নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
জলে পড়েছে চাঁদের ছায়া সেই ছায়ায় তোমার মুখ।
ও মুখ দেখে শুধুই মুগ্ধতা,অসীম অপার সুখ।
কেশ কেন বাঁধোনি বলতো?এলোকেশী হবে তাই?
দেখে দেখে স্বার্থক আমি,বিষ্ময়ে নয়ন জুড়াই।
কাজল দিয়েছো কালো নয়নে আহা মরি মরি!
কেমনে বলতো এতো সৌন্দর্য আমি উপভোগ করি?
ঠোঁট তো নয় যেন টলটলে গভীর সরোবর।
খুব ইচ্ছে করে তার কুলে বাঁধি একটি ঘর।
বলোগো কন্যা, তোমার রূপে কি এমন যাদু আছে?
সব ভুলে কেবলি ছুটি তোমার পিছে পিছে।
এতো কান্ড এই সেরেছে নামটি তো হয়নি জানা।
তুমি হেসে বললে থাক ও পর্ব, থাকুক কিছু অজানা।
©রফিকুল ইসলাম ইসিয়াক
১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৭
ইসিয়াক বলেছেন: চমৎকার কাব্যিক মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় লেখক।
শুভকামনা।
২| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: এই গানটা আপনার জন্য।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৯
ইসিয়াক বলেছেন: সুন্দর
৩| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫
জগতারন বলেছেন:
প্রিয় কবি:
কহিতা ভালোমানছত পাইলাম।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫
জগতারন বলেছেন:
প্রিয় কবি:
কহিতা ভালোমানছত পাইলাম।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় স্বপন।
৫| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৭
জগতারন বলেছেন:
কহিতা = কবিতা।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩০
ইসিয়াক বলেছেন: আমি বুঝেছি ভাইয়া।
৬| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহা! অজানাই থেকে গেল শেষ পর্যন্ত!!
কবিতা ভালো লিখেছেন ভাই।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই্ শুভকামনা।
৭| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭
খায়রুল আহসান বলেছেন: ছবিতা কবিতা দুটোই সুন্দর! +
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৮| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ২:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবিটা কোথাকার জানি না,ছবিটা দেখে একটা স্মৃতি মনে পড়ে গেল।
একবার চুড়ামনকাঠি থেকে ইসলাম পুর হয়ে রানালী গেলাম,কোন রাস্তা নেই চষাক্ষেত দিয়ে।ওখানে আমার কিছু হিন্দু বন্ধু ছিল।দুপুরে খেয়েদেয়ে বললাম আমি ইয়ার পোর্ট যাব।ওরা আমাকে যে রাস্তা দেখাল বিরাট ঘুর পথ।কোন একটা বাজারে যেতেহবে ওখান থেকে ভেনে চুড়ামনকাঠি ,বাসে পালবাড়ী মোড় ওখান থেকে রিকশায় এয়ার পোর্ট।আমি বললাম,সোজাসুজি যাবার কোন রাস্তা আছে কিনা।বলল নেই।
আমি সোজা হাঁটা দিলাম চষাক্ষেদ দিয়ে ইয়ারপোর্টের দিকে।অনেকক্ষন পর হঠাৎ দেখি বিরাট এক বাওর কি সুন্দর শান্ত পানি পড়ন্ত বিকেল।চল্লিশ বছর আগের কথা,এখনো চোখের সামনে স্পষ্ট দেখতে পাই।আপনার দেয়া ছবিটা দেখে মনে পড়ল।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৪
ইসিয়াক বলেছেন: আপনি চৌগাছায় কিভাবে গেলেন? আশ্চর্য!!!!!!!
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৫
ইসিয়াক বলেছেন: আমার দাদা বাড়ি চৌগাছা ,সিংহঝূলী গ্রামের বিশ্বাস পাড়ায়। শহীদ মসিয়ূর রহমান আমার চাচাতো দাদা।
https://www.facebook.com/profile.php?id=100027504906657
৯| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১২
মা.হাসান বলেছেন: ঠোঁট তো নয় যেন টলটলে গভীর সরোবর।
খুব ইচ্ছে করে তার কুলে বাঁধি একটি ঘর।
কূলে ঘর বাঁধবেন কেনো? মাছ হয়ে সরোবরেই চিরকাল সাতার কাটতে থাকেন না
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭
ইসিয়াক বলেছেন: আচ্ছা বলছেন যখন তখন সরোবরে নামলাম ।
১০| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মসিয়ূর রহমান মানে ঐ এলাকার প্রখ্যাত আওয়ামী লীগের নেতা ,যিনি একাত্তুরে পাক আর্মির হাতে সহীদ হন।
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৯
ইসিয়াক বলেছেন: জ্বী! আফসোস জাতি তাকে মনে রাখেনি।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: অজানাই থেকে যাক সব
আর কিছু জেনে যাক লোকে
ভালোবাসা পারবে কি ভোলাতে
যখন মরিব শোকে!