নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তুমি হাত ধরবে বলে,
আমি ধরিনি হাত কারো।
তুমি চোখে চোখ রাখবে বলে,
আমি রাখিনি চোখ কারো চোখে।
এখন তুমি যদি মন ঘুরিয়ে নাও,
নতুন না'য়ে মাঝি হতে চাও।
সে তোমার ইচ্ছা।
তবে আমায় বেইমান হতে বলোনা,
আর আমায় অপমানও করোনা।
তুমি ভালো না বাসতে পারো
সে তোমার স্বাধীনতা।
তবে আমায় আঘাত করার স্বাধীনতা আমি
তোমায় দেবো না।
আঘাত দেবার অধিকার তারই থাকে
যে ভালোবাসে।
যেহেতু তুমি আমায় ভালোবাসো না,
সেহেতু তুমি আঘাত দেবার যোগ্যতা রাখোনা।
২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ মহী ভাই
২| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ঝামেলা বিহীণ।
২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ
৩| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।অভিমানি কবিতা ।
২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো প্রিয় সেলিম ভাই
৪| ২০ শে জুন, ২০২০ রাত ১০:৫২
বিজন রয় বলেছেন: ভালবাসলে অনেক সময় আঘাত পেতে হয়।
অবিরাম লিখে চলেছেন।
চলুক!!
২১ শে জুন, ২০২০ ভোর ৬:০২
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
শুভসকাল।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২০ দুপুর ১:৫৩
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা।