ে পড়ুন ও কড়া সমালোচনা করুন। কামনা অগনিত।

২৫ শে মে, ২০২০ বিকাল ৪:২১

ইসিয়াক বলেছেন: মন্তব্য পেয়ে আমি সত্যি আপ্লুত। ভালো থাকুন হোসেন মুহাম্মদ আল-ইকরাম ভাইয়া।

ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.