নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

থাকো তুমি বুকের মাঝে

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬


তোমায় নিয়ে দেয়ালিকা লিখবো,
কিন্তু দেখাবো না কাউকে।

তোমার ছবি আঁকবো বেদনার নীল ক্যানভাসে,
কিন্তু প্রদর্শিত করবো না কোথাও।

তোমার স্মৃতি বুকে আঁকড়ে রাখবো,
কিন্তু প্রকাশ করবো না কখনো,
থাকো তুমি বুকের মাঝেই,
তুমি যে একান্তই আপনার।

থাক সবটুকু গোপন থাক তোমার আমারই মাঝে।
যা ছিলো একান্ত শুধু তোমার আমার
তা অপ্রকাশিতই থাক।

দুরে গেছো কেমন আছো প্রিয়তমা?
আমায় কি খুঁজতে আসো নক্ষত্রবেশে।

আমি কিন্তু তোমায় খুঁজে ফিরি
নিশি করি ভোর প্রতিটি রাত্রি।

জানো তো খুব বেশি কষ্ট হয়
মেঘলা আকাশের রাত্রিতে।
মনে হয় চির বিচ্ছেদ হয়ে গেলো বুঝি।

অবশেষে আকাশ আবার যখন চোখ মেলে
তখন শান্তি ফিরে আসে বুকে।

ভালো থেকো প্রিয়তমা নক্ষত্র হয়ে আকাশের বুকে।
আমি প্রতি রাতে আসবো তোমায় দেখতে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৫

ইসিয়াক বলেছেন:

পাঠে মন্তব্যে লাইকে কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
শুভকামনা।

২| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রিয়তমারা ভালো থাক।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন:
ঠিক, সবাই ভালো থাকুক।
শুভকামনা ভাইয়া।

৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: আমার মনের কথাগুলি যেন।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন:


কবিতা পড়ার প্রহর আপনাকে আমার ব্লগে স্বাগতম।
বাহ! জেনে ভালো লাগলো আপনার মনের কথাগুলো আমি কবিতাতে ফুটিয়ে তুলতে পেরেছি।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।

৪| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:১৪

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর উপস্থাপন ,অনেক ভালোলাগা রেখে গেলাম

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৫

ইসিয়াক বলেছেন:

ধন্যবাদ মহী ভাই।

৫| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আবেগ মাখা কবিতার জন্য
কবিকে ধন্যবাদ

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৬

ইসিয়াক বলেছেন:




পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো নুরু ভাই্
নিরন্তর শুভকামনা।

৬| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। সুন্দর ভাষা। মধুরিমা এই কবিতা পড়লে কেদে ফেলবে।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৬

ইসিয়াক বলেছেন:



হা হা হা.......

৭| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১:৫৬

কল্পদ্রুম বলেছেন: কবিতা ভালো লেগেছে।আচ্ছা, কোনটা বেশি গভীর?প্রকাশিত ভালোবাসা না কি অপ্রকাশিত ভালোবাসা?

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

ইসিয়াক বলেছেন:



জটিল প্রশ্ন? সেভাবে ভেবে দেখিনি তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.