নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

হোক প্রতিবাদ

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৯


অস্থির সময়ের পাজর ছুঁয়ে
নেমে এসেছে নিঃস্তব্ধ নিকষ কালো বিত্রস্ত অন্ধকার।
মশান গ্রাস করেছে সুশোভিত চন্দ্রকে।

অতল আঁধারের স্নেহাশিসে সুযোগ সন্ধানীরা জন্ম দিচ্ছে যত পাপাচার।
ক্রমাগত দিয়েই চলেছে এক একেকটি পাপের জন্ম।
নতুন মোড়কে নতুন নামে।

যেন এটাই চিরন্তন এবং কাঙ্ক্ষিত।

হায় বিধাতা!
আর কত পাপ হলে পাপের কলস হবে পূর্ণ।
না হোক পূর্ণ পাপের ঘড়া,
আর নয় নিয়তির উপর দায়ভার চাপাবার খেলা।
অনেক তো হলো
আর অন্যায় সইবার সময় বা সুযোগ কোথায়?
এবার তবে হোক প্রতিবাদ।

হে দলিত,
তোমায় আজ অনুরোধ নয় আদেশ করছি।
হও প্রতিবাদী,
হও রণরঙ্গিনী দূর্বার।
হও দুরন্ত,উত্তাল ।
অন্যায় গোপন করার অভ্যাস করো পরিত্যাগ।
আর নয় ক্ষমাসুন্দর দৃষ্টি।
আর নয় মায়ামমতা প্রদর্শন পূর্বক দয়া ভিক্ষা।

পচনশীল সমাজে রন্ধ্রে রন্ধ্রে হতে
তীব্র উচ্চারণে উচ্চারিত হোক তোমাদের সুতীব্র প্রতিবাদ।
প্রতিধ্বনিত হোক সেই আওয়াজ
টেকনাফ থেকে তেঁতুলিয়া অবধি গগনবিদারী ধ্বনিতে।
অসাম্প্রদায়িক ঐক্যের পতাকাতলে।

এখন গ্রহণকাল।
ঠুনকো অজুহাতে তোমায় ছোবল মারতে পারে
নিষ্ঠুর হায়েনার দল।
ছলে বলে নানা কূট কৌশলে।
তাই বলে ভয় পেলে চলবেনা কিছুতেই।

জেনে রেখো,
যদি লক্ষ্য থাকে অটুট তবে দেখা হবে বিজয়ে।
দুষ্টের দুর্জনের ছলনার অভাব হয় না।
তারা বহুরূপী।

মনে রেখো,
তারা রৌদ্রজ্জ্বল পবিত্র আলোকিত দিনেও
অস্থির রকমের নির্লজ্জ, বেহায়া ও অসংযত ।

তারা ধর্মান্ধ, তারা কুসংস্কারচ্ছন্ন।
তারা ক্ষমতার দম্ভে দাম্ভিক ,
তারা কু রিপুর তাড়নায় বিকারগ্রস্ত।
তারা নিষ্ঠুরতার, নির্মমতার একনিষ্ঠ পূজারী।
তারা একেকজন সাক্ষাৎ রাবনের প্রেতাত্মা।
মানুষরূপী এইসব অবাঞ্ছিত কীটের তান্ডব নৃত্য,
আজ চতুর্পাশে।

পথ ঘাট মাঠ প্রান্তর লোকালয় স্কুল, পার্ক খেলার মাঠ।
কোথায় নেই তাদের অশুভ বিচরণ?
সমাজে প্রতিটি কোন আজ অযাচিত বিষাক্ত নর্দমার কীটে পরিপূর্ণ।

তারা লালায়িত, তারা লোভাতুর, তারা কামার্ত
তারা নৃশংস এবং তারা নির্মম।
তাদের বিষ নিঃশ্বাসে আজ আকাশ বাতাস সর্বত্র পরিপূর্ণ।
এই সমাজ আজ অসহায় নিশ্চল তাদের দোর্দণ্ড প্রতাপে ।

দায়িত্বের অবহেলা জনিত কারণে
আজ সর্বত্র নানা বেশে নানা রূপে বহুমুখী অসুরের উত্থান।
ওই অসুরদের।
ওই নরকের কীটদের।
ওই নরপিশাচদের।
কোন মা নেই _
কোন বোন নেই_
তাই বুঝি
নারী মাত্র তাদের দৃষ্টিতে শুধু দমন পীড়নের সামগ্রী।
কাম লালসার পান পাত্র।

ওরা জন্মায়নি কোন মায়ের জঠরে।
ওরা যে ইবলিশের হাতে গড়া জারজ আত্মা।
আর কত বার দেয়ালে ঠেকলে পিঠ
ঘুম ভাঙবে?
জাগো জাগো মাগো,
জাগো বোনেরা।
জাগো দেশবাসী।

এসো সামিল হও প্রতিবাদ মিছিলে।
তৈরি হও বিবেকবোধ,মূল্যবোধহীন সমাজের
সমস্ত অব্যবস্হাপনাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার যুদ্ধে
অংশগ্রহনের জন্য।
এসো পুরানো নিয়ম জাল ছিড়ে, নতুনের প্রয়োজনে।
এই সব ইবলিশের প্রেতাত্মা নিধনে।

© রফিকুল ইসলাম ইসিয়াক
ফুটনোট - বিত্রস্ত -অতিশয় ভীত।
মশান-অপরাধীদের বধ্যভূমি।

মন্তব্য ২৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯

নেওয়াজ আলি বলেছেন: ধিক্কার ও ঘৃণা জানাই জানোয়ারদের

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: অবশ্যই মহী ভাই। আর সহ্য করা যায় না । এই সব অপরাধীদের বিচারহীনতায় সাধারণ মানুষ আজ অতিষ্ট। বিশেষ করে মা বোনদের নিয়ে সমাজে বাস করার মতো নেই আর। কে কখন এই সব হায়েনাদের আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয় কেউ বলতে পারবে না। আর এদের কাছে শিশু ,কিশোরী মধ্যবয়স্কা,বৃদ্ধা কেই নিরাপদ নয়। এরা কিন্তু গুটি কয়েক লোকজন। তাই আসুন হাতে হাত রেখে প্রতিবাদ করি। আমরা সবাই একত্রিত হলে এই সব নরকের কীটদের দমন করা সম্ভব। শুধু চাই সদিচ্ছা।

২| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন:
বেশ! প্রতিবাদের নামে, হোক কলরব।

দারুণ দ্রোহের পরিচয় পেলাম।‌

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা রইলো প্রিয় দাদা।
তবে আসুন হাতে রাখি হাত। আমরা ঐক্যবদ্ধ হয়ে এইসব পাষন্ডদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
হোক প্রতিবাদ।

৩| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৫

ঢুকিচেপা বলেছেন: “ হে দলিত,
তোমায় আজ অনুরোধ নয় আদেশ করছি।
হও প্রতিবাদী,
হও রণরঙ্গিনী দূর্বার।
হও দুরন্ত,উত্তাল ।”


খুব সুন্দর আহ্বান।

নতুন কম্পিউটার নিয়েই দেখি বড় সাইজের হুংকার .....

০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:০১

ইসিয়াক বলেছেন: কবিতাটি ক’দিন আগে লিখেছিলাম। কম্পিউটার নষ্ট হওয়ার কারণে ব্লগে দিতে পারি নি।
মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা রইলো।

৪| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০

রামিসা রোজা বলেছেন:
প্রতিবাদী কবিতায় অনন্য ভালোলাগা ।
লজ্জা ও ধিক্কার জানাই সেই সমস্ত নরপশুদের ।
ধন্যবাদ আপনাকে ।

০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু শুভকামনা রইলো ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৫| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন কবিতাই উচ্চারিত হোক সকল কবির মুখে।এখন জেগে উঠার সময় হয়ে গেছে”,জাগো বাহে কোনঠে সবাই”

০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন: জাগো বাহে কোনঠে সবাই

৬| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:১৯

শেরজা তপন বলেছেন: কবিতাটা দু'বার পড়লাম! সংক্ষেপে বলি; ভাল লেগেছে

০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৪

ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
কৃতজ্ঞতা রইলো ভাইয়া্।

৭| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ফেসবুকে বিভিন্ন গ্রুপে লেখা দেন ঠিক আছে। তার জন্য ব্লগে দিবেন না কেন? ব্লগের পাঠক কি অবহেলিত?

০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছিলো তাই এই ক’দিন ব্লগে আসতে পারিনি।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:৩৯

মা.হাসান বলেছেন:

এত বড় দুনিয়ায় কোথায় কি হচ্ছে তা নিয়ে দুশ্চিন্তা করার কি দরকার? আমাদের দেশে আমরা তো সকলে ভালো আছি। এসব না লিখে উন্নয়নের কবিতা লিখেন। কোথায় কোথায় বাতাবি লেবুর বাম্পার ফলন হয়েছে তা নিয়ে লেখা যায়। আমার প্রতিভা নাই বলে লিখতে পারতেসি না। না হলে আমিই লিখতাম।

০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২১

ইসিয়াক বলেছেন: মন্তব্য পড়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না.............

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:৪৪

রাকু হাসান বলেছেন:

সুন্দর বলব।সুন্দর হয়েছে।

০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
কৃতজ্ঞতা রইলো।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৭:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গতকাল এক কবির পাশে ছিলাম অনেকক্ষণ। বয়সের ভার আর অসুস্থতায় বিছানা থেকে উঠাই তার জন্য কষ্টকর। উনার পান্ডুলিপি থেকে একটা প্রবন্ধ ও কিছু কবিতা নিয়ে উনি আলোচনা করলেন। যেখানে উনি নিজ মৌলিকত্ব থেকে জাতীয় সমস্যা সমাধানে ব্যপক কথা তুলে ধরেছেন। যা আমাদের আজকালকার কোন প্রকাশক এতো সহজে প্রকাশ করবে না। হাজারবার ভাবার পরেও প্রকাশ করতে চাইবে না। কারণ অপশক্তির কাছে সত্য প্রকাশে নিজের দূর্বলতা। আর এটাই বাস্তবতা। এই বাস্তবতার কাছে সকলেই বন্দী; বিশেষত লেখক সমাজ। বাক স্বাধীনয় হরণের কারণে জাতীয় স্বার্থ নিয়ে এখন খুব খুবই অল্প সংখ্যক লেখক লেখা লেখি করেন। তাও আবার নির্ধারিত গণ্ডীর ভেতরে থেকে।
এমন সময়ে আপনার কবিতাটি আসলেই অনেক প্রশংসার।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৯:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিবাদ হোক সমাজের সর্বস্তরে।
ফুট নোটের জন্য ধন্যবাদ। কারন বিএস্ত মানে মনে মনে খুজছিলাম।+++

১২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৩

নীল আকাশ বলেছেন: দ্রোহের কবিতা ভাল হয়েছে।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: এটা নজরুলের যুগ নয়। তাই সামান্য কবিতা লিখে প্রতিবাদ করা যায় না বাহে।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে, ধার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.