নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
হেমন্তের আকাশ আজ বিষণ্ণতায় ছাওয়া।
এমন বাদল বরিষণে যাবে কি তোমায় পাওয়া?
জানি তুমি ব্যস্ত এখন অন্য কাহার তরে।
সুখ স্বপনের গড়েছো বাসা অন্য অন্তরে।
বেলা শেষে ভাবি এখন কি ছিলো কি ভুল।
কি কারণে ফিরিয়ে ছিলে আমার দেয়া ফুল।
সম্পদ যদি হয়ে থাকে প্রেমের যোগ্যতার মাপ কাঠি।
তাহলে আমি তেমন যোগ্য নই নইকো পরিপাটি।
জেনো,
রিক্ত হলেও আমার প্রেম নয়কো সহজ তুল্য।
হোকনা উপহার এক টাকার, তাও সে অমূল্য।
©রফিকুল ইসলাম ইসিয়াক
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৮
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় মহী ভাই।
২| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! এ যাতনা কি কখনো যাওয়ার নয়?
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪০
ইসিয়াক বলেছেন: এ যে পুষে রাখা যাতনা। যাতনা হারালে কবিতাও হারাবে প্রিয় দাদা
৩| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১০
অধীতি বলেছেন: প্রতিদিনের গল্পরা কবিতায়
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪১
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।ভালো থাকুন।
৪| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রেম কৈরনা দুই জনের মন সমান না হইলে(প্রাচীন পল্লী গীতি)
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৩
ইসিয়াক বলেছেন: আপনি হয়তো আমার এলাকার,জেনে ভালো লেগেছিলো।শুভকামনা।
৫| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: নিজের প্রেমকে মহামানিত্ব করতে চান কেন? জলে ভাসিয়ে দিন।
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন: চলুন এক সাথে জলে ভাসি।
৬| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এতো বিরহের পালা
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন: হা হা হা......শুভকামনা।
৭| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: হেমন্ত কালের বাদল দিনের কবিতা, তাই বোধকরি কবিতায় হেমন্তের হিরন্ময়তা এবং বাদলের বেদনা, দুটোই পাওয়া গেল।
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৬
ইসিয়াক বলেছেন: বসেছিলাম হঠাৎ লিখতে ইচ্ছে হলো।
শুভকামনা জানবেন প্রিয় ব্লগার।
৮| ২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩০
ঢুকিচেপা বলেছেন: “ বেলা শেষে ভাবি এখন কি ছিলো কি ভুল।
কি কারণে ফিরিয়ে ছিলে আমার দেয়া ফুল।”
ইতোপূর্বে বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে ১০৮ টি নীল পদ্ম দেয়ার পরও কেউ কথা রাখেনি আর আপনি এখনো ভাবছেন ?
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৮
ইসিয়াক বলেছেন: ভাবনাও কখনো কখনো সুখের হয় বৈকি।
ভালো থাকবেন।
৯| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০০
মা.হাসান বলেছেন: এক টাকার আর কি দাম আছে?
তবে ভালোবাসার উপহার অমূল্য। যে এই উপহার নিতে আগ্রহী না তাকে জোর করে হৃদয়ে জায়গা দেয়ার দরকার কি?
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০১
নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো লাগল লেখা।