নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কথোপকথনঃ দাম্পত্য

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৭


-অমন করে ড্যাবডেবিয়ে কি দেখো?
-তোমাকে ডারলিং।
- ডারলিং হুহ, যতোসব ছাগু, তেলবাজ।
- বিশ্বাস করো তোমায় যতো দেখি ততই তোমার প্রেমে পড়ি। তোমার রূপে মুগ্ধ হই।তুমি আমার লাইলী, তুমি আমার ক্লিওপেট্রা.....।তিন সত্যি বলছি।
-আর তুমি আমার সাকিব খান।লুইচ্চা কোথাকার।
-এমন করো কেন? তোমারে তো আমি কত ভালোবাসি অথচ তুমি আমারে ..।
-থাক,অনেক হয়েছে। কত জনকে এই এক কথা বলেছো,বলতো?
- কি বলো প্রিয়তমা?তোমায় যত দেখি তত মুগ্ধ হই।তোমাকে ছাড়া আমি আর কাউকে চিনি না জানটু তোমাকে ছাড়া কাউকে বুঝি না প্রাণটু ।
-মরণ, সরো তো সরে,সরে যাও, আমি কাপড় বদলাবো।
-বদলাও,কে মানা করেছে? আমি দেখি।
- তুমি থাকলে আমি কিভাবে বদলাবো?
- ওই হৈ এখনো আমায় লজ্জা? মনে করো ঘরে আঁধার নেমে গেছে।তবে চাঁদ উঠেছে।ড্রিম লাইট জ্বালিয়ে দেই ,জোছনা জোছনা ভাব চলে আসবে। লজ্জা একটু লাগতে পারে সমস্যা নেই। আমার কাছে তোমার কি লজ্জা তাই না।
-ইশ সখ কত?
- সখই তো,তুমি তো আমার একটা মাত্র বউ নাকি?
- তো?
-তো কি?
-আরো কি দু চারটি বাড়াবার ইচ্ছে আছে নাকি?.
-বলছো?
-ফাজলামো করবে না বলছি।
-ঠিক আছে লক্ষী ছেলে হলাম।
-তোমাকে দিয়ে বিশ্বাস নেই।
-মেয়েদের শুধু সন্দেহ বাতিক।
-মেয়েদের এক তরফা দোষ দেবেনা বলছি। তোমাদের স্বভাব আমরা জানি না বলছো? ঘরে বউ রেখে মোবাইলে আট দশটা প্রেম, নতুন নতুন মেয়ে দেখলে ছোক ছোক করা।রাস্তায় বেরুলে চোখগুলো কোথায় কি দেখে আমি জানিনা মনে করছো?আর মোবাইলের ম্যাসেঞ্জারের ইটিস পিটিসের কথা না হয় বাদই দিলাম।
- এই তুমি আমার মোবাইল ঘাটো নাকি?
- সব কিছু আন্ডার কন্ট্রোলে রাখতে হলে ঘাটতে হয় বইকি।
-আমার ব্যক্তিগত জিনিস নিয়ে টানাটানি করা আমার একেবারেই পছদ নয়।
- আরে রাখো তোমার ব্যক্তিগত, ফাজিল লোক কোথাকার,তোমার ফেসবুকের ম্যাসেঞ্জারে এসব কি? কারা ওরা?
- ও তো বসের বউ, প্রমোশনের জন্য বসের বউএর সাথে ফেন্ড্রশীপ রাখতে হয় বোঝোই তো।
- আরে গুলি মারি তোমার ফ্রেন্ডশিপ, বেরোও
- মানে?
- ঘর থেকে বের হও?
- এখন রাত কত তুমি জানো?
- যত রাত হয় হোক তুমি বাসা থেকে বেরোও।
-একটু মাথা ঠান্ডা করো।
- মাথা আমার ঠান্ডা ই আছে। গরম হলে তোমার খবর আছে।
- বাইরে প্রচুর শীত।
- হোক শীত।
- এতোটা নির্দয় হয়ো না প্লিজ?
- তোমার প্লিজের গুষ্টি মারি,লুচ্চা ব্যাটা, এইবার ঘর থেকে না বের হলে আমি কিন্তু চিল্লাবো।আমার গলা তো জানো।
অগত্যা শরীফ হাসান এক কাপড়ে ঘর ছেড়ে বের হয়ে এলেন,কত আশা করেছিলেন এই শীতের রাতে একটু প্রেম-ট্রেম করবেন বউয়ের সাথে তা না…কপালটাই খারাপ।
মনে মনে ঠিক করলেন আর কোনদিন বাইরের কোন মেয়ে বা বউ এর দিকে ফিরেও তাকাবেন না।
অবশ্য তিনি এমন শপথ গোটা কয়েকবার করেছেন। এটা নতুন কিছু না....


© রফিকুল ইসলাম ইসিয়াক।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন কবি দা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪২

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো প্রিয় লিটন ভাই্।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অভিজ্ঞতার মনোরম প্রকাশ।গল্পটি পড়ে মনে হয় অভিজ্ঞতা ছাড়া এতো সুন্দর করে লেখা সম্ভব না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২০

ইসিয়াক বলেছেন: হা হা হা আমার মোটেও এরকম অভিজ্ঞতা নেই,বানিয়ে বানিয়ে লিখলাম আর কি।

শুভ সকাল।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুগল্প হয়ে গেছে। আরেকটু বড় হলে জমতো বেশ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৩

ইসিয়াক বলেছেন:




মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুগল্প হয়ে গেছে। আরেকটু বড় হলে জমতো বেশ।
তা হয়তো তো, তবে এভাবে লিখতে ইচ্ছা করলো , মন্তব্যে ভালো লাগা জানবেন। শুভ কামনা সবসময়।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৫

ইসিয়াক বলেছেন: অনেকদিন পরে আপনাকে পোস্টে পেয়ে খুব ভালো লাগলো ভাইয়া। আশা করি ভালো আছেন।
কথোপকথন ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। শুভকামনা জানবেন।
শুভ সকাল।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিবরা যেখানে হাত দিবে
সেখানেই সোনা ফলবে!!
দারুন গল্প ফেঁদেছেন দাদা!!
গেছোদাদা বউয়ের হাতে
নিত্যদিন এমন প্যাদানি খায়!
অবশ্য কেইবা না খায় !! =p~

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৮

ইসিয়াক বলেছেন: কেমন আছেন ভাইয়া। আশা করি ভালো আছেন।
হ্যাঁ এটা গল্প। বানিয়ে বানিয়ে লেখা তবে বউ এর প্যাদানি খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি মুশকিল ;)

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৮

মিরোরডডল বলেছেন:



অবশ্য তিনি এমন শপথ গোটা কয়েকবার করেছেন

মাত্র গোটা কয়েকবার ? প্রতিনিয়ত নাহ ? :)



০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৪

ইসিয়াক বলেছেন: অনেকে এরকম শপথ প্রতিনিয়ত করে আবার সেই একই ভুল করে স্বভাব দোষে,কিছু কিছু মানুষের স্বভাব শুধরাবার নয় কিছু।
তবে দিনশেষে ফিরে আসতে হয় ঘরের মানুষের কাছেই কারণ পরকীয়ায় আর যাই হোক স্থিতিশীলতা নেই। নেই সামাজিক স্বীকৃতি।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৮

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা নাকি...?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: আমার ? অভিজ্ঞতা?
ব্লগে তো আমাকে সবাই অবিবাহিত বলে জানে ;) । আপনি আমারে বিবাহিত ভাবলেন :(

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৯

পদ্মপুকুর বলেছেন: আপনি শুধু শুধুই কবি পরিচয়ের নিজেকে আটকে রেখেছেন!! ডায়ালগগুলো স্বতস্ফূর্ত এবং টানটান হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন: তাই তো,ঠিক ধরেছেন ভাইয়া। কবি পরিচয়ে আর ভালো লাগছে না তাই এই সামান্য প্রচেষ্টা। আপনাদের ভালো লাগা মানে আমার অনুপ্রেরনা। মন্তব্যে ভালো লাগা জানবেন সুপ্রিয় ব্লগার।
শুভকামনা সতত।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩২

মোহামমদ কামরুজজামান বলেছেন: এ কি লিখিলেন দাদা!!! সেইরকম হয়েছে। একেবারে ফাটিয়ে :P দিয়েছেন।

এতদিন গেছো দাদাকে ব্লগের রম্যের কারিগর মনে করতাম কিন্তু আপনি যে ছুপা রুস্তম তা জানা ছিলনা। চালিয়ে যান দাদা হবে,আপনাকে দিয়েই হবে।


স্বামী-স্ত্রী'র মাঝের দৈনন্দিন কথোপকোথনই আপনার উপস্থাপনার গুনে অসাধারন হয়ে ফুটে উঠেছে। তার সাথে সাথে আরো একটা জিনিষ ফুটে উঠেছে ,পুরুষ বাইরে সিংহ হলেও ঘরে কিন্তু ---গ শিশু যেখানে সিংহীর কাছে বড়ই অসহায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: পুরুষ বাইরে সিংহ হলেও ঘরে কিন্তু.......।

ঠিক ঠিক ঠিক ।

শুভকামনা সতত।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা কিছু বেটাছেলে এমনই থাকে , তাদের চরিত্র ঠিক হয় না

সুন্দর হয়েছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪১

ইসিয়াক বলেছেন:

কিছু মানুষের চরিত্র সত্যি শুধরাবার নয় । এদের জন্যই তো যত সামাজিক বিশৃঙ্খলা।
শুভ সকাল।


১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৩

করুণাধারা বলেছেন: দাম্পত্য এমনি হয়!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৪

ইসিয়াক বলেছেন:


দাম্পত্য এমনি হয়!

বানিয়ে বানিয়ে লিখলাম, একটুও সত্যি নয় ।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: হে হে হে------
বাহ--
চমৎকার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫

ইসিয়াক বলেছেন:



ভালো থাকুন সবসময়। কৃতজ্ঞতা।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০১

কবিতা ক্থ্য বলেছেন: শরীফ হাসানের দুর্দিনে খে খে পাশে আছেন- হাত তোলেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

ইসিয়াক বলেছেন:
আমি শরীফ হাসানের পাশে নাই এইটা শিওর :-B

শুভসকাল।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

রামিসা রোজা বলেছেন:
বিয়ের পর আসল চেহারা ফুটে ওঠে , কি আর করা
দাম্পত্য জীবন এমনই ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন:
পাঠে,মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা সবসময়।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। এখন আর আপনাকে কেউ আটকাতে পারবে না। গ্রেট।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

ইসিয়াক বলেছেন:

কি যে বলেন। এটা আপনার বিনয়।
শুভকামনা।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন:
মনোমুগ্ধকর উপস্থাপন

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই্ । শুভকামনা সবসময়।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৬

রানার ব্লগ বলেছেন: ভালই

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইলো।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৮

নীল আকাশ বলেছেন: কুকুরের লেজ কোন দিনও সোজা হয় না।

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: ডার্লিং বড্ড নির্দয়। শীতের রাতে এখানে বাইরে বার করে দেওয়াটা শরীর মন দুইয়ের কষ্ট।

পোস্টে বিলম্বিত আগমনে ক্ষমাপ্রার্থী।
আমাকে কিছু সময় ধার দেবেন? আমি ব্যাকুল ব্লগে পোস্ট দেওয়ার জন্য। কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিনা।তার মধ্যে আজ আবার নুরু ভাই প্যাদানি দেবে বলেছে। কমেন্ট করবো? পোস্ট দেবো? না আপাতত পালাবো?-কিছুই বুঝতে পারছি না।একটু সময় নিয়ে কইয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.