নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

উড়ে যেতে চায় মন

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৯



ঝরা পালকের মতো বাতাসে ভেসে
উড়ে চলে যেতে চায় মন।
আকাশ,মেঘের কাছে গিয়ে বলতে ইচ্ছে করে অব্যক্ত কথন।

সোনালি রোদ গায়ে মেখে।
কামিনীর সুবাসে মন আকুলায় দ্বি প্রহরকালে।
উদাস দুপুরের দীর্ঘশ্বাস মিলেমিশে এক হয়
বিরহী ঘুঘুর নিস্তব্ধ কারুকাজে।

ঘাস ফড়িং যখন ব্যস্ত ওড়াউড়ি খেলায় নিজেদের আপন ভাবনায়।
ঠিক সেই মুহুর্তে এক প্রজাপ্রতি ভুল পথে খুঁজে ফেরে বাড়ি ফেরার পথ।
কোথাও কেউ নেই,বিরাণ চরাচর জুড়ে শুধুই নিস্তব্ধতা।

এই মুহুর্তে এখানে আছে শুধু বাতাসের হেল দোল দুলুনি।
ছুঁয়ে দেয়, নাড়িয়ে মজা পায় আইলের ঘাস, ফসলের মাঠ ইত্যাদি।

বয়োবৃদ্ধ সেগুনবাগিচার ছায়াতলে আশ্রয় খুঁজতে এসে
ঝরা পাতার মর্মরে সচকিত অজ শাবক!
চিন্তিত, বিরক্ত হয়ে কি জানি কি ভেবে দেয় দৌড়, ভোঁ দৌড় প্রাণপনে।

তার চলার পথের আওয়াজে ভেঙে খানখান হয় মধ্য দুপুরের নিস্তব্ধতা।
যেন পুরোটাই রূপকথার কল্পলোকের কোন বিচ্ছিন্ন প্রান্তর।

প্রকৃতি যেখানে খেলা করে আপন মনে নিজের খেয়ালে অহরহ।
উড়ে যেতে চায় মন সেই সুদুরে,শহুরে কোলাহল ছেড়ে চিরদিনের মতো, চিরতরে।
©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার প্রকৃতির রূপ কবি দা

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ কবি,শুভকামনা রইলো।

২| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ সুন্দর
শুভকামনা

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো আপু।
দোয়া রইলো।

৩| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: মেঘের কাছে কিবা কথা বলার আছে বলেন
হাওয়ার ভেলায় মেঘের দেশে চলেন।

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:১৪

ইসিয়াক বলেছেন: কাব্যিক মন্তব্যে একরাশ ভালো লাগা জানবেন।
শুভকামনা।

৪| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার! ভালো লাগা রইল কবিতায়!

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:১৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। বাড়ির কাছের মানুষের ভালোলাগাতে অন্যরকম আবেগ কাজ করে।
শুভকামনা।

৫| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন যদি হত আমি পাখির মত
উড়ে উড়ে যেতাম সারাক্ষণ।

+++++++++

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:১৯

ইসিয়াক বলেছেন: আমারো পাখি হতে খুব ইচ্ছে করে।
মন্তব্যে ভালো লাগা জানবেন।
নিরন্তর শুভকামনা।

৬| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৩

রামিসা রোজা বলেছেন:

না-হ ভাই চিরদিনের জন্য উড়ে যাবেন না , কবিতা
মিস করবো তো ।

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:২২

ইসিয়াক বলেছেন: হা হা হা...... না আপু যাচ্ছি না কোথাও।সামনে আরো কবিতা পাবেন নিশ্চয়। শুভকামনা।

৭| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
শুভ কামনা l

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:২৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।শুভকামনা।

৮| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: আপনি আমার চেয়ে ভালো কবিতা লিখেন। এ ব্যপারে আমি নিশ্চিত।

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:২৭

ইসিয়াক বলেছেন: কি যে বলেন! এ আপনার বিনয়। আমি তো সবে শিখছি।
ধন্যবাদ

৯| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮

অধীতি বলেছেন: আমরা নিস্তব্ধতায় মিইয়ে যেতে চাই অনন্তকাল ধরে

০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ অধীতি ,ভালো থাকুন।

১০| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: উড়ে যদি সত্যি যান, আমাকেও সাথে নিবেন। প্লীজ।

০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন: আমি তো উড়েই গেছি আপনাকে সাথে নেবো কিভাবে? দেখছেন না ব্লগে বেশি সময় দিতে পারছি না।

১১| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন দৃশ্য দেখলে কার না উড়তে মন চায়।

০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া , পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

১২| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: কিছু কিছু ড্রাগ আছে, সেগুলো সেবন করলে নাকি উড়ে যাবার স্বাদ পূরন হয়ে যায়।

০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫

ইসিয়াক বলেছেন: আপনি জানেন X(( ,আমি মাদককে ঘৃণা করি।
মাদককে না বলুন।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

মিরোরডডল বলেছেন:



লেখা আর ছবি দুটোই চমৎকার ।
আমার মনতো সব সময়ই উড়ে যেতে চায় ।
ইনফ্যাক্ট উড়তেই থাকে , নীড়ে ফিরতে চায়না এ মন ।


তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে আসবে ফিরে









০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

ইসিয়াক বলেছেন: ৥ গানটা খুব অসম্ভব সুন্দর।
মন্তব্যে ভালো লাগা জানবেন। পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভসন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.