নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি

১৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৭


মেঘ থেকে ঝরে জল নাম তার বৃষ্টি।
কুঁড়ি থেকে ফোটে ফুল প্রকৃতির সৃষ্টি।

দেখা নাই শোনা নাই অনুভবে তারে পাই।
বায়ু বলে জানি তারে, হৃদ মাঝারেও তার ঠাই।

মাটি দিয়ে তৈরি মানব,মাটিতেই ফুল ফসল।
সেই মাটি দিয়ে হয় বাঁধ, আটকায় বেনোজল।

আলো দেয় সূর্য, দিনমণি আরেক নাম।
সে যদি ফেরায় মুখ,কঠিন যেনো পরিনাম।

ছবিঃ নিজের তোলা

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ছবিটা যে আপনি তুলেছেন সেটা দেখেই বুঝতে পেরেছি।
কবিতা সুন্দর। ভাষা সুন্দর।

১৯ শে জুন, ২০২০ সকাল ৮:৩৮

ইসিয়াক বলেছেন:





ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভকামনা বন্ধু।

২| ১৮ ই জুন, ২০২০ দুপুর ২:২০

ওমেরা বলেছেন: ফুল পাখি, লতা,পাতা সবই আমার পছন্দ তবে বৃষ্টি না।
ছবি আর কবিতা দুটোই সুন্দর হয়েছে।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৪১

ইসিয়াক বলেছেন:






পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা।

৩| ১৮ ই জুন, ২০২০ দুপুর ২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ভাবনার প্রকাশ। ভালো লাগলো।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৪১

ইসিয়াক বলেছেন:


কৃতজ্ঞতা রইলো মহী ভাই।

৪| ১৯ শে জুন, ২০২০ ভোর ৬:১৫

জগতারন বলেছেন:
আলো দেয় সূর্য, দিনমণি আরেক নাম।
সে যদি ফেরায় মুখ,কঠিন যেনো পরিনাম।


অসাধারন উপলব্ধির প্রকাশ।
কবির প্রতি অভিন্দন জানাই।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৭

ইসিয়াক বলেছেন:




কেমন আছেন প্রিয় স্বপন ভাই? অনেকদিন পরে পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগলো।
শুভকামনা।

৫| ১৯ শে জুন, ২০২০ ভোর ৬:১৫

জগতারন বলেছেন:
আলো দেয় সূর্য, দিনমণি আরেক নাম।
সে যদি ফেরায় মুখ,কঠিন যেনো পরিনাম।


অসাধারন উপলব্ধির প্রকাশ।
কবির প্রতি অভিন্দন জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.