নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

স্পর্শে স্পর্শে শিহরিত হব নিজেদের প্রণয়ে

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯


খুলেছি মনের দখিনা দুয়ার,
জল জোছনার রাত।
প্রিয়তমা,
তুমি কি ব্যস্ত? আসবে?
কিছুটা সময় হবে কি আমার জন্য?
শুধুমাত্র আমার জন্য।

চেয়ে দেখো বাহিরপানে
কি অপার্থিব,
অদ্ভুত মায়াময় চারিধার।
অসম্ভব মন কেমন করা মধুময় লগন।

বিশ্বাস করো,
মন চাইছে তোমার পাশে কাটাই কিছুটা সময়,
তোমার নিঃশ্বাসে ফেলি আমার সকল নিঃশ্বাস।
কোন কথা নয়,
শুধু তোমার চোখে রাখতে চাই আমার দুটি চোখ,
পলকহীন প্রেমানুভবে জড়াতে চাই দুজন দুজনকে।

মাঝ রাতে চাঁদ যখন জোছনা ঝরায়,
তখন যে কইতে নেই কোন কথা।
শুধু অনুভব করতে হয় অনুভূতি দিয়ে তার ভালোবাসা।
জানো নিশ্চয়।

মেঘ রঙা শাড়ী পড়ে চলে এসো,
বিছিয়ে খোলা আঁচল,
খুব সাজের তেমন আর কোন প্রয়োজন নেই,
হোক আলুথালু কেশ বা অবিন্যস্ত পোশাক,
আমি প্রেমিক চোখে সাজিয়ে নেবো তোমায়,
ঠিক যেমনটি আমার চাই।

এসো প্রিয়তমা,
তুমি শরতের কাশফুল হয়ে এসো।
ফুটবে এসো সাদা কমলা শিউলি হয়ে আমার মনের গহীনে।
আমরা কেবলই গভীর গোপনে নিরবে নিশব্দে
স্পর্শে স্পর্শে শিহরিত হব নিজেদের প্রণয়ে।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতার টাইটেল দেখে লজ্জা পেয়ে আর পড়ি নাই। অভয় দিলে পড়ব।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৮

ইসিয়াক বলেছেন:

কবিতায় খারাপ কিছু নাই। অবশ্যই পড়তে পারেন। আমি সেই ধরনের কবিতা লিখি না যা সবাই মিলে পড়তে পারেনা।
শুভকামনা সবসময়।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


করোনায় ছাত্রদের অবস্হা কি, কি পরিমাণ শিক্ষক বেতন পাচ্ছে না, কি পরিমাণ বাচ্চা অনলাইনে পড়ছে?

শিক্ষকরা কি প্রেম নিয়ে ব্যস্ত আছেন করোনা্য?

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৪

ইসিয়াক বলেছেন:


#করোনায় অনেক বাবা মা তাদের সন্তানদের নিজে অথবা শিক্ষক রেখে পড়াচ্ছেন। আবার অনেক বাবা মা বলতে চাইছেন যে এক বছর না পড়লে কি হয়? সেসব বাচ্চারা পড়ছে না।
প্রাইভেট স্কুল বাদে সরকারী স্কুলে অনলাইনে পড়াশোন হচ্ছেনা বিশেষ করে জেলা শহরগুলোতে। তবে আমার এ ব্যপারে জানার সীমাব্ধতা থাকতে পারে।
#হা হা হা কি যে বলেন, প্রেম ছাড়া কি জগত চলে, সেই হিসাবে তো প্রেমহীন থাকা মানে তো .....

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



এই কবিতাটা আপনার লেখা নয়, আপনার লেখার সাথে ইহার মিল নেই।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৭

ইসিয়াক বলেছেন:

এই কবিতা বেশ কদিন আগে লেখা। এবং আমার নিজের লেখা ,আমি কারো কবিতা ধার বা চুরি করি না।আর আমি শুধু আমার কবিতা সামুতে না অন্য ব্লগ ও বিভিন্ন ফেস গ্রুপে পোস্ট দেই।
আমার নিজে যা ভালো লাগে তাই লিখি। তবে এখন একটা কবিতাতে অনেক সময় দেই। লিখেই পোস্ট দেই না। শুভকামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩০

ইসিয়াক বলেছেন:
আপনি চাইলে এরকম আরো কবিতা পোস্ট করা হবে।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৮

ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইলো।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

মা.হাসান বলেছেন: কাহারো জন্য কাহারো সময় নাই। বেশি শিহরন ভালো নহে।

কবতে অনুপম হইয়াছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৯

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ মা হাসান ভাই।তবে একটা কথা হচ্ছে আপনি কবিতা প্রেমি হলেন কবে থেকে ;) ?

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

শোভন শামস বলেছেন: চমৎকার হয়েছে

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩০

ইসিয়াক বলেছেন:

ভালো লেগেছে জেনে ভালো লাগলো।শুভকামনা।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "আপনি চাইলে এরকম আরো কবিতা পোস্ট করা হবে। "

-ধন্যবাদ, করোনা আপনার কবিতায় আশির্বাদ রেখেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪

ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ।আপনার ভালো লাগা আমার কাছে আলাদা রকমের স্বীকৃতি। এ কথাটা মনে হয় আমি অনেক আগে একবার বলেছিলাম।
শুভকামনা সবসময়।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪

মা.হাসান বলেছেন: একটা কথা হচ্ছে আপনি কবিতা প্রেমি হলেন কবে থেকে

আমি আর ভুয়া মফিজ ভাই দুই জনে মিলে সামনের বই মেলায় একটা কবিতার বই বাহির করবো ভাবতেছি। সময় বাহির করাই মুশকিল। আমাদের জন্য শুভ কামনা রাখবেন কিন্তু।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৬

ইসিয়াক বলেছেন:

ওয়াও ! সূর্য কোনদিক থেকে উঠলো।শুনে ধন্য হলাম।
শুভকামনা সবসময়।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি পড়ে আনন্দিত!

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৯

ইসিয়াক বলেছেন:

শুভকামনা রইলো প্রিয় ব্লগার।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১

নেওয়াজ আলি বলেছেন: মনোলোভা কথার চয়ন।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



শুনেছি নিঃসঙ্গ কবির ব্যক্তি জীবনের দুঃখ-দুর্দশা
তাকে প্রেমের কবিতা রচনায় উদ্বুদ্ধ করে।
কবিতার সাথে যেন প্রেমের এক অবিচ্ছেদ্য সম্পর্ক
নাকি প্রেমের সাথে কবিতার সম্পর্ক তা এক বিরাট ভাবনার ব্যপার।
কেউ যদি মনে-প্রাণে, ধ্যানে-জ্ঞানে কবি হন তবে তো কথাই নেই।
তাইতো দেখি কবিরাই প্রেমের কবিতা লেখাতে বেশি মনোযোগী হন।
বিশ্ব কবি রবি ঠাকুর ও বলেছেন -
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
চলবে না।
এবার হৃদয় মাঝে লুকিয়ে বোসো,
কেউ জানবে না, কেউ বলবে না।

এমন হলে মনে হয় প্রেমের কবিতা কাওকে
আর লেখার প্রয়োজন হবেনা।
প্রেমাস্পদ হৃদয় মাঝে লুকিয়ে রবে
কেও তা জানবেনা ।
শুধু মনে মনে বলবে
যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।

কবিতা সুন্দর হয়েছে। পাঠে মুগ্ধ

শুভেচ্ছা রইল

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪২

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামান রইলো প্রিয় ব্লগার।
শুভসকাল

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: জাস্ট গ্রেট!
বড়ই আনপ্রেডিক্টেবল কবি।কখনও প্রত্যাশায় আকাশে তোলে কখনোবা ভূমিতে আছাড় মারে। চমৎকার কাব‍্যে ভালো লাগা।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৩

ইসিয়াক বলেছেন:



হা হা হা মানুষের জীবনটাইতো আনপ্রেডিক্টেবল।
শুভকামনা প্রিয় দাদা। আপনার ধারাবাহিকের পরবর্তী পর্ব কই?

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা। ঝামেলা বিহীন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৩

ইসিয়াক বলেছেন: কিন্তু জীবন তো জটিল।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: আপনা রকবিতার ভাষা হয় সহজ সরল।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৪

ইসিয়াক বলেছেন: হয়তো।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: বন্ধু আপনি কোথায়?
আজ তো শুক্রবার।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৫

ইসিয়াক বলেছেন: ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে বাচ্চাদের সাথে ফাইটার ফাইট খেলা করছিলাম। খেলবেন? খুব মজার খেলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.