নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
কাশ ফুটেছে নরম রোদের আলোয়।
ঘাসের উপর ক্ষুদ্র ক্ষুদ্র শিশিরকণা।
ঝরা শিউলির অবাক চাহনি,
মিষ্টি রোদে প্রজাপতির মেলা।
মেঘের ওপারে নীলের অসীম দেয়াল।
তার ওপারে কে জানে কে থাকে?
কি জানি কেমন তার খেয়াল।
হয়তো,
পাখি ও গঙ্গা ফড়িং সেই কৌতূহলে,
মেলে দেয় দিগন্তে তাদের ডানা।
আনমনে উড়তে উড়তে তারা,
পৌছে যায় অজানা অচিন দেশে।
দেখতে যায় কে তাড়ায় মেঘেদের,
কার ইশারায় চলে দিবারাত্রি
আকাশের রঙ বদলের খেলা।
©রফিকুল ইসলাম ইসিয়াক
২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: সেটাই,শহরে ঋতুগুলো কখন আসে কখন যায় বোঝাই যায় না। তবে আমার জানালার ওপারে বড় একটা দীঘি আছে। সেই দীঘি,পাখি, আকাশ,ফুল লতাপাতা দেখে দেখেই আমার দিনগুলি দারুণ কাটে। কবিতারা উঁকি মারে।
শুভকামনা
২| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার বাংলার সকালের চিত্র কবি দা
২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা প্রিয় লিটনদা।
৩| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৬
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রণিত হলাম আপু।
শুভকামনা।
৪| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৯
রামিসা রোজা বলেছেন:
প্রকৃতির রং বদলে খেলা ভালোই উপভোগ করছি ।
সুন্দর কবিতায় ভালোলাগা +++
২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৭
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু।
ভালো থাকুন সবসময়।
৫| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: কোনো পূজা মন্ডপে গিয়েছেন?
২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪২
ইসিয়াক বলেছেন: আজ সন্ধ্যায় যাবো।
৬| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪০
নেওয়াজ আলি বলেছেন: আচ্ছা কাশফুলের এত আলোচনা হয় কিন্তু ব্যবহার হয় না কেন
২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৪
ইসিয়াক বলেছেন: কিছু কিছু জিনিষ দুর থেকেই দেখতে সুন্দর।
৭| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩
জগতারন বলেছেন:
এখানে হাজির হয়ে কবিতা পড়ে গেলাম।
২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৬
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো প্রিয় স্বপন ভাই।
৮| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১১
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটি সুন্দর। কবিতা হয়েছে।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো প্রিয় দাদা। এখন কেমন আছেন?
পাঠে, মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
৯| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১২
জাফরুল মবীন বলেছেন: সুন্দর কবিতা,সুন্দর ছবি।
২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।
১০| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৭
করুণাধারা বলেছেন: কবিতা ভালো লাগলো।
২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১১
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভকামনা।
১১| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৯
দীপঙ্কর বেরা বলেছেন: খুব সুন্দর
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩২
ইসিয়াক বলেছেন:
অনেকদিন পরে আপনাকে দেখছি । নিশ্চয় ভালো আছেন।
ভালো থাকুন। শুভকামনা।
১২| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১২
মনিরা সুলতানা বলেছেন: লেখা ও ছবি দুইটাতেই লাইক
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু্ । পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো। শুভকামনা।
১৩| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৭
মা.হাসান বলেছেন: মেঘের ওপারে নীলের অসীম দেয়াল।
তার ওপারে কে জানে কে থাকে?
অত দূরে যাবেন না, নেটওয়ার্ক নাও থাকতে পারে।
অনেক ভালো লাগা।
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৬
ইসিয়াক বলেছেন: নেটওয়ার্ক না থাকে না থাক ,মন চাইলে ঘুরে দেখতে দোষ কি ।
ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। শুভকামনা।
১৪| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৩
এম ডি মুসা বলেছেন: চমৎকার কবিতা সুন্দর হয়েছে
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা । শুভকামনা রইলো।
১৫| ২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভালো হয়েছে।
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ কবি। ভালো থাকুন, কবিতার সঙ্গে থাকুন।
শুভকামনা।
১৬| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। পাখি আর গঙ্গা ফড়িং যদি হতে পারতাম তবে আকাশে ডানা মেলে দেখে আসতাম কে তাড়ায় মেঘেদের, কার ইশারায় চলে দিবারাত্রি আকাশের রঙ বদলের খেলা।
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঋতুগুলো কখন আসে কখন যায় নগর জীবনে টেরই পাওয়া যায় না।গ্রামে তবু কিছুটা বোঝা যায়।
ছবিটা খুবই সুন্দর ।