নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সোহাগি কইন্যা

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৭


কোনবা কাজে যাওগো কইন্যা
একটু ফিইরা চাও।
কথা না কইলেও একটু হাসি দাও।

ও সোহাগী কইন্যা লো এইবা পথে যাও।
যাইবার কালে আমার হাতের এক খিলি পান খাও।

ঝুলনের মেলায় যাইবা নাকি?
কিইন্যা দিমু চুড়ি।
চাইলে আমি দিতে পারি লাল ডুরে শাড়ি।

ও সোহাগী কইন্যালো কওনা ক্যান কথা?
যাইবার কালে কমাইয়া যাও
আমার মনের ব্যথা।

লোকে তো আমারে কয় তুমি নাকি মায়া,
তোমার প্রেমে লুকাইয়া আছে ব্যর্থতারই ছায়া।

কইন্যা তুমি আইসো কাছে বইসোগো মোর পাশে,
জীবন আমার ভরাইয়া দাও মধুর পরশে।

আইসোগো সোহাগী কইন্যা বইসো গো পাশে
মন যৌবন স্বার্থক হউক তোমায় ভালোবেসে।

ছবিঃ গুগল থেকে

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ রাত ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: সোহাগী কইন্যা লইয়া কই যান? এখন করোনা কালে মেলায় যাওয়া ভালো হইবো না মিয়া।
তবে কইন্যার রূপে মুগ্ধ না হইয়া পারিনা‌।

২০ শে জুন, ২০২০ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন:




ইশশ......বৌদিরে কিন্তু কইয়া দিমু :-B

২| ২০ শে জুন, ২০২০ রাত ৮:০৬

শায়মা বলেছেন: সোহাগী কইন্যার ছবি দেখে তো আমার আবার পেন্সিল স্কেচের ইচ্ছা জাগছে ........

২০ শে জুন, ২০২০ রাত ৯:০৮

ইসিয়াক বলেছেন:





আপু তাহলে একটা পেন্সিল স্কেচ হয়ে যাক।
নিরন্তর শুভকামনা রইলো।

৩| ২০ শে জুন, ২০২০ রাত ৮:৫৯

লাবনী আক্তার বলেছেন: সোহাগী কইন্যা ! নামটা সেই সুন্দর হইছে!

২০ শে জুন, ২০২০ রাত ৯:০৯

ইসিয়াক বলেছেন:




লাবনী আক্তার আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

৪| ২০ শে জুন, ২০২০ রাত ৮:৫৯

অজানা তীর্থ বলেছেন: সহজ সরল সুন্দর।

২০ শে জুন, ২০২০ রাত ৯:১০

ইসিয়াক বলেছেন:





পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা।

৫| ২০ শে জুন, ২০২০ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: কবিতায় সুন্দর একটা সুর দিলে দারুন একটা গান হয়ে যাবে।

২০ শে জুন, ২০২০ রাত ৯:২১

ইসিয়াক বলেছেন:



এইটা গান হিসেবেই লিখেছি বন্ধু্।বাহ! আপনি ঠিক ধরে ফেললেন।

৬| ২০ শে জুন, ২০২০ রাত ৯:৪১

আমি তিতুমীর বলছি বলেছেন:



আমার কন্ঠ সুন্দর হলে এই গানটি গাইতে পারতাম।
খুবই চমৎকার হয়েছে আপনার গীতিকবিতাটি।

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:২০

ইসিয়াক বলেছেন:




অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো অনুপ্রেরণামূলক মন্তব্যে।
শুভকামনা।

৭| ২০ শে জুন, ২০২০ রাত ১০:২৬

বিজন রয় বলেছেন: এটি একটি গান হতে পারে।
পরিচিত কেহ থাকলে তাকে দিয়ে সুর করাতে পারেন।

নাহলে শায়মা আছে, তাকে দিয়েও করাতে পারে।

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:২৩

ইসিয়াক বলেছেন:



এরকম আরো কয়েকটি গান লিখেছি প্রিয় দাদা।
হয়তো ভবিষ্যতে কেউ সুর দিলেও দিতে পারে।
আমার এই গীতিকবিতায় কি শায়মা আপু সুর দেবেন? দিলে তো আমি ধন্য হয়ে যাবো।
দেখা যাক।
নিরন্তর শুভকামনা।

৮| ২১ শে জুন, ২০২০ রাত ১২:১১

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর কথামালা

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:২৪

ইসিয়াক বলেছেন:

সবসময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় মহী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.