নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আবদার

২২ শে জুন, ২০২০ ভোর ৬:২১



নয়ন মেলে দেখবো তোমায়
এইটুকু ছিলো সাধ।
ছোট্ট এই চাওয়াতে তুমি
দেখলে অপরাধ।

থানা পুলিশ করতে পারতে
অথবা জেল জরিমানা।
তা না করে সোজা সাপটা
হৃদয়ে দিলে হানা।

তোমায় নিয়ে সময় কাটাবো
নির্জন সমুদ্র সৈকতে।
হাজার স্বপ্নের জাল বুনলাম
নক্ষত্র বিছানো রাতে।

তুমি এসে বললে হেসে
আচ্ছা সেয়ানা তো।
কি মনে হয় বিকারগ্রস্থ?
ঠিক তোমার মতো?

বিকল্প সুযোগ পাবার আশায়
হলাম বাগানের মালি।
তুমি বললে ওসব নাকি
আশার গুড়ে বালি।

একটু না হয় সুযোগ দিতে
সাথে কিছুটা প্রশ্রয়।
প্রিয়জনকে সুযোগ দিলে
কি আর এমন হয়?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২০ ভোর ৬:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




মহা বিপদ!
সমুদ্র সৈকত লকডাউনে নির্জন জনমানবহীন অবস্থায় আছে। হোটেল রেষ্টুরেন্ট সব বন্ধ। তারপরও থাকার ব্যবস্থা একটা না একটা হয়ে যাবে তবে খাবারের কোনো ব্যবস্থা নেই - এটি মনে রাখতে হবে।

২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৫

ইসিয়াক বলেছেন:





দরকার হলে শুকনো খাবার নিয়ে যাওয়া যেতে পারে।
ইচ্ছা থাকলে উপায় হয় ;)
মন্তব্যে ভালো লাগা প্রিয় মাহমুদ ভাই।

২| ২২ শে জুন, ২০২০ সকাল ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।

২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন:




অনেক অনেক ভালো লাগা জানবেন প্রিয় সাজ্জাদ ভাই।
শুভবিকাল।

৩| ২২ শে জুন, ২০২০ সকাল ৮:২৫

তারেক_মাহমুদ বলেছেন: বাহ, সুন্দর ছড়া লিখেছেন

২২ শে জুন, ২০২০ বিকাল ৫:০৪

ইসিয়াক বলেছেন:




পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো তারেক মাহমুদ ভাই।

৪| ২২ শে জুন, ২০২০ দুপুর ১২:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ছন্দে সুন্দর কবিতা। যার জন্য লিখেছেন সে যেন পড়ে এই কামনা করছি।

২২ শে জুন, ২০২০ বিকাল ৫:০৭

ইসিয়াক বলেছেন:





আমি তো আমার জন্য লিখি। যা মনে আসে তাই লিখি। লিখে আনন্দ পাই। আপনারা পড়েন তাতে আমি নিজেকে ধন্য মনে করি। আমি সামান্য মানুষ, অতি সামান্য মানুষ। আপনারা ভালোবেসে আমায় উৎসাহ দেন আমি সত্যি সামু সহ ব্লগে সব ব্লগারের প্রতি কৃতজ্ঞ।
নিরন্তর শুভকামনা রইলো।

৫| ২২ শে জুন, ২০২০ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: শিরোণাম দিয়েছেন আবদার অথচ 'আবদার' শব্দটি কোথাও ব্যবহার করেন নি।

২২ শে জুন, ২০২০ বিকাল ৫:০৮

ইসিয়াক বলেছেন:




সবসময় সব কথা কি বলে দিতে হয় বন্ধু। পুরো কবিতাতেই তো আবদার ঝরে পড়ছে।

৬| ২২ শে জুন, ২০২০ দুপুর ২:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর আবদার।
পোস্টে লাইক।

শুভেচ্ছা রইলো।

২২ শে জুন, ২০২০ বিকাল ৫:০৯

ইসিয়াক বলেছেন:
সবসময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।

৭| ২২ শে জুন, ২০২০ দুপুর ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: মাধুর্যমণ্ডিত লেখা।

২২ শে জুন, ২০২০ বিকাল ৫:১১

ইসিয়াক বলেছেন:



ভালো থাকুন মহী ভাই। যায় যায় দিনের লেখাগুলো সামুতে পোস্ট দিলে পারেন। দিন না, আমরা পড়ি। যায় যায় দিনের বিশেষ সংখ্যাগুলো আমার সবচেয়ে বেশি প্রিয় ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.