![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রংধনু রংয়ের পাখিটি
নামটা জানা নাই।
তার সুমধুর গান শুনে
পরাণ আকুলায়।
রোজ সকালে জানালায়
দেয় সে এসে উঁকি।
অবাক চোখে আমি তারে
অপলক দেখি।
একদিন কি হলো কে জানে ,
আর পেলাম না তার দেখা।
মনটা হঠাৎ ভারি হলো
কোথায় হারালো সখা?
এমনি করে নিয়মিত
দাড়ায় যে পাশে এসে।
মন না চাইলেও একটু মায়া,
থাকে অবশেষে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৫ ফেব্রুয়ারি ২০২১
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো। শুভকামনা।
২| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ছন্দময় লেখনি হে সুপ্রিয় কবি।
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫৭
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ভাই্ ।
শুভকামনা সবসময়।
৩| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: আমি কবিতা বলব না। এটা ছড়া। সুন্দর ছড়া।
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫৮
ইসিয়াক বলেছেন:
ছড়াই তো ......পাঠক এখানে স্বাধীন।
শুভ সকাল।
৪| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০১
শায়মা বলেছেন: কিন্তু কে সে ভাইয়ু!!!!!!!!!!
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:০০
ইসিয়াক বলেছেন:
শায়মা বলেছেন: কিন্তু কে সে ভাইয়ু!!!!!!!!!!
তারেই তো খুঁজি নিরন্তর।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভ সকাল।
৫| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। শেষের স্তবকটা বেশি সুন্দর।
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:০১
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে মুগ্ধতা জানবেন প্রিয় ব্লগার।
সেই প্রথম থেকে আপনি আমায় উৎসাহ দিয়ে এসেছেন। অনুপ্রাণিত করেছেন।
অশেষ কৃতজ্ঞতা জানবেন।
শুভসকাল।
৬| ১৪ ই মার্চ, ২০২১ রাত ১:১৬
রাজীব নুর বলেছেন: কোথায় আপনি কবি?
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৪
ইসিয়াক বলেছেন: শনিবার আমার অতিরিক্ত ব্যস্ততার দিন।কারণ অনলাইনে আমার তিনটা ক্লাস থাকে, সাথে অনেকগুলো টিউশনি ,তাই সময় করতে পারিনি দেরিতে মন্তব্যে উত্তর দিতে হলো ।
আমি অযুহাত দেওয়া পছন্দ করি না তবুও একটু বললাম আশা করি বুঝতে পারছেন।
আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত।
শুভ সকাল।
৭| ১৪ ই মার্চ, ২০২১ রাত ২:২০
রেজওয়ান ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগলো।
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।
৮| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখনী l
১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই্ ।
শুভকামনা রইলো।
৯| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: এমন ছন্দে ছন্দে চলা জীবনের কাব্যে পাখিরা অচিন পাখি নয় মনপাখি হয়ে সুখস্মৃতিতে অম্লান থাকুক..
পোস্টে সপ্তম লাইক।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় দাদা।
শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৪
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো লেগেছে।