নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
একটা সময় মাঝে মাঝে মনে হতো মানুষ নয় অন্যকিছু, এই যেমন পাখি। পাখি হতে পারলে বেশ হতো,ওদের জীবনটা কতোই না সহজ সরল আর ভাবনাহীন। কিন্তু সত্যিই কি সহজ সরল ? সত্যিই কি ভাবনাহীন নির্মল?
গভীরভাবে ভাবতে গিয়ে দেখলাম,
না মোটেও তা নয়, ওদের জীবনেও আছে বেঁচে থাকার লড়াই, সংগ্রাম, প্রাপ্তি, হারানোর বেদনা সব,সবই আছে। আছে দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ। হোক সেটা ছোট পরিসরে তবুও আছে।
আবার মনে হতো ফুল লতা গাছ হলে কেমন হয়? কিন্তু এই ভাবনা ভাবতেই বুঝতে পারলাম জগতের কোন কিছুতেই অনাবিল আনন্দ,নিরবিচ্ছিন্ন প্রাপ্তি সুখ বলে কিছু নেই। প্রতিটা জীবনেই আছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস ।বেঁচে থাকার লড়াই।আছে হঠাৎ হারানোর বেদনা অপরদিকে আছে অপ্রত্যাশিত কোন কিছু পাওয়ার সুখ।
যদিও মানব জীবন বড্ড বেশি জটিলতা আর কুটিলতায় ভরা। কাঁটার আঘাত প্রতি পলে পলে ,লোভ হিংসা,পরশ্রীকাতরতা এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার।
দিন শেষে কষ্টগুলো বেশি হয়ে গেলে অভিমানও বেড়ে যায় একসময়। জীবনের এই সব জটিলতার হাত ধরে আসতে পারে রাগ, ক্রোধ, হতাশা।সেটাই স্বাভাবিক।
তাই বলে লড়াই ছেড়ে, ময়দান ফাঁকা করে,চিরতরে হারিয়ে যাওয়া কোন মতেই যুক্তি যুক্ত নয়।
জীবন সুন্দর ও বৈচিত্র্যময় । জীবন বৈচিত্র্যময় বলে হাসি ,আনন্দ, কান্না আছে, সেই বৈচিত্রময়তার হাত ধরে যাবতীয় হতাশা,অপ্রাপ্তি বা অভিমানগুলো একসময় বরফ কুচির মতো টুকরো টুকরো হয় মনের অলিন্দে, সবশেষে তা গলে ঝরে যায় বৃষ্টি হয়ে অশ্রুর মাধ্যমে।
আবার অনেক সময় প্রিয় কোন মানুষের সাথে কষ্টের ,বেদনার হাসি আনন্দের কথা ভাগাভাগি করলে ও মনের জমা মেঘ কেটে যায়।
আর এই মেঘ কেটে যাওয়ার পরে পৃথিবীটাকে লাগে আরো বেশি মোহময়। আবার নতুন করে বাঁচতে সাধ জাগে। নতুন করে লড়াই লড়বার ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে ওঠে।
এই পৃথিবীতে আমি আরও অনেকের মতো অনেক দিন বাঁচতে চাই। ঝরণা নদী ফুল পাখির শোভা দেখতে চাই।
আমার নিজের ছোট্ট একটা পৃথিবী আছে।আমি দীর্ঘ কষ্ট, দুঃখ, অপমান সহ্য করে হলেও সেই পৃথিবীকে পরিপূর্ণতায় ভরাতে চাই। আমি হতাশাকে জয় করে জীবনকে বাঙ্ময় করে তুলতে চাই।
মানব জন্মকে সার্থক করে তুলতে চাই্, দিনশেষে এটাই বুঝি জীবন অতি মূল্যবান।
জীবন সুন্দর।
ছবিঃ নিজের তোলা।
১৭ ই জুন, ২০২০ সকাল ৭:২১
ইসিয়াক বলেছেন:
Life Is Beautiful
২| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষের একটাই জীবন ।
তাই সুন্দরভাবে বাঁচতে হবে ।
এটাকে উপভোগ করতে হবে।
১৭ ই জুন, ২০২০ সকাল ৭:২২
ইসিয়াক বলেছেন:
অবশ্যই জীবনকে উপভোগ করতে হবে। সুন্দরভাবে বাঁচতে হবে।
শুভসকাল
৩| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
বিজন রয় বলেছেন: আপনার কবি মন, নিশ্চয়ই সব কিছুতে সুখ খুঁজে নিতে পারবেন।
১৭ ই জুন, ২০২০ সকাল ৭:২৪
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
মন্তব্যে ভালো লাগা।
৪| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন I ।
১৭ ই জুন, ২০২০ সকাল ৭:২৪
ইসিয়াক বলেছেন:
শুভসকাল মহীভাই।
৫| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:৪১
সাহাদাত উদরাজী বলেছেন: ভালবাসায় থাকুন।
২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:০৭
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: যখনই মন খারাপ হবে, হতাশা ঘিরে ধরবে- তখন তিনবার বলতে হয় Life Is Beautiful
এই ভাবনাটা টনিকের মতো কাজ করে।