নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ দিনশেষে তোমাতেই খুঁজি আশ্রয়

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০৭


আমি তোমার সেই চেনা মুখ প্রিয়তমা,
যে ছিলাম খুব কাছে একদিন।
একদিন অনেক ভরসা দিয়েছিলে আমায়,
দিয়েছিলে সীমাহীন ভালোবাসা।

তোমার ফেরানো দিনের পরে,
চরম হতাশার মাঝে,
আকাশকে করেছিলাম আশ্রয়।
নিস্তব্ধ নীলে আমি মিশিয়েছি কান্না।
গভীর গোপনে।

জানতে দেইনি কাউকে,
বুঝতেও দেইনি কাউকে।

বুকের বেদনার কষ্ট গুলোকে
লিখেছি গানের বানীতে ছন্দবদ্ধভাবে।

খেয়ালের পেয়ালাতে দিয়েছি চুমুক,
মনের অজান্তে স্মৃতি রোমন্থনে।

এখন আমি তোমাকে নিয়ে লিখি।
লেখা পড়ে কেউ কেউ আমাকে কবিও বলে।
আমি জানি এসব কবিতা নয়,
এতো তোমার বিরহ গাঁথা আর আমার বুকের যন্ত্রণা।

আমি অবাক হয়ে ভাবি,
তোমার বিরহ গাঁথা লিখে আমি
হঠাৎ কবি উপাধি পেয়ে গেলাম!

মানুষ আমার দুঃখে কাতর,
সমব্যথী,
আর তোমাকে বলল, ছলনাময়ী।

আমার কিন্তু খুশি হবারই কথা ছিলো।
কই খুশি হতে পারিনিতো!

কেন জানি, কেউ তোমায় কিছু বললে,
আমার মেজাজ খারাপ হয়ে যায়,
মাথা গরম হয়ে ওঠে।

আমার অস্বস্তি হয়।
বড্ড অস্বস্তি!
চাপা কষ্ট হয়।
বড্ড কষ্ট।

শেষটায় ক্ষোভে দুঃখে,যন্ত্রণায় মনটা ভারী হয়ে ওঠে।

আমার মনেহয় কি জানো?
আমি এখনো তোমায় ভালোবাসি মধুরিমা।
সত্যি ভালোবাসি।

আচ্ছা বাদ দাও এসব কথা,
কেমন আছো এই করোনা কালে?
পারলে একটু জানিও,চিন্তা হয়, জানো তো।

সবসময়ই মনেহয়,
ভালোবাসার মানুষ যেখানেই থাকুক ভালো থাকুক।
ভালো থেকো প্রিয়তমা।

ছবিঃগুগল থেকে

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: যুগে যুগে কবিরাই নারীদের মহান করে তুলে।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:১৪

ইসিয়াক বলেছেন:




আমি কিন্তু মধুরিমাকে নিয়ে আর কবিতা লিখতে চাইনি। আপনার জন্য লিখতে হলো।

২| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইসিয়াক ভাই শুভেচ্ছা রইলো আপনার মধুরিমার জন্য।
সে আপনার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে লতার মতো। তা থেকে
আপনার পরিত্রাণ নাই, তারও !!

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫২

ইসিয়াক বলেছেন:




নুরু ভাই আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।
#ঠিক বলেছেন ভাইয়া, মধুরিমা আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে লতার মতো।
আমি মনেহয় এ থেকে পরিত্রাণও চাই না।তাই লিখে চলি তাকে নিয়ে প্রতিনিয়ত।

৩| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৪

আমি তিতুমীর বলছি বলেছেন:


আমাদের সমাজে কবিরাই মনে সবচেয়ে সুখি, মনে সুখ থাকলেও কবিতা লিখে, কষ্ট থাকলে কবিতা লিখে নিজে সান্তনা দেই।
ভাল থাকুক পৃথিবীর সব কবিরা আর তাদের স্বপ্নের প্রিয়তমারা।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৩

ইসিয়াক বলেছেন:




আমি তিতুমীর বলছি আপনাকে অনেকদিন পরে আমার কবিতায় পেয়ে খুব ভালো লাগছে।
#পাঠে মন্তব্যে ও লাইকে অশেষ কৃতজ্ঞতা রইলো।

৪| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:১৩

নীল আকাশ বলেছেন: মালদার বর পেলে দশ বছরের প্রেমিকও হয়ে যায় বাসি,
বাসর রাতে মধ্যবয়স্ক অচেনা পুরুষের গলাও জড়িয়ে ধরে
আবেগে আপ্লুত হয়ে বলে তোমাকে আমি জন্মান্তর ধরে ভালোবাসি!

১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন:




হা হা হা ........মন্তব্যে ভালো লাগা প্রিয় নীল আকাশ ভাইয়া।
ঠিক একেবারে মনের কথা বলেছেন।
পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
নিরন্তর শুভকামনা।

৫| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: যশোরের মধুরিমা হাজার বছর ধরে আমি খুঁজেছি তোমাকে। দেবেনাকো ধরা তুমি এখনো আমাকে? তবে কেন এমন ছিনিমিনি খেলো আমার হৃদয়কে নিয়ে। জেনে রাখো শুধু জীবন নয়, মৃত্যুর পরও আমি তোমাকেই খুঁজে যাবো...
কবি হৃদয়ে মধুরিমা যে ভালোবাসার অনল প্রজ্বলিত করেছে তার দীপ্ত শিখা বয়ে চলুক জীবনভর...

১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন:



আহা! কাব্যিক মন্তব্যে মনটা ভরে গেলো প্রিয় দাদা।তবে মধুরিমার বাড়ি যশোরে সেটা কেন মনে হলো? মধুরিমার বাড়িতো যশোরে নয়।

নিরন্তর শুভকামনা।
#আচ্ছা বলে দিচ্ছি মধুরিমার বাড়ি.............মধুরিমার সমগ্র কবিতা পড়ে দেখুন মধুরিমার বাড়ি খুঁজে পাবেন। কবিতায় লেখা আছে।

৬| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৫১

অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার কবিতা।
ভালো থাকুক মধুরিমা, ভালো থাকুক কবি।
শুভ কামনা সবসময়

১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৫

ইসিয়াক বলেছেন:



পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো কবি।
ভালো থাকুন সবসময়।

৭| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৫

অজানা তীর্থ বলেছেন: মধুরিমার জন্য শুভকামনা থাকলো।

২০ শে জুন, ২০২০ ভোর ৬:৩৪

ইসিয়াক বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন সবসময়।
নিরন্তর শুভকামনা।

৮| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:৩০

নেওয়াজ আলি বলেছেন: রোমান্টিক কবিতা । মধুরিমা ভালোবাসা তোমাকে এই করোনা কালে

২০ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৯

ইসিয়াক বলেছেন:




হা হা হা .......।শুভকামনা রইলো মহী ভাই।

৯| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৮

ইসিয়াক বলেছেন:





পাঠে মন্তব্যে ও লাইকে অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
শুভকামনা।

১০| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:১৮

বিজন রয় বলেছেন: "মধুরিমা" নামটি খুব মিষ্টি। তাকে নিয়ে কবিতাগুলো আরো মিষ্টি লাগে।
+++++

আপনার কবিতায় টুকরো টুকরো অনুভূতিগলো মনকে আগলে রাখে।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯

ইসিয়াক বলেছেন:





মন্তব্যে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম প্রিয় দাদা।
নিরন্তর শুভকামনা রইলো।

১১| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: লিখবেন। লেখা থামাবেন না। মধুরিমা থাকুক।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯

ইসিয়াক বলেছেন:





ঠিক আছে বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.