নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
কত কথা ভেবেছিলাম বলবো তোমাকে,
জোছনা রাতে দীঘির পাড়ে চাঁদ সাক্ষী রেখে।
বলি বলি করেও তবু বলা হলোনা,
কোন অসীমে হারিয়ে গেলে আর তো এলে না।
অকারণ কাজে কখন যেন বয়ে গেলো বেলা,
ভেঙে গেলো সম্পর্ক, নিয়তির খেলা।
ফের কখনো ফিরে এলে, খুঁজবে কি আমায়?
তখন যদি এই পৃথিবী ছেড়ে অনত্র লুকাই?
কাঁদবে কি আমায় ভেবে,মন কি খারাপ হবে?
ভালোবাসি জানিয়ে গেলাম, তোমার ভালো হবে।
সব ভালোবাসা হয়তো সফল হবার নয়,
অসমাপ্ত ভালোবাসা হৃদয় গভীরে রয়।
চলার পথে যা কিছু করেছিলাম ভুল,
নিজ গুণে ক্ষমা করো,প্রার্থনা আকুল।
ছবিঃ গুগোল থেকে
১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৪
ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো সাজ্জাদ ভাই।
পাশে থাকার জন্য শুভেচ্ছা।
২| ১৯ শে জুন, ২০২০ সকাল ৯:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রার্থনা।
১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
শুভকামনা।
৩| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: কবিতার লাইন গুলো আশির দশকের বাংলা সিনেমার মতোণ লাগছে।
১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০১
ইসিয়াক বলেছেন:
যাক আপনাকে আপনার জন্মের সময়ের আগের কিছু মুহুর্তে ঘুরিয়ে নিয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
৪| ১৯ শে জুন, ২০২০ সকাল ১১:১৫
প্রেক্ষা বলেছেন: দোয়া করি যেন প্রিয়জনের সাথে সেই না বলা কথাগুলো বলে ফেলতে পারেন। কবিতায় মুগ্ধতা।
১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০১
ইসিয়াক বলেছেন:
আমি সুশান্ত নই আপু্।
কিছু একটা লিখতে হয় তাই লিখি
৫| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৩
শোভন শামস বলেছেন: লিখে যান, পড়ে ভাল লেগেছে।
১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০২
ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
কৃতজ্ঞতা জানবেন।
৬| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
২০ শে জুন, ২০২০ ভোর ৬:১১
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক অনুপ্রাণিত হলাম প্রিয় দাদা।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২০ সকাল ৮:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওরে। মন খারাপ করা কবিতা ।
তবে পড়ে ভালই লেগেছে।