![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
কবুল
______
চলে যাবে? যেতে পারো, রাখবোনা আর ধরে।
অধিকারই তো দাওনি,অনুরোধ করবো কি করে?
দুরে যাবে যেতে পারো,তোমার যা মর্জি।
ভালোবেসো, কখনো,জানাবোনা আর্জি।
মুছে দেবে সব স্মৃতি?ইচ্ছে হলে মুছো।
জানতে চাইবোনা কখনো,তুমি কেমন আছো?
মেঘলা আকাশ দেখে কখনো হয় যদি মন খারাপ।
ধরে নেবো সে হয়তো আমার কোন ভুলের পাপ।
তোমার সাথে পরিচয়ই জীবনের বড় ভুল।
জেনেছি আমি মেনেছি আমি করেছি কবুল।
বিষ্ময়
________
বড় বিস্ময়ে অবাক হয়ে ফিরে দেখি,
মনের স্মৃতিপটে।
যত দেখি তত বিষ্ময় জাগে হারানো সে দিনগুলির দিকে তাকিয়ে !
সময় সর্বদা প্রবাহমান ,
অথচ স্মৃতিপটের ফ্রেমে
সময় থেমে আছে কত কত বছর ধরে।
কত রূপ গেছে হারিয়ে,
কত হাজার পরিবর্তন।
হারিয়েছে চেনাজানা কতজন মহাকালের অতলে,
অথচ মানসপটে আটকে যাওয়া সময়ে তারা প্রত্যেকেই জীবিত।
পাষাণী
__________
স্বপ্ন স্বপ্নই থেকে যায়
বাস্তব আর হলো না।
কষ্টের অনল বুকেতে জ্বলে
সে তো আর নেভে না।
কেন তুমি এতোটা নিষ্ঠুর,
কেন এতো পাষাণ?
কি দোষে পোড়ালে বল
সাজানো বাগান।
ছন্নছাড়া
_________
আচমকা,
বুকের মরুতে তুমি হঠাৎ শীতল হাওয়া হয়ে বয়ে গেলে যেন তেড়েফুঁড়ে।
তুমি কি জানো
আমার কাছে এক আকাশ আনন্দ তোমার উদাসী চাওয়া?
যদি কিছু মনে না করো,জানতে সাধ হয়,
কেনগো বালিকা এখনো কারো হওনি?
ছেড়েছো খোঁপা সেই সে কবে এখনো বাঁধোনি।
এতোটা উদাসী হলে কি চলে?
গাঁটছড়া বেঁধে ফেলো কোথাও না কোথাও
বেলা যে বয়ে যায়।
কেমন বিষন্ন মন নিয়ে থাকো দুর পানে চেয়ে।
সত্যি কষ্ট হয় তোমায় দেখে দেখে।
তবে কি তোমায় বেসেছি ভালো।
অবশেষে
তোমার তীরে কি তবে আমার তরী ভীড়লো?
বুঝিনা না কিছু তবে কেন জানি মায়া মায়া লাগে।
তোমায় নিয়ে ভাবনায় অলীক স্বপ্ন মনে জাগে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবিঃ নিজের তোলা
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৬
ইসিয়াক বলেছেন: প্রথমদিন দু'তিনবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছিলাম।সেই কারণে দেরিতে প্রতিমন্তব্যে আসার জন্য দুঃখিত।অসুস্থশরীরে আমার পোস্ট পড়েছেন, মন্তব্য সেটা কতখানি আন্তরিকতা থাকলে সম্ভব তা আমাকে কেউ না বললেও হৃদয় দিয়ে অনুভব করতে পারি। সত্যি কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই আমার।
@আপনি ভালো করেই জানেন প্রিয় দাদা, আমার আবেগ সর্বদা গতিশীল।সেই চলমান আবেগের বিভিন্ন সময়ের কল্পগাঁথা এই কবিতাগুচ্ছ।
আপনার ও আপনার পরিবারের আশু রোগমুক্তি কামনা করছি মহান ঈশ্বরের কাছে।
শুভকামনা রইলো।
২| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
@পদাতিক চৌধুরি ,
আপনার পরিবারের সবাই ভালো অনুভব করছেন?
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৯
ইসিয়াক বলেছেন: দেরিতে মন্তব্যে আসার জন্য দুঃখিত। আশাকরি দাদার পোস্ট থেকে উত্তর পেয়ে গেছেন।
সাবধানে থাকুন।ভালো থাকুন।শুভকামনা।
৩| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু অভিমান, কিছু বিরহ,কিছু স্মৃতি কিন্তু স্বপ্ন।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫১
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন।শুভকামনা।
৪| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪১
নজসু বলেছেন:
সবগুলো ভালো লেগেছে।
পাষাণ অধিকতর ভালো লেগেছে।
লাইক।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৩
ইসিয়াক বলেছেন: প্রিয় নজসু ভাই,
অনেকদিন পরে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
ভালোথাকুন সবসময়।
৫| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: কি সুন্দর কবিতা লিখেছেন। ভাষা সুন্দর। আবেগ আছে।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৫
ইসিয়াক বলেছেন: এখন যদি মন্তব্য করতেন তো এই কথাগুলিই কি লিখতেন?
৬| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: আবেগী কবিতায় ভালোলাগা।
১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার প্রহর ।
ভালো থাকুন সবসময়
৭| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৫০
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা I
১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো মহী ভাই্।
শুভকামনা।
৮| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৬
রাজীব নুর বলেছেন: বন্ধু আপনি কোথায়?
১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৬
ইসিয়াক বলেছেন: এই তো আমি এখানে বন্ধু্। চলে এসেছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: আচ্ছা ওগুলো কি একটা আরেকটার সঙ্গে সম্পর্কীত? কবুলের পরে বিস্ময় দেখে যে আমি বিস্মিত। আর পষাণ হৃদয়ে ছন্নছাড়া হওয়াটা খুবই স্বাভাবিক। সবমিলিয়ে সুখপাঠ্য গুচ্ছ কবিতা ++
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।