নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
অনেকদিন দেখা নেই তোর সাথে।
কথা নেই,নেই চলাচল।
মহাকালের বালুচরে ঢাকা পড়েছে
সকল হারানো দিন রাত্রিগুলি।
কি এক অদেখা, অজানা নিয়মের বেড়াজালে।
তবু অনুভূতিগুলো রয়ে গেছে মূর্ত ,বুকের গভীরে।
তারপর হঠাৎ তোর সাথে আবার দেখা হলো,
অনেকটা কাল পরে।
জীবনের জটিল গোলক ধাঁধায়,
হারিয়েছে যতো কোমলতা ও সরলতা ইতিমধ্যে।
ফিরবে না জানি কিছু আর আগের মতো,
ফিরবে না সেই দিনগুলি।
তবে তুই ফিরলি।
বন্ধু কি খবর?কেমন আছিস বল?
জানা হলো অনেক কিছু, কথা হলো কত শত!
এরপর হয়তো আর কোনদিন দেখা হবেনা,
কথা হবে না,
যাপিত জীবনের জটিলতায়।
তবে স্মৃতিটুকু থেকে যাবে।
কষ্টের নীল খামে আজীবন।
ছবিঃ নিজের তোলা
১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৭
ইসিয়াক বলেছেন:
শুভবিকাল প্রিয় বিজনদা,
ভালো লেগেছে জেনে আমার মনটা ভরে গেলো।
ভালোথাকুন সবসময়।
নিরন্তর শুভকামনা।
২| ১৭ ই জুন, ২০২০ সকাল ৭:৫৬
কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল হয়েছে। আমার ভাল লাগল।
১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৮
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
পাশে থাকাতে অনুপ্রাণিত হলাম।
মন্তব্যে ভালো লাগা।
শুভবিকাল।
৩| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: বন্ধু সহজ সরল ভাষায় সুন্দর লিখেছেন।
১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৩
ইসিয়াক বলেছেন:
সহজ সরল মন্তব্যে ভালো লাগা ।
নিরন্তর শুভকামনা বন্ধু।
৪| ১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ক্ষ্ট রাখার কোনো জায়গা নেই। কষ্টের ওজন মাপার কোনো যন্ত্রও নেই। কষ্ট রাখার জন্য জায়গা করতে গেলে নীল খাম নয় সমগ্র বিশ্ব জায়গা দিতে গিয়ে কম পরে যেতো ইসিয়াক ভাই। আর ওজন মাপতে গেলে যন্ত্র ভেঙ্গে যেতো।
কবিতা খুব ভালো হয়েছে।
১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৪
ইসিয়াক বলেছেন:
তা ঠিক বলেছেন প্রিয় মাহমুদ ভাই,
মন্তব্যে ভালো লাগা। শুভকামনা রইলো।
৫| ১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪০
নেওয়াজ আলি বলেছেন:
অতুলনীয় লেখা, শুভ কামনা রইলো
১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৮
ইসিয়াক বলেছেন:
কৃতজ্ঞতা রইলো প্রিয় মহী ভাই।
শুভবিকাল
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২০ সকাল ৭:৩০
বিজন রয় বলেছেন: শুভসকাল!
আহা! একটি হারানো-প্রাপ্তির সুন্দর কবিতাতে মনটা ভরে উঠল।
আজ আমার দিনটা ভাল যাবে।
শুভকামনা।