নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

দু\'জন দুঃখী

১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৬



মেয়ে,
তোমার দুচোখ ছলছল,
অশ্রু টলমল।
দেখে আমার মন সায়রে
ঝরে ব্যথার বাদল।

কেনগো কাঁদো মেয়ে?
কি হারিয়েছো পেয়ে?
ইচ্ছে হলে বলতে পারো
শুনবো মন দিয়ে ।

এত সহজে কেউ কি ভাঙে?
তোমার মনের গাঙে।
আবার ফিরবে জোয়ার,
মিছে কেন মানছো হার?

দুঃখ সব নিপাত যাক,
এসো গো বাড়াও হাত
দু"জন দুঃখীর নতুন আশায়
হোক মোলাকাত।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১১ফেব্রুয়ারি,২০২১

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: মানুষ যত কষ্ট পায় তত খাটি হয়।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৬

ইসিয়াক বলেছেন: অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন।

২| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৪

জুল ভার্ন বলেছেন: পুড়ে পুড়ে খাঁটি হয়।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৬

ইসিয়াক বলেছেন: সঠিক উপলব্ধি। ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভ কামনা রইলো।

৩| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই রয়েছে সুখ-দুঃখের পালা। দুঃখের সংস্পর্শ না পেলে মানুষের ভেতরকার সত্তা ও আত্মশক্তি জাগ্রত হয় না। 

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৮

ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

৪| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৩

নেওয়াজ আলি বলেছেন: খুবই চমৎকার ,পাঠক হৃদয় মুগ্ধ কবি ।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৫০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।
ইদানিং আপনাকে ব্লগে কম দেখি।
ভালো থাকবেন।

৫| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

Laboni বলেছেন: “রাত আকেলি” মুভিটিতে নওয়াজ উদ্দিন-এর অভিনয় আপনাকে অবশ্যই মহিত করবে

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৫২

ইসিয়াক বলেছেন: কবিতাটি নিয়ে কিছু বললে খুশি হতাম।
ভালো থাকুন।

৬| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫১

Laboni বলেছেন: “নেলপলিস” মুভিটির গল্প সত্যিই অসাধারন

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

৭| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন:

টলটলে আবেগের কবিতাটি খাসা হয়েছে।
শুভেচ্ছা শ্রদ্ধেয় ইসিয়াক ভাইকে।

১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:২১

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা,
অনেক ব্যস্ততার মাঝেও আমার পোস্টগুলোতে আপনি সময় করে আসেন, পড়েন , লাইক কমেন্ট করেন এতে আমি অনুপ্রাণিত হই। উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
শুভ সকাল।

৮| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন।

অভিজ্ঞতা আছে।

১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:২১

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন:

অভিজ্ঞতা আছে।



তো দেরি কেন? শেয়ার করুণ।

৯| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.