নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

দু\'জন দুঃখী

১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৬



মেয়ে,
তোমার দুচোখ ছলছল,
অশ্রু টলমল।
দেখে আমার মন সায়রে
ঝরে ব্যথার বাদল।

কেনগো কাঁদো মেয়ে?
কি হারিয়েছো পেয়ে?
ইচ্ছে হলে বলতে পারো
শুনবো মন দিয়ে ।

এত সহজে কেউ কি ভাঙে?
তোমার মনের গাঙে।
আবার ফিরবে জোয়ার,
মিছে কেন মানছো হার?

দুঃখ সব নিপাত যাক,
এসো গো বাড়াও হাত
দু"জন দুঃখীর নতুন আশায়
হোক মোলাকাত।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১১ফেব্রুয়ারি,২০২১

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: মানুষ যত কষ্ট পায় তত খাটি হয়।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৬

ইসিয়াক বলেছেন: অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন।

২| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৪

জুল ভার্ন বলেছেন: পুড়ে পুড়ে খাঁটি হয়।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৬

ইসিয়াক বলেছেন: সঠিক উপলব্ধি। ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভ কামনা রইলো।

৩| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই রয়েছে সুখ-দুঃখের পালা। দুঃখের সংস্পর্শ না পেলে মানুষের ভেতরকার সত্তা ও আত্মশক্তি জাগ্রত হয় না। 

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৮

ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

৪| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৩

নেওয়াজ আলি বলেছেন: খুবই চমৎকার ,পাঠক হৃদয় মুগ্ধ কবি ।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৫০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।
ইদানিং আপনাকে ব্লগে কম দেখি।
ভালো থাকবেন।

৫| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

Laboni বলেছেন: “রাত আকেলি” মুভিটিতে নওয়াজ উদ্দিন-এর অভিনয় আপনাকে অবশ্যই মহিত করবে

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৫২

ইসিয়াক বলেছেন: কবিতাটি নিয়ে কিছু বললে খুশি হতাম।
ভালো থাকুন।

৬| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫১

Laboni বলেছেন: “নেলপলিস” মুভিটির গল্প সত্যিই অসাধারন

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

৭| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন:

টলটলে আবেগের কবিতাটি খাসা হয়েছে।
শুভেচ্ছা শ্রদ্ধেয় ইসিয়াক ভাইকে।

১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:২১

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা,
অনেক ব্যস্ততার মাঝেও আমার পোস্টগুলোতে আপনি সময় করে আসেন, পড়েন , লাইক কমেন্ট করেন এতে আমি অনুপ্রাণিত হই। উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
শুভ সকাল।

৮| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন।

অভিজ্ঞতা আছে।

১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:২১

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন:

অভিজ্ঞতা আছে।



তো দেরি কেন? শেয়ার করুণ।

৯| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.