নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
রংধনু রংয়ের পাখিটি
নামটা জানা নাই।
তার সুমধুর গান শুনে
পরাণ আকুলায়।
রোজ সকালে জানালায়
দেয় সে এসে উঁকি।
অবাক চোখে আমি তারে
অপলক দেখি।
একদিন কি হলো কে জানে ,
আর পেলাম না তার দেখা।
মনটা হঠাৎ ভারি হলো
কোথায় হারালো সখা?
এমনি করে নিয়মিত
দাড়ায় যে পাশে এসে।
মন না চাইলেও একটু মায়া,
থাকে অবশেষে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৫ ফেব্রুয়ারি ২০২১
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো। শুভকামনা।
২| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ছন্দময় লেখনি হে সুপ্রিয় কবি।
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫৭
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ভাই্ ।
শুভকামনা সবসময়।
৩| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: আমি কবিতা বলব না। এটা ছড়া। সুন্দর ছড়া।
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫৮
ইসিয়াক বলেছেন:
ছড়াই তো ......পাঠক এখানে স্বাধীন।
শুভ সকাল।
৪| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০১
শায়মা বলেছেন: কিন্তু কে সে ভাইয়ু!!!!!!!!!!
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:০০
ইসিয়াক বলেছেন:
শায়মা বলেছেন: কিন্তু কে সে ভাইয়ু!!!!!!!!!!
তারেই তো খুঁজি নিরন্তর।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভ সকাল।
৫| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। শেষের স্তবকটা বেশি সুন্দর।
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:০১
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে মুগ্ধতা জানবেন প্রিয় ব্লগার।
সেই প্রথম থেকে আপনি আমায় উৎসাহ দিয়ে এসেছেন। অনুপ্রাণিত করেছেন।
অশেষ কৃতজ্ঞতা জানবেন।
শুভসকাল।
৬| ১৪ ই মার্চ, ২০২১ রাত ১:১৬
রাজীব নুর বলেছেন: কোথায় আপনি কবি?
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৪
ইসিয়াক বলেছেন: শনিবার আমার অতিরিক্ত ব্যস্ততার দিন।কারণ অনলাইনে আমার তিনটা ক্লাস থাকে, সাথে অনেকগুলো টিউশনি ,তাই সময় করতে পারিনি দেরিতে মন্তব্যে উত্তর দিতে হলো ।
আমি অযুহাত দেওয়া পছন্দ করি না তবুও একটু বললাম আশা করি বুঝতে পারছেন।
আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত।
শুভ সকাল।
৭| ১৪ ই মার্চ, ২০২১ রাত ২:২০
রেজওয়ান ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগলো।
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।
৮| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখনী l
১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই্ ।
শুভকামনা রইলো।
৯| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: এমন ছন্দে ছন্দে চলা জীবনের কাব্যে পাখিরা অচিন পাখি নয় মনপাখি হয়ে সুখস্মৃতিতে অম্লান থাকুক..
পোস্টে সপ্তম লাইক।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় দাদা।
শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৪
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো লেগেছে।