নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এখন সময়টা বড্ড বেশি নিস্তব্ধ।
একাকী।
আনমোনা ও উদাসী।
অনেকটা সময় আগে থেমে গেছে আকাশের কান্না।
তবে এখন কাটেনি তার মুখ ভার।
গাল ফুলিয়ে চেয়ে আছে সকরুণ অভিমান নিয়ে
পৃথিবীর পানে।
সুযোগ বুঝে অভিযোগ জানাতে
দু একটি পাখি ছুটে গিয়েও
ব্যর্থ মনোরথে ফিরে আসছে বারবার তার বুক থেকে।
আজ তার মন ভালো নেই।
আজ অভিমানীর মন ভালো নেই।
কেন এতো অভিমান? কি তার অভিযোগ?
গাছেরা ভাবে,
ফুলেরা ভাবে,
মৌমাছিরা ভাবে,
পাখিরা ভাবে,
ভাবে শ্মশান ঘাটেন টলটলে স্বচ্ছ জলও।
সেই সাথে আমিও ভাবি।
কখন দেখবো রোদ ঝলমলে নীলাভ আকাশ?
কখন হাসবে সূর্য?
কখন আবার প্রকৃতি হয়ে উঠবে
চঞ্চলা হরিনীর মতো।
কখন কাটবে এই নিসঙ্গতা।
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:২৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।
২| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
রাজীব নুর বলেছেন: ব্যস্ত থাকলে নিঃসঙ্গটা কেটে যাবে।
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:২৮
ইসিয়াক বলেছেন: আপনি কি ব্যস্ত?
৩| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নিঃসঙ্গতাও মাঝেমধ্যে খুব উপভোগ্য হয়।
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:২৯
ইসিয়াক বলেছেন: সত্যি নিঃসঙ্গতাও মাঝেমধ্যে উপভোগ্য হয়,তবে তা দীর্ঘ হলে বিরক্তির কারণও হয় বটে।
শুভকামনা।
৪| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রকৃতির সঙ্গে মনের নিঃসঙ্গতা সঙ্গত। তবুও বলবো এই নিঃসঙ্গতার অবসান ঘটুক।
কবিতা ভালো হয়েছে।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় দাদা চমৎকার মন্তব্যের জন্য।
শুভকামনা।
৫| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: আমার নিসঙ্গতা ভালো লাগে না।
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন: আছেন তো রাজার হালে নিঃসঙ্গতা ভালো না লাগারই কথা ।
৬| ২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:২৫
জগতারন বলেছেন:
আমি আসিয়াছিলাম এখানে।
কবিতা পড়িয়া গেলাম।
কথা হব্বে পরে।
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩২
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো প্রিয় স্বপন ভাই। ভালো থাকুন সবসময়।
৭| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১:০০
মা.হাসান বলেছেন: সূর্য্য ওঠার সাথে নিঃসঙ্গতা কাটার কি সম্পর্ক? বাসায় একা পড়ে গেছেন? সবাই বাইরে? বৃষ্টির কারনে বাইরে যেতে পারছেন না? শর্ষের তেল-কাচামরিচ দিয়ে মুড়ি খেয়ে ঘুম দেন। মুড়ি না থাকলে কবিতা লিখতে বসেন। বাসায় লোক চলে আসলে সেই তো গোলমাল শুরু হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অগ্দুত আঁধার এক এসেছে এ- পৃথীবিতে আজ, জীবনানন্দ দাস