নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি নিয়ে দুটি কবিতা

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৬


[১]
ঝরঝর বৃষ্টি এলো আষাঢ় গগনে,
দুলে ওঠে প্রাণ মন চঞ্চল পবনে।

কতদিন দেখিনি এমন বারি বরষণ,
চিত্ত আকুল হলো সিক্ত তনু মন।

মেঘের আঁধারে লুকায় যত পাপ পঙ্কিলতা,
কাব্য হয়ে উঠলো ফুটে মনের কথকতা।

তৃণলতা সাজলো ওই, নানা বর্ণিল সাজে,
বৃষ্টির আহ্বানে ফুলকলি ফোটে লাজে।
[২]
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
টিনের চালে, তালে তালে।

বৃষ্টি এলো নতুন সাজে,
সপ্ত সুরে বীনা বাজে।

বৃষ্টি এলো দূর পাহাড়ে,
স্বপ্ন ফোটে মন বাহারে।

বৃষ্টি এলো ভালোবেসে
প্রিয়ার মিঠে প্রেম পরশে।

বৃষ্টি এলো টগবগিয়ে
মাতাল প্রেমের স্বপ্ন নিয়ে।

বৃষ্টি এলো বৃষ্টি এলো
নবরাগের সৃষ্টি হলো।

বেশ তো হলো বৃষ্টি এলো
আবার শুভদৃষ্টি হলো।

ছবিঃ গুগল থেকে

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: দুটোতে দু'রকম ফ্লেভার, দুটোই সুন্দর।

শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:০৩

ইসিয়াক বলেছেন:





ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
নিরন্তর শুভকামনা রইলো প্রিয় দাদা।

২| ২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভদৃষ্টিতে শুভকামনা ।

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:০৪

ইসিয়াক বলেছেন:




পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
শুভবিকাল।

৩| ২১ শে জুন, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: চমতকার হয়েছে।
ভাষা সুন্দর।

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:২৯

ইসিয়াক বলেছেন:





বাহ! অনুপ্রাণিত হলাম বন্ধু।

৪| ২১ শে জুন, ২০২০ রাত ৯:০৮

নেওয়াজ আলি বলেছেন: মনোহর  লেখনী ,  মুগ্ধ ।

২২ শে জুন, ২০২০ ভোর ৬:২৯

ইসিয়াক বলেছেন:




ধন্যবাদ মহী ভাই।

৫| ২২ শে জুন, ২০২০ ভোর ৬:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া ।।
যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি ।।
এখনো বসে আছি হারানো খেলা ঘরে

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

- চিত্রা সিং

২২ শে জুন, ২০২০ ভোর ৬:৩৪

ইসিয়াক বলেছেন:





আমার প্রিয় গান।
ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.