নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
কোনকিছুতে আজ মন বসে না,
ভালো লাগে না প্রিয় ভালো লাগে না।
বুক জুড়ে চাপা ব্যাথা সকরুণ বেদনা।
কোন সাজ পোশাক পরিনি আজ,
সারাটা দিন ছিলাম স্বেচ্ছায় ঘরবন্দী।
দুঃখের সাথে করেছি সন্ধি।
তুমি আসোনি তাই ফোটেনি গোলাপ আমার বাগানে,
আসেনি শুভেচ্ছা জানাতে কোন কোকিল বা বউ কথা কও একটিবারও।
দেয়নি দেখা কোন ভ্রমর বা অলি।
সন্ধ্যা কালেও জ্বলেনি জোনাক একটিও ভুল করে ।
আর আমিও জ্বালিনি কোন প্রদীপ,
কি হবে আলো তুমি বিনে?
যায় যাক আঁধারে ডুবে যাক সমস্ত পৃথিবী।
ভেসে চলে যাক যত হাসি আনন্দ গান,
চাই না কিছু চাই না আমার আর।
তোমা বিনে কি আছে হারাবার আমার?
মম ব্যথার সমব্যথী হতে বুঝি
রাতের আকাশে জাগেনি কোন তারা।
তুমি বিনে সকলে আজ বিভ্রান্ত দিশেহারা।
কেন এলে না?
তুমি বিনে এ ফাগুন যে বিফলে যায়।
মন ছেঁয়ে যায় নিদারুন বিষন্নতায়।
তুমি বিনে এ ফাগুন বিফলে যায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৪ ফেব্রুয়ারি ২০২১
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২২
ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
বসন্তের শুভেচ্ছা রইলো।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: দিনের শুরুতে এই কবিতা কেন দিলেন না?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৫
ইসিয়াক বলেছেন: অনেক কাজ ছিলো,কবিতা লেখার সময় বের করতে পারিনি তাই পোস্ট দেইনি।
বসন্তের শুভেচ্ছা রইলো।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪
মপোতোস বলেছেন: অতি বিরহের কবিতা। সকলের ভালোবাসা ভালো থাকুক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৯
ইসিয়াক বলেছেন:
মপোতোস আপনাকে আমার পাতায় স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৫
ওমেরা বলেছেন: সে আসুক বা নাই আসুক ফাগুন চলে যাবে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩০
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন সবসময়।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: বসন্তের শুভেচ্ছা দিলেন। আর ভালোবাসা দিবসের?
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন: আজকের পৃথিবীতে প্রায় সব ভালোবাসাই মেকী ।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৪
ঢুকিচেপা বলেছেন: এ বছর বিফলে গেলেও আসছে বছরের অপেক্ষায় থাকেন, আশা ছাড়তে নেই....
আপনার বিরহ কবিতা ভালো হয়েছে।