নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
শ্রদ্ধা জানাতে আসিনি আমি,
গাইতে আসিনি কোন গান সকরুণ সুরে।
জানাতে আসিনি কোন কষ্টের অনুভূতি।
শুধু এসেছি আমি এটুকু বলতে যে,
"আমি স্বেচ্ছায় আপনাদের পক্ষ ত্যাগ করছি, হে মাননীয়।"
আমি এতো এতো অন্যায় ও বিশৃঙ্খলার দায়ভার
বয়ে নিতে অপরাগ, হে মাননীয়।
আপনার রাজ্যে মানবাধিকার আজ পদে পদে লাঞ্চিত,
বাক স্বাধীনতা আজ রুদ্ধ।
আপনার ভয়টা ঠিক কোথায় আমি বুঝলাম না।
তাই,
পক্ষ ত্যাগই হোক আমার প্রতিবাদের ভাষা।
আর কিবা করতে পারি এ ছাড়া আমরা,
আমাদের মত সাধারণ মানুষেরা।
শেষ আশ্রয়স্হল যখন ভেঙে পড়েছে একে একে তখন হতাশা এসে ঘিরে ধরে।
আপনি আমার হাত অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন, হে মাননীয়।
আমার জবানে লাগাম দিয়েছেন, হে মাননীয়।
আমার দৃষ্টি এখন বাঁধাগ্রস্হ,
আমি দেখেও কিছু দেখি না এখন।
আপনার রাজ্যে এখন নির্বিচারে মানব হত্যা বৈধতা পেয়েছে ।
সত্য বলা এখানে মহা অন্যায়।
ধর্ষণ জায়েজ।
দূর্নীতি সে হতেই পারে,
উন্নয়নের সাথে দূর্নীতি সম্পর্কযুক্ত তাই!
আমি আতঙ্কিত হে মাননীয়।
আমার ছোট ছোট দুটি বাচ্চা আছে।
আমার একটা সংসার আছে।
আরো আছে বৃদ্ধ বাবা মা।
একটি অবিবাহিতা বোন।
আমার যে অনেক দায় দায়িত্ব।
আছে নিজের জীবনের প্রতি ভীষণ রকম মায়া।
তবুও এসেছি
এই সামান্য প্রতিবাদটুকু প্রকাশ করতে।
হ্যাঁ, বিবেকের দংশন হতে রেহাই পেতে।
আপনি আমাকে কারাগারে অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ
করতে চাইলে করুন।
তবু আমি বলবো
আমি আপনার বর্তমান কার্যকলাপের প্রতিবাদ স্বরূপ, স্বেচ্ছায়, সজ্ঞানে, করো প্ররোচনায় নয়,
একান্ত নিজ ইচ্ছায়,নিজ দায়িত্বে আপনার পক্ষ ত্যাগ করছি।
কিছুটা দায় মুক্ত হতে হয়তো,
তবে সত্যি কি হতে পারবো দায় মুক্ত হতে?
এতো সহজ দায় মুক্তি।
প্রশ্ন থেকেই যায়।
©রফিকুল ইসলাম ইসিয়াক
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২০
ইসিয়াক বলেছেন:
সাধারণ জনগন যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী শাসকগোষ্ঠীকে ইচ্ছে অনিচ্ছেয় সমর্থন দিয়ে আসছে। কাউকে ভালোবেসে আবার কারো সাথে মতের মিলের কারণে আবার কখনো বা বাধ্য হয়ে। কিন্তু শাসকগোষ্ঠী বরাবরই নিজের স্বরুপে ফিরে এসে জনগনকে নিজের স্বার্থে ব্যবহার করে ,
তাদের উপর অন্যায় অত্যাচার করে । জনগন অনেকটাই মেনে নেয় কারণ সে নিরুপায় কিন্তু তখন ই পক্ষত্যাগের কথা আসে যখন সেই অত্যাচার,অনাচার,খুন ,লুটপাট ,দূর্নিতী সীমার বাইরে চলে যায়।
এই কাবতাটি একটি নীরব প্রতিবাদ।
#আর হ্যাঁ মানবাধিকার কোনদিন ই ছিলো না। সবই মিছে ফাঁকি,ধোকাবাজি।
আশাকরি বোঝাতে পেরেছি ।
ধন্যবাদ
২| ০২ রা মার্চ, ২০২১ সকাল ৯:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক উপলব্ধিকর কবি দা অনেক শুভেচ্ছা রইল
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
শুভেচ্ছা রইলো।
৩| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:০৬
সোহানী বলেছেন: কোন লাভ নাইরে কবি................
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২২
ইসিয়াক বলেছেন:
কোন লাভ নাইরে কবি................
আপু আমিও জানি লাভ নেই , তবুও একটু নীরব প্রতিবাদ করলাম। তবে এটা ঠিক ঘোর অমানিশা কাটবেই। আলোর দিন আসবে।
৪| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:২১
জুল ভার্ন বলেছেন: অরন্যে রোদণ!
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২৩
ইসিয়াক বলেছেন:
কোন অত্যাচারীই এ পৃথিবীতে চিরদিন টিকে থাকতে পারেনি। এই বিশ্বাসটুকু আছে।
৫| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
শুভ সকাল।
৬| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:৫৮
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২৫
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
৭| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১১:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: কলম হলো শাণিত তলোয়ার। মাঝে মাঝে তার ঝলসে ওঠে। অহিংস প্রতিবাদ হোক কলরব....
কাব্যে ভালোলাগা।++
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২৬
ইসিয়াক বলেছেন:
হোক প্রতিবাদ।
শুভ সকাল প্রিয় দাদা।
৮| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: আপনি গভীর জলের মাছ।
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২৭
ইসিয়াক বলেছেন:
হায়! হায়!!
কেমনে কি?
লোকে তো আমারে বোকা সোকা নিরীহ বইল্যাই জানে ।
৯| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১:২০
রেজওয়ান ইসলাম বলেছেন: কবিতা দারুন হয়েছে।
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া শুভকামনা।
১০| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১:৪৭
নেওয়াজ আলি বলেছেন: হৃদয় ছোঁয়া লিখনীতে অভিভূত হলাম।
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২৮
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মহী ভাই্ ।
শুভকামনা সতত।
১১| ০২ রা মার্চ, ২০২১ রাত ৮:০২
নয়ন বড়ুয়া বলেছেন:
দাদা ভালোবাসা নেবেন...
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:২৯
ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও রইলো অশেষ ভালোবাসা।
শুভেচ্ছা ভাই।
১২| ০২ রা মার্চ, ২০২১ রাত ৮:২২
নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্... দারুণ কবিতা কথ্য।
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:৩১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
১৩| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১:২৩
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
নিরব প্রতিবাদ ?
সোহানী ঠিকই বলেছেন: কোন লাভ নাইরে কবি................
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:৩৩
ইসিয়াক বলেছেন:
জ্বী , নিরব প্রতিবাদ শ্রদ্ধেয় ব্লগার। আমাদের ক্ষমতা যে সীমিত। জানি যদিও কোন লাভ নাই তবে এটুকু বিশ্বাস আছে আলোর দিন আসবেই।
শুভ সকাল।
১৪| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:৫৬
তারেক ফাহিম বলেছেন: সেচ্ছায় পক্ষ ত্যাগ করা, দারুন প্রতিবাদ।
০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:২৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা।
১৫| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:১৮
কল্পদ্রুম বলেছেন: এটুকুও যথেষ্ট।সেটাই বা কয়জন করে।পড়ে মুগ্ধ হলাম।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২১ সকাল ৯:৪৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানবধিকারটা ছিল কবে যে আপনি এত পরে পদত্যাগ করতে আসছেন।